IND vs ENG: রোহিত শর্মা’র অবসরের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। লিডসে গত ২২ জুন লাল বলের ফর্ম্যাটে নেতা হিসেবে কেরিয়ার শুরু করেছেন তিনি। তাঁর অধীনে ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া ম্যাচের প্রথম চার দিন সেয়ানে সেয়ানে টক্কর দিলেও অন্তিম দিনে প্রতিপক্ষের চ্যালেঞ্জের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারে নি। বেন ডাকেট, জো রুট, জেইমি স্মিথদের আক্রমণের সামনে আত্মসমর্পণই করতে হয় তাদের। নেতা হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলির মধ্যে যে ‘অরা’ বা দ্যুতি নজরে আসত, তা দেখা যায় নি শুভমানের মধ্যে, বিশ্লেষণ করতে বসে জানিয়েছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। আদর্শ নেতা হতে গেলে মানসিক ভাবে আরও শক্ত হতে হবে ফাজিলকার তরুণ’কে, মন্তব্য করেছিলেন অন্যান্য বিশেষজ্ঞরাও।
Read More: বাংলাদেশ যাচ্ছে না টিম ইন্ডিয়া, আন্তর্জাতিক আঙিনায় কোহলি-রোহিতের প্রত্যাবর্তন ঘিরে সংশয় !!
নিজের বক্তব্যেই অনড় নয় শুভমান-

প্রথম টেস্টের ব্যর্থতার পর এজবাস্টনে কি ভাবে দল সামলান তরুণ অধিনায়ক সে দিকে নজর ছিলো ক্রিকেট দুনিয়ার। কিন্তু টসের পর তাঁর মন্তব্য অবাক করেছে সকলকে। গতকালই সাংবাদিক সম্মেলনে শুভমান (Shubman Gill) মন্তব্য করেছিলেন যে, “এই পিচগুলিতে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর চেয়ে আমাদের কাছে প্রতিপক্ষের ২০ উইকেট তুলতে পারাটাই অগ্রাধিকার পায়।” কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পুরো ১৮০ ডিগ্রী অবস্থান বদলে ফেলতে দেখা গেলো তাঁকে। কুলদীপ যাদব’কে খেলানো হলো না কেন? কেনই বা একাদশে জায়গা পেলেন নীতিশ কুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দর? প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা ভেবেছিলাম ওকে (কুলদীপ যাদব) খেলানোর কথা। কিন্তু গত ম্যাচের ফলাফল দেখে শেষমেশ ব্যাটিং বিভাগে গভীরতা বাড়ানোর সিদ্ধান্তই নেওয়া হয়।”
এজবাস্টনের একাদশ সামনে আসার পর নেটদুনিয়ায় অনেকেই বলছেন না অধিনায়কের আসনে শুভমান (Shubman Gill) বসলেও দলের রাশ আদতে রয়েছে কোচ গৌতম গম্ভীরের হাতেই। বিশ্বজয়ী প্রাক্তনী বরাবরই অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন। ভারতের কোচের হটসিটে বসার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং-দের অবধি হাত ঘোরানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। এজবাস্টনে মুশকিল আসান হিসেবে বাড়তি দু’জন অলরাউন্ডারকে জায়গা করে দেওয়া আদতে তাঁরই স্ট্র্যাটেজি। লিডসের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট তুলতে ব্যর্থ হওয়ার কারণেই হারতে হয়েছে। হতাশ করেছিলেন প্রসিদ্ধ-সিরাজরা। এজবাস্টনে সেরা বোলিং অস্ত্র বুমরাহ নেই। তাঁর বদলি কি আদৌ হয়ে উঠতে পারবেন নীতিশ বা ওয়াশিংটন’রা? আপাতত শুভমান-গম্ভীর জুটির জন্য বড় প্রশ্ন সেটিই।
রদবদল নিয়ে উঠছে প্রশ্ন-

গত ৫ জুন মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন হেড কোচ গৌতম গম্ভীর ও নবনিযুক্ত ভারত অধিনায়ক। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে শুভমান (Shubman Gill) স্পষ্টই বলেছিলেন যে কোনো পূর্বসূরির অধিনায়কত্বের ধরণকে অনুরণ করতে চান না তিনি। বরং এগোতে চান নিজের মত করেই। “প্রত্যেককে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। সতীর্থদের নিরাপদ অনুভব করাতে চাই,” অঙ্গীকার করেছিলেন ২৫ বর্ষীয় তারকা। কিন্তু দ্বিতীয় টেস্টেই সেই মন্তব্য থেকে যেন সরে আসতে দেখা গিয়েছে তাঁকে। মাত্র একটি ম্যাচে ব্যর্থতার পরেই শার্দুল ঠাকুর, সাই সুদর্শনদের মত ক্রিকেটারকে একাদশ থেকে ছেঁটে ফেলার পথে হেঁটেছেন তিনি। বদলে জায়গা করে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডিকে। মাত্র একটি ম্যাচ’ই কি তাঁর কাছে ‘পর্যাপ্ত সুযোগ?’ সাই-শার্দুলরা বাদ পড়ায় ইতিমধ্যেই আঙুল তুলতে শুরু করেছেন অনেকে।
Also Read: IND vs ENG 2nd Test: ধারাবাহিক হতে পারলো না…” বার্মিংহ্যামে ব্যর্থ রাহুল, ক্ষোভের সুনামি নেটদুনিয়ায় !!