ind-vs-eng-shubman-face-criticism-on-x

IND vs ENG: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট। হায়দ্রাবাদে হারের পর বিশাখাপত্তনমে জিতে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। সমতা ফিরিয়েছে সিরিজে। রাজকোটে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। মাঠে নামার আগেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ভারতকে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলের মত একঝাঁক তারকা ক্রিকেটারকে ছাড়াই নামতে হচ্ছে মাঠে। একাদশ নির্বাচনে রাহুল, কোহলিদের অভিজ্ঞতার বিকল্প হিসেবে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছে দল। সরফরাজ খান, ধ্রুব জুড়েলের অভিষেক হয়েছে আজ। মিডল অর্ডারে শুভমান গিল ও রজত পতিদারের সঙ্গী হয়েছেন তাঁরা।

Read More: IND vs ENG: উডের গতিতে পরাস্ত যশস্বী জয়সওয়াল, রাজকোটে শুরুতেই উইকেট হারিয়ে বেকায়দায় ভারত !!

রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তরুণ ভারতের শুরুটা আশানুরূপ হয় নি আজ। শুরুতেই মার্ক উডের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। ১০ করেন তিনি। ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। তিন নম্বরে নামেন শুভমান গিল। বেশ কিছু ম্যাচে ব্যর্থ হওয়ার পর অবশেষে বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে লড়াকু ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। নতুন পজিশনে শেষমেশ মানিয়ে নিয়েছেন শুভমান, আশার আলো দেখেছিলেন অনুরাগীরা। তবে তা যে কেবল মরীচিকা ছিলো, সেটা প্রমাণিত হলো আজ রাজকোটে। অ্যান্ডারসনের বলে একবার এলবিডব্লু’র আপিল হলো তাঁর বিরুদ্ধে। সেই যাত্রায় রক্ষা পেলেও মার্ক উডের আউটস্যুইং থেকে রক্ষা পাওয়া সম্ভব হলো না তাঁর জন্য।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অ্যান্ডারসনের আউটস্যুইং-এ খোঁচা দিয়ে ফিরেছিলেন সাজঘরে। আজও মার্ক উডের বলে প্রায় একইভাবে আউট হলেন তিনি। গুডলেন্থে পড়া বল খানিক দেরীতে স্যুইং হয়েছিলো। শুভমানের ব্যাটের বাইরের দিকের কোণ স্পর্শ করে তা জমা পড়ে উইকেটরক্ষক বেন ফোকসের দস্তানায়। ৯ বলে ০ করেন শুভমান। আরও একবার লাল বলের খেলায় ব্যর্থ হয়ে নেটদুনিয়ার রোষের মুখে পড়েছেন তিনি। ‘গতকালের ভ্যালেন্টাইনস ডে’র রেশ কাটে নি মনে হয়’, কটাক্ষের সুরে লিখেছেন একজন। ‘টেস্ট দলে শুভমানের খেলার কথাই নয়’ লিখেছেন আরও এক ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী। ‘এভাবে চলতে থাকলে দুববে ভারত’ সাবধানবাণী আরও একজনের। ‘দিনের পর দিন এমনটা মেনে নেওয়া কঠিন’ মন্তব্য এক নেটনাগরিকের। ‘এখনই ফেরানো হোক চেতেশ্বর পূজারা’কে’ ভারতীয় টিম ম্যানেজমেন্টকে হুঁশিয়ারির সুরে জানিয়েছেন অনেকে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: রজত পতিদারকে ফিরিয়ে দিলেন টম হার্টলি, টেস্টের প্রথম সেশনেই ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *