ind-vs-eng-shubman-after-dramatic-win

IND vs ENG: রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। ‘অনভিজ্ঞ’ শুভমান আদৌ ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দল সামলাতে পারবেন? প্রশ্ন তুলেছিলেন অনেকে। উত্তরটা মাঠেই দিলেন তিনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দু’টি টেস্ট সিরিজ খুইয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো ভারতের। শুভমানের হাত ধরেই ঘুরে দাঁড়ালো তারা। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (IND vs ENG) জিততে হয়ত পারে নি ‘মেন ইন ব্লু,’ কিন্তু পিছিয়ে পড়েও যেভাবে সমতা ফেরালো তারা, তার কৃতিত্ব প্রাপ্য অধিনায়কেরও। সিরিজে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করেছেন তিনি। করেছেন ৪টি শতরান। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। কিন্তু তারপরেও ওভালের অসামান্য জয়ের পর ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই এগিয়ে রাখলেন শুভমান গিল।

Read More: “সেরার সেরা কামব্যাক…” ওভালে দুর্দান্ত প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

সিরাজ-প্রসিদ্ধের প্রশংসা শুভমানের-

Mohammed Siraj and Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images
Mohammed Siraj and Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

পঞ্চম দিনে ইংল্যান্ডকে তুলতে হত ৩৫ রান আর ভারতের প্রয়োজন ছিলো ৪ উইকেট (IND vs ENG)। ব্যাট-বলের দ্বৈরথে শেষ হাসি ‘মেন ইন ব্লু’র। শুরুতেই জেইমি স্মিথ’কে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এরপর জেইমি ওভারটনকেও ফেরান তিনি। জশ টাং-এর উইকেট তোলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। এরপর ভয় ধরিয়েছিলো গাস অ্যাটকিনসনের প্রতিরোধ। কিন্তু সিরাজের (Mohammed Siraj) ইয়র্কার তাঁর অফস্টাম্প উড়িয়ে দিতেই বাজিমাত ভারতের। ৬ রানের ব্যবধানে এই স্মরণীয় জয়ের কৃতিত্ব দুই পেসার সিরাজ ও প্রসিদ্ধকেই দিচ্ছেন ভারত অধিনায়ক। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, “দুই দলই গোটা সিরিজ জুড়ে দারুণ খেলেছে। নিজেদের শ্রেষ্ঠ খেলাটাই মাঠে নিয়ে এসেছলো তারা। আজ জিততে পেরে খুশি। সিরাজ আর প্রসিদ্ধের মত বোলার থাকলে অধিনায়কত্বটা সহজ হয়ে যায়। ওরা বল’কে দিয়ে যেন কথা বলাচ্ছিলো।”

“হ্যাঁ চাপ ছিলো আমাদের আমাদের উপর কিন্তু ওরা (প্রসিদ্ধ ও সিরাজ) দারুণ বোলিং করছিলো। আমরা আত্মবিশ্বাসী ছলাম। আমরা চেয়েছিলাম ৩৭ (৩৫) রান জুড়ে ওরা (ইংল্যান্ড) যেন চাপ অনুভব করে,” জয়ের পর স্বীকারোক্তি শুভমানের (Shubman Gill)। ওভালে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর অসামান্য পারফর্ম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ক। বলেন, “ও যে কোনো অধিনায়কের স্বপ্ন। প্রত্যেকটা বল, প্রত্যেকটা স্পেলে সেরাটা দিয়েছে। দলের জন্য নিজের সর্বস্ব পণ করেছে।” ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) রুদ্ধশ্বাস লড়াই উপভোগ করেছেন বলেই জানিয়েছেন শুভমান। ওভাল টেস্ট সম্পর্কে তাঁর মূল্যায়ন, “পঞ্চম দিনে মাঠে নামার আগে দুই দলই জানত না কারা জিততে চলেছে। সেটাই প্রমাণ করে দুই দল কতটা প্যাশনেট আর কতটা উদ্যম নিয়ে সকলে খেলেছে।”

ব্যাটিং নিয়ে খুশি শুভমান গিল-

Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

এবারের অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজের আগে ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের টেস্ট গড় ছিলো ১৪.৬৬। তিন ম্যাচ খেলে করেছিলেন ৮৮ রান। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ডিউক বলের বিরুদ্ধে আদৌ সাফল্য পাবেন তিনি? সন্দিহান ছিলেন বিশেষজ্ঞমহলের একাংশ। দুর্দান্ত পারফর্ম্যান্স করে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন ২৫ বর্ষীয় তরুণ। গড়েছেন একের পর এক রেকর্ড। সিরিজ সেরার পুরস্কার হাতে শুভমান (Shubman Gill) আজ জানালেন, “বেশ ভালো লাগছে। একজন ব্যাটার হিসেবে বেশ কিছু জিনিসের উপর কাজ করতে চেয়েছিলাম। লক্ষ্য ছিলো সিরিজের সেরা ব্যাটার হওয়া। সেই ইচ্ছা পূরণ হওয়ায় খুশি হয়েছি। সাফল্য নির্ভর করে দক্ষতা আর মানসিকতার উপর। মানসিক ভাবে আপনি চাপমুক্ত থাকলে ব্যাটিং এমনিতেই ভালো হয়।” এই সিরিজ (IND vs ENG) থেকে কি শিখলেন? প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী শুভমান বলেছেন, “আমরা কখনও হাল ছাড়ি না।”

দেখে নিন জয়ের মুহূর্ত-

Also Read: IND vs ENG 5th Test: ওভালের বাইশ গজে ‘বাজিগর’ সিরাজ, ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *