IND vs ENG: আসন্ন ইংল্যান্ড সফরে (IND vs ENG) রোহিত-বিরাটদের মত কিংবদন্তিদের শূন্যস্থান পূরণ করবেন কারা? সেই বহুচর্চিত প্রশ্নের উত্তর মিললো আজ। মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর আজ স্কোয়াড ঘোষণা করে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। সহ-অধিনায়ক পদ হারিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্থ। সাই সুদর্শন, আর্শদীপ সিং-দের মত নতুন মুখদেরও জায়গা দেওয়া হয়েছে স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন শার্দুল ঠাকুর ও করুণ নায়ার। দীর্ঘ সময় পর দলে ফেরানো হয়েছে তাঁদের। রয়েছেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর’ও। তবে মহম্মদ শামি, হর্ষিত রাণা’রা বাদ পড়ায় চমকেছেন অনেকে। সুযোগ পান নি শ্রেয়স আইয়ারও।
Read More: IND vs ENG: “মুখ পোড়াতে যাচ্ছে…” নেতৃত্বে শুভমান, ইংল্যান্ড সফরের স্কোয়াড সামনে আসতেই ক্ষোভের আগুন নেটদুনিয়ায় !!
টেস্ট স্কোয়াডে নেই শ্রেয়স-

গত বছরের গোড়ায় অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁকে ছন্দে ফিরতে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলো বিসিসিআই। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে সেই সময় রাজী হন নি তিনি। সেই নিয়ে বোর্ড কর্তাদের সাথে একপ্রস্থ সংঘাতেও জড়িয়ে পড়েন শ্রেয়স (Shreyas Iyer)। শেষমেশ রঞ্জি সেমিফাইনাল ও ফাইনাল খেললেও এড়াতে পারেন নি শাস্তি। তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। ওয়ান ডে’তে নিয়মিত হলেও টেস্টে আর সুযোগ পান নি শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাক আসে নি। ছিলেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতেও। পরিস্থিতি বদলালো না ইংল্যান্ড সফরের (IND vs ENG) আগেও। সেই ব্রাত্যই রয়ে গেলেন মুম্বইয়ের ক্রিকেটার।
গত ১০-১২ মাসে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেছেন শ্রেয়স। অংশ নিয়েছেন রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানী কাপের মত টুর্নামেন্টে। এর মধ্যে ২০২৪-এ রঞ্জি ও ইরানী কাপ জিতেওছেন মুম্বইয়ের জার্সিতে। সাদা বলের ক্রিকেটেও দারুণ সফল তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছেন। নাইট রাইডার্সের হয়ে জিতেছেন আইপিএল (IPL)। ব্যাট হাতেও রয়েছেন রানের মধ্যে। শর্ট বলের বিরুদ্ধে পুরনো দুর্বলতা কাটিয়ে উঠেছেন শ্রেয়স (Shreyas Iyer)। হুক বা পুলের মত শট যোগ করেছেন নিজের ব্যাটিং অস্ত্রাগারে। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার ছিলেন তিনি। এবারের আইপিএলেও নিয়মিত রান করতে দেখা গিয়েছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ছন্দে থাকা শ্রেয়সের টেস্ট প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু তা না হওয়ায় হতাশার ছায়া ক্রিকেটমহলে।
দেখে নিন ভারতীয় স্কোয়াড-
Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series 💪
A look at the squad for India Men’s Tour of England 🙌#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq
— BCCI (@BCCI) May 24, 2025
ভাবনায় নেই শ্রেয়স, জানালেন আগারকার-

বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় ব্যাটিং অর্ডারের চার নম্বরে যে শূন্যতা তৈরি হয়েছিলো, তা পূরণ করতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), গত কয়েকদিন ধরেই বিশেষজ্ঞমহলে শোনা যাচ্ছিলো এহেন আলোচনা। তবে বিসিসিআই-এর ভাবনা যে এর সম্পূর্ণ বিপরীত, তা আজ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। লাল বলের ফর্ম্যাটে শ্রেয়স যে এই মুহূর্তে তাঁদের ভাবনায় নেই তা সাফ জানিয়েছেন তিনি। বলেছেন, “হ্যাঁ আমি জানি যে ও (শ্রেয়স আইয়ার) ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। কিন্তু টেস্টে এই মুহূর্তে ওর জন্য দলে জায়গা নেই।” পেসার মহম্মদ শামি’কে ফিটনেস সমস্যার জন্য বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচক। “ওর ওয়ার্কলোড যতটা থাকা উচিৎ, তা নেই। চিকিৎসকেরা জানিয়েছেন যে ও খেলতে পারবে না,” মন্তব্য আগরকারের।