ind-vs-eng-shastri-slams-umpires-over-ball-change

IND vs ENG: চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে বিতর্কের কেন্দ্রে বল। আইসিসি’র নিয়ম অনুসারে ৮০ ওভার খেলা হওয়ার পর নতুন বল ব্যবহার করা যেতে পারে কোনো টেস্ট ম্যাচে। কিন্তু চলতি সিরিজে তার আগেই আকার বা আকৃতি বদলে যাচ্ছে ‘ডিউক’ সংস্থা নির্মিত বলগুলি। যার জন্য সমস্যায় পড়ছে দুই শিবিরই। গতকাল বারবার বল বদলের দাবী করতে দেখা গিয়েছিলো শুভমান গিল’কে। ‘বিকল্প’ হিসেবে যে বলটি বেছে নিয়েছিলেন দুই আম্পায়ার তা নিয়েও খুশি ছিলেন না তিনি। আম্পায়ারদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিলো তাঁকে। ম্যাচের তৃতীয় দিনেও বল নিয়ে চললো একপ্রস্থ নাটক। ভারতীয় ইনিংস চলাকালীন ফের বল বদলাতেই হলো দুই আম্পায়ার শরফুদৌলা সৈকত ও পল রাইফেল’কে। বিকল্প বল নির্বাচনের জন্য যে সময় তাঁরা বাছলেন তা নিয়ে আপত্তি জানিয়েছেন রবি শাস্ত্রী।

Read More: এশিয়া কাপের দল প্রকাশ্যে, ফের একবার গম্ভীরের স্কোয়াডে অগ্রাধিকার KKR তারকাদেরই !!

আম্পায়ারদের দিকে তোপ শাস্ত্রী’র-

Ball Had to Be Changed During 3rd Day As Well | IND vs ENG | Image: Twitter
Ball Had to Be Changed During 3rd Day As Well | IND vs ENG | Image: Twitter

ভারতীয় ইনিংসের ৫৬তম ওভারের পর ড্রিঙ্কসের বিরতি ঘোষিত হয়েছিলো। ক্রিকেটাররা যখন জলপানে ব্যস্ত ছিলেন সেই সময়ে বল বদলাতে পারতেন আম্পায়াররা। কিন্তু তা করেন নি তাঁরা। খেলা শুরু হওয়ার ঠিক আগে তৃতীয় আম্পায়ার এহসান রাজা’কে (Ahsan Raza) দেখা যায় বলের বাক্স হাতে নিয়ে মাঠে ঢুকতে। বাতিল বলটির সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকা ‘বিকল্প’ বলের খোঁজ করতে দেখা যায় পল রাইফেল, শরফুদৌলা সৈকতদের। ঘটনার সময় স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন ইয়ান ওয়ার্ড (Ian Ward) ও রবি শাস্ত্রী (Ravi Shastri)। আম্পায়ারদের বিরুদ্ধে অহেতুক সময় নষ্টের অভিযোগ তোলেন দু’জনেই। ওয়ার্ড বলেন, “ওরা (আম্পায়াররা) আবার বল বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটা হাস্যকর ব্যাপার। ওনারা যদি ফের বল বদলাবেনই তাহলে সেই সিদ্ধান্ত’টা ড্রিঙ্কস বিরতির শুরুতেই নেওয়া হলো না কেন?”

“ওনারা গোটা ড্রিঙ্কস বিরতি জুড়ে অপেক্ষা করলেন। এখন খেলা শুরু করার বদলে ওনারা কিনা বল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। এখন গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে,” যোগ করেন ওয়ার্ড। সহ-ধারাভাষ্যকারের মতকে সমর্থন করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, “আমি সহমত পোষণ করছি। তুমি যেটা বলছো সেটা একেবারেই সাধারণ জ্ঞান। মনে হয় ওনারা বল’টা পরখ করতেই ভুলে গিয়েছিলেন।” ‘বিকল্প’ হিসেবে যে কয়টি বল এহসান রাজা নিয়ে এসেছিলেন মাঠে, একটিও ‘বল গেজ’-এর পরীক্ষায় পাস করতে পারে নি। তাতে বেশ অবাক হন শাস্ত্রী। বলেন “ওনারা (আম্পায়াররা) ৫টা বল পরীক্ষা করে দেখলেন আর ৫টাই ঐ রিং-এর মধ্যে দিয়ে যেতে পারলো না। এটা অভাবনীয় ব্যপার। তাহলে ওগুলো বাক্সে রয়েছে কেন?” সিরিজের (IND vs ENG) শুরু থেকেই বল নিয়ে হইচই চলছে। আজকের ঘটনা যেন নয়া মাত্রা যোগ করলো তাতে।

শুনে নিন শাস্ত্রীর সমালোচনা-

বল বিতর্কে বিস্ফোরক স্টুয়ার্ট ব্রড-

Shubman Gill Had An Argument With Umpire | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill Had An Argument With Umpire | IND vs ENG | Image: Getty Images

ঋষভ পন্থ থেকে বেন স্টোকস- ডিউক বল’কে কাঠগড়ায় তুলেছেন দুই শিবিরের তারকারাই। গতকাল স্টাম্প মাইকে ধরা পড়েছে মহম্মদ সিরাজের ক্ষোভ। “এটা নাকি ১০ ওভার পুরনো বলের বিকল্প? সত্যি?” আম্পায়ারকে বলেন হায়দ্রাবাদী পেসার। সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জসপ্রীত বুমরাহ’র ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “কারণ বিতর্কিত কিছু বলে ম্যাচ ফি’র অর্থ জরিমানা দিতে চাই না।” বল বিতর্কে ‘বিরক্ত’ ইংল্যান্ডের প্রাক্তনী স্টুয়ার্ট ব্রড। ৬১৯ টেস্ট উইকেটের মালিক গতকাল ট্যুইট করেছেন, “ক্রিকেট বলের একজন দক্ষ উইকেটরক্ষকের মত হওয়া উচিৎ। যেটা কিনা বিশেষ নজরে আসবে না। আমরা বল নিয়ে এত আলোচনা করছি কারণ সত্যিই একটা সমস্যা। আর প্রায় প্রত্যেক ইনিংসেই বদলাতে হচ্ছে। এটা কখনোই মানা যায় না। মনে হয় পাঁচ বছর ধরে এটা চলছে। ডিউকে সমস্যা রয়েছে। নতুন বল ৮০ ওভার টেকা উচিৎ। ১০ ওভার নয়।”

Also Read: IND vs ENG 3rd Test: কাটছে না বল বিতর্ক, আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অধিনায়ক শুভমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *