ind-vs-eng-shastri-blames-kl-rahul

IND vs ENG: ফের একবার বিদেশের মাটিতে তীরে এসে তরী ডুবলো ভারতীয় ক্রিকেট দলের। লর্ডসে চতুর্থ ইনিংসে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিলো মাত্র ১৯৩ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সহজ কাজটা কঠিন করে ম্যাচ খোয়ালেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। চতুর্থ দিনের শেষপর্বে মাত্র ৫৮ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসেছিলো ভারত। পঞ্চম দিনের সকালেও পরপর উইকেট হারায় তারা। শেষমেশ বুমরাহ ও সিরাজকে নিয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) প্রতিরোধ গড়ে তুললেও ধরা দেয় নি সাফল্য। ১৭০-এ গুটিয়ে যায় ইনিংস। এই ব্যর্থতার কারণ কি? বিশেষজ্ঞদের আলোচনায় ব্যাটিং ব্যর্থতা, ভারতীয় দলের অতি আগ্রাসী হওয়ার চেষ্টার মত নানা কারণ উঠে এলেও প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। ব্যাটার কে এল রাহুলের দিকে আঙুল তুলেছেন তিনি।

রাহুলকে কাঠগড়ায় তুলছেন শাস্ত্রী-

Rishabh Pant Got Run-out | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant Got Run-out | IND vs ENG | Image: Getty Images

টেস্টের (IND vs ENG) তৃতীয় দিন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এল রাহুলের (KL Rahul) ব্যাটে ভর দিয়ে খানিক ঘুরে দাঁড়িয়েছিলো ‘মেন ইন ব্লু’। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে ‘ভুল’ করে বসেন তাঁরা। ৬৬তম ওভারের তৃতীয় বলে শোয়েব বশিরকে অফসাইডে ঠেলেছিলেন ঋষভ পন্থ। রান নেওয়ার কোনো ইচ্ছা ছিলো না তাঁর। কিন্তু ৯৮তে পৌঁছে যাওয়া কে এল রাহুল শতকের জন্য দ্বিতীয় সেশন অবধি অপেক্ষা করতে রাজী ছিলেন না। বশিরের (Shoaib Bashir) ওভারেই মাইলস্টোন ছুঁতে চাইছিলেন তিনি। তাঁর ডাকেই শেষমেশ সিঙ্গলের জন্য দৌড় শুরু করেন ঋষভ। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিলো অনেক। কভার অঞ্চলে ফিল্ডিং করছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়কের থ্রো যখন স্টাম্প ভেঙে দেয় তখনও ক্রিজ থেকে অনেকটা দূরেই ছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।

৭৪ রান করে সাজঘরে ফিরতে হয় ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। ভাঙে ১৪১ রানের জুটি। লাঞ্চের ঠিক আগে খোয়ানোর সুদূরপ্রসারী প্রভাব পড়ে ভারতীয় ইনিংসে। লাঞ্চের পরেই আউট হন রাহুল (KL Rahul) স্বয়ং। জাদেজা, নীতিশ রেড্ডি ভালো খেললেও ইংল্যান্ডের তোলা ৩৮৭-এর জবাবে ভারতও থেমে যায় ৩৮৭-তেই। হারায় লিড ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। পঞ্চম দিনের শেষে এই বিষয়টিই তফাৎ গড়ে দিলো বলে মনে করছেন শাস্ত্রী (Ravindra Jadeja)। রাহুলের ভুল ‘কলে’ যেহেতু আউট হয়েছিলেন ঋষভ (Rishabh Pant), তাই ব্যর্থতার দায়ভার অনেকটাই তাঁর কাঁধেই চাপিয়েছেন তিনি। ঘনিষ্ঠমহলে বলেছেন, “কে এল রাহুল যদি ঋষভ পন্থ’কে ওভাবে রান-আউট না করত তাহলে ভারত এই ম্যাচটা জিতে যেত। ঐ রান-আউটটার মাসুল গুনতে হলো আমাদের। না হলে আমরা যথেষ্ট লিড পেতে পারতাম।”

দোষ রাহুলেরই, মানলেন শুভমান গিল’ও-

Shubman Gill | Image: Twitter
Shubman Gill | Image: Twitter

ঋষভ পন্থের (Rishabh Pant) রান-আউট যে ম্যাচে (IND vs ENG) প্রভাব ফেলেছে তা প্রকারান্তরে মেনে নিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল’ও। ভুল ‘কল’-এর জন্য তিনিও কাঠগড়ায় তুলেছেন রাহুলকেই (KL Rahul)। গতকাল খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। উত্তরে বলেন, “ঋষভের রান-আউটটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। একটা সময় মনে হয়েছিলো যে ৫০-১০০ রানের লিড পাব। পঞ্চম দিনে ব্যাটিং যে সহজ হবে না তা জানতাম। এটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমার মনে হয় লাঞ্চের আগে শতরান করার ব্যাপারে কে এল (রাহুল) ঋষভ’কে (পন্থ) কিছু বলেছিলো, কারণ একজন ব্যাটারও চাপে থাকে। তবে ব্যক্তিগত মাইলস্টোনের লোভে এই রান-আউট তা আমি মানছি না। তবে ভুল-বোঝাবুঝি তো বটেই।”

Also Read: IND vs ENG 3rd Test: ডাকেট’কে ধাক্কা দিয়ে সঙ্কটে সিরাজ, ভারতীয় পেসারকে কড়া শাস্তি দিলো আইসিসি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *