IND vs ENG: লিডসের পর লর্ডসেও তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার। চতুর্থ ইনিংসে তাদের সামনে লক্ষ্য ছিলো ১৯৩ রানের। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে হাতছাড়া হয়েছে সাফল্যের সম্ভাবনা। চতুর্থ দিনের বিকালেই ব্যাকফুটে চলে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ চার উইকেট হারিয়ে বসেছিলো ৫৮ রানের মধ্যে। পঞ্চম দিনের সকালে আরও চার উইকেট হারায় তারা। যথেষ্ট হয় নি জাদেজা’র ১৮১ বলে ৬১* রানের ইনিংসও। শোয়েব বশিরের বলে সিরাজ আউট হতেই স্পষ্ট হয় ম্যাচের ফলাফল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানের ব্যবধানে ম্যাচ হারে টিম ইন্ডিয়া (IND vs ENG)। এই ব্যর্থতার ময়নাতদন্ত করতে বসে অনেকেই টেল-এন্ডার বুমরাহ বা সিরাজকে দুষছেন জাদেজাকে আরও একটু সঙ্গ দিতে না পারার জন্য। কিন্তু রবি শাস্ত্রীর (Ravi Shastri) অবস্থান ভিন্ন মেরুতে। তিনি আঙুল তুলেছেন করুণ নায়ারের দিকে।
Read More: “ও নিশ্চয়ই উন্নতি করবে…” শুভমানের পাশেই দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি, হতাশ লর্ডসের হারে !!
করুণকে দুষলেন রবি শাস্ত্রী-

আইসিসি রিভিউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের লর্ডস পরাজয়ের ময়নাতদন্ত করেছেন প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান-আউট ও দ্বিতীয় ইনিংসে করুণ নায়ারের (Karun Nair) উইকেটই লড়াই থেকে ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়াকে, মনে করছেন তিনি। জানিয়েছেন, “আমার জন্য টেস্টের টার্নিং পয়েন্ট প্রথমেই ঋষভ পন্থের আউট’টা (প্রথম ইনিংসে)। তবে (দ্বিতীয় ইনিংসে) ৪০/১ অবস্থায় যেভাবে একটা সোজা, নির্বিষ ডেলিভারি ছাড়তে গিয়ে করুণ নায়ার আউট হলো, আমার মতে সেটা মনঃসংযোগের চূড়ান্ত অভাবের কারণে। ওটাই ইংল্যান্ডের জন্য দরজাটা খুলে দেয়। যে সময়ে ও আউট হয়েছিলো সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।” করুণের পর সেদিন শুভমান গিলকেও ফিরিয়েছিলেন ব্রাইডন কার্স। দিনের শেষ ডেলিভারিতে বেন স্টোকস ফেরান নাইটওয়াচম্যান আকাশ দীপ’কে।
বুমরাহ, সিরাজদের দিকে আঙুল তুলছেন কেউ কেউ। এমনকি কুম্বলে, আজহারউদ্দিনের মত প্রাক্তনীরা জাদেজার রক্ষণাত্মক ব্যাটিং-এর সমালোচনার করেছেন। কিন্তু তাঁদের সাথে একমত নন শাস্ত্রী। তিনি করুণ-সহ গোটা টপ-অর্ডারের উপরেই দায় চাপিয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আপনারা দেখেছেন সিরাজ, বুমরাহ বা জাদেজারা যখন ব্যাটিং করছিলো, বল ৪০ ওভারের বেশী পুরনো হওয়ার পর ওরা একটাও ভুল পদক্ষেপ ফেলে নি। ওদের রক্ষণ জমাট ছিলো। মধ্যাহ্নভোজের বিরতির সময় যখন ভারত ৮২ রানে পিছিয়ে ছিলো, তখন অনেকেই ভেবেছিলো যে ১০ মিনিটেই সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই ৮২ বা ৮৩ রান’কে ২২-এ নামিয়ে আনা একটা দুর্দান্ত কৃতিত্ব। এটাই দেখায় যে যদি টপ-অর্ডার চতুর্থ দিনের শেষপর্বে আরেকটু কঠিন বা দৃঢ়চেতা হত তাহলে এই ম্যাচটা ভারতেরই হত।”
৩-০ এগোতে পারত ভারতীয় দল-

লিডসেও প্রথম চারদিন সেয়ানে সেয়ানে টক্কর চলেছিলো। পঞ্চম দিনের ব্যর্থতায় হাতছাড়া হয়েছিলো দল। লর্ডসেও বদলায় নি ছবিটা। চতুর্থ দিনের তৃতীয় সেশন ও পঞ্চম দিনের প্রথম সেশনে ধস নেমেছিলো ভারতীয় ব্যাটিং-এ। সেই ধাক্কা আর সামলে ওঠা হলো না শুভমান গিলদের। চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (IND vs ENG) ‘ভাগ্য’ সঙ্গ দিচ্ছে না ভারতের, মনে করছেন রবি শাস্ত্রী। আইসিসি রিভিউ’কে দেওয়া সাক্ষাৎকারেই তিনি জানিয়েছেন, “একটু ভাগ্যের সাহায্য পেলে ভারত ৩-০ এগিয়ে থাকতে পারত।” শুভেচ্ছা জানিয়েছেন বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকেও। “পরিস্থিতি যখন কঠিন হয়ে পড়েছিলো তখন ওরা (ইংল্যান্ড) গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠেছে। দরজায় একটা ফাটল দেখামাত্র লাথি মেরে সেই দরজাটা ভেঙে ফেলেছে। ঐ পিচে কিছুই ছিলো না। আগের দিন ভারত দুই উইকেট কম খোয়ালে এই রান তাড়া করে ফেলত।”
Also Read: IND vs ENG 3rd Test:“জাদেজার জন্যই হার ভারতের…” লর্ডস টেস্ট নিয়ে উলটো সুর দুই প্রাক্তন অধিনায়কের গলায় !!