IND vs ENG: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে যখন নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), তখন থেকেই শুরু হয়েছিলো অবসরের গুঞ্জন। কিন্তু সেই সময় অনুরাগীদের আশ্বস্ত করে মহাতারকা জানিয়েছিলেন যে লাল বলের ফর্ম্যাট থেকে সরছেন না তিনি। কিন্তু দিনকয়েক আগে আচমকাই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন তিনি। টেস্ট ক্যাপের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত সম্মানের। এত বছর ধরে সমর্থন ও ভালোবাসা যোগানোর জন্য ধন্যবাদ।” তিনি যে ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন তাও জানিয়েছেন রোহিত। তাঁর আচমকা অবসরে কপালে ভাঁজ নির্বাচকদের। আসন্ন ইংল্যান্ড সফরের (IND vs ENG) জন্য স্কোয়াড নির্বাচনের পাশাপাশি তাঁদের বাছতে হবে নতুন অধিনায়ক’ও।
Read More: রোহিত শর্মার দেখানো পথেই হাঁটছেন হার্দিক পান্ডিয়া, টেস্ট ক্রিকেট থেকে নিচ্ছেন অবসর !!
বিদায় কোহলিরও, অভিজ্ঞতার অভাব স্পষ্ট স্কোয়াডে-
অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। সম্প্রতি সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। সংবাদমাধ্যম সূত্রে খবর যে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে চাইছেন বিরাট কোহলিও (Virat Kohli)। দিনকয়েক আগেই বিসিসিআই-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে বিরাট সরে দাঁড়ালে ভারতীয় দলের উপর যে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। সেই কারণেই তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে বোর্ড। যদি শেষমেশ নিজের অবস্থান না বদলান কিংবদন্তি তারকা সেক্ষেত্রে তাঁকে বাদ দিয়েই দল বাছতে হবে নির্বাচকদের। টপ-অর্ডার ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল, অভিমণ্যু ঈশ্বরণরা। থাকবেন কে এল রাহুল’ও।
ওয়ান ডে ও টি-২০তে ভালো পারফর্ম্যান্স করার পর টেস্ট দলেও ফিরতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সরফরাজ খান’কে বাদ দেওয়া হতে পারে। ইংল্যান্ড সফরে (IND vs ENG) টেস্ট স্কোয়াডে জোড়া উইকেটরক্ষক হিসেবে জায়গা পেতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel)। দস্তানা হাতে যদিও পন্থই প্রথম পছন্দ কোচ গম্ভীরের। অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম্যান্সের পর ইংল্যান্ডগামী বিমানে জায়গা পাচ্ছেন নীতিশ কুমার রেড্ডিও। দ্বিতীয় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফেরানো হতে পারে শার্দুল ঠাকুরকে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। চার ফ্রন্টলাইন পেসারকে বেছে নিতে পারেন নির্বাচকেরা। থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর সাথে দেখা যেতে পারে মহম্মদ সিরাজ, হর্ষিত রাণা ও মহম্মদ শামি’কে।
নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল-

কে হবেন রোহিত শর্মা’র উত্তরসূরি? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অলিন্দে। অস্ট্রেলিয়া সফরে রোহিত যে দু’টি টেস্ট খেলেন নি সেখানে নেতার ভূমিকায় দেখা গিয়েছিলো জসপ্রীত বুমরাহকে। কিন্তু তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পূর্ণাঙ্গ ‘লিডারশিপ রোল’-এ বুমরাহকে দেখছেন না নির্বাচকেরা। বিসিসিআই সূত্রে খবর যে আপাতত ভাবনায় রয়েছে কে এল রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্থ-এর নাম। দৌড়ে এগিয়ে শুভমান’ই (Shubman Gill)। ইতিমধ্যেই সাদা বলের দুই ফর্ম্যাটে সহ-অধিনায়ক করা হয়েছে বছর ২৪-এর তরুণকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সম্ভবত ইংল্যান্ড সফরে লাল বলের ফর্ম্যাটে নেতার আসনেও বসানো হবে তাঁকেই। ২০২১-২২’র ভারতের শেষ ইংল্যান্ড সফরে ২-২ ড্র হয়েছিলো সিরিজ (IND vs ENG)। নতুন নেতার হাত ধরে সাফল্য আসে কিনা সেদিকে তাকিয়ে সকলে।
IND vs ENG সিরিজের সম্ভাব্য স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমণ্যু ঈশ্বরণ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
ট্র্যাভেলিং রিজার্ভ- প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল।