IND vs ENG: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০’র সাফল্যের পর পুরোপুরি টেস্ট ক্রিকেটের বৃত্তে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে সিরিজ। পাঁচ ম্যাচের প্রথমটি আয়োজিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয়টির জন্য বেছে নেওয়া হয়েছে বিশাখাপত্তনম’কে। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। চতুর্থ ম্যাচটি আয়োজিত হবে রাঁচীতে। আর শেষ খেলাটি হতে চলেছে ধর্মশালার পাহাড়ঘেরা মাঠে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় আপাতত ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় একান্ত প্রয়োজন তাদের। অন্যদিকে প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখতে হলে ইংল্যান্ডের সামনেও ভারতের বিরুদ্ধে সিরিজ জয় ছাড়া রাস্তা খোলা নেই।
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম দুই টেস্টের জন্য আপাতত দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) যে গোড়ালির চোটে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে খেলছেন না, তা আগেই নিশ্চিত ছিলো। টেস্ট শুরুর ঠিক দিন তিনেক আগে টিম ইন্ডিয়ার চাপ বাড়লো অনেকগুণ। আচমকাই দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। আজ বিসিসিআই-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলছেন না কোহলি (Virat Kohli)। সংবাদমাধ্যমের কাছে বিরাটের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। আবেদন করা হয়েছে গুজব না ছড়ানোরও। কে হবেন ভারতীয় দলে বিরাটের বিকল্প? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সেই প্রশ্নও। অনেকেই মনে করছেন অবশেষে জাতীয় দলের ডাক আসতে চলেছে সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য।
Read More: IND vs ENG: চাপের মুখে বেন স্টোকস বাহিনী, সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ছেড়ে দেশে ফিরছেন তারকা ব্যাটার !!
ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন সরফরাজ খান-
বিরাট কোহলি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সফরাজ খান’কে (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরেই দুর্দান্ত ধারাবাহিক। গড়েছেন রানের পাহাড়। ব্যাট হাতে ২০১৯ থেকে ২০২২ অবধি এর পর থেকে ১০০’র তলায় নামে নি প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজ খানের (Sarfaraz Khan) ব্যাটিং গড়। ২০১৯-২০ রঞ্জি মরসুমে ১৫৪.৬৬ গড়ে করেছিলেন ৯২৮ রান। ২০২১-২২ রঞ্জি মরসুমে ৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে ১২২.৭৫ গড়ে এসেছিলো ৯৮২ রান। ২০২২-২৩ রঞ্জি মরসুমেও সরফরাজের ব্যাটে দেখা গিয়েছে রানের বন্যা। রঞ্জি ট্রফিতে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি।
সম্পূর্ণ কেরিয়ারে ৪৪ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭৫১ রান করেছেন সরফরাজ। ব্যাটিং গড় প্রায় ৬৯। সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে ক্রিকেট ইতিহাসে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। সামনে কেবল স্যার ডন ব্র্যাডম্যান, বিজয় মার্চেন্ট এবং জর্জ হেডলি। পরিসংখ্যান পক্ষে কথা বললেও কোনো অজানা কারণে বারবার ভারতীয় টেস্ট দলের বাইরেই থেকে গিয়েছেন তিনি। ২০২২-এর শেষে বাংলাদেশ সফরে তাঁর সুযোগ পাওয়ার কথা ছিলো, কিন্তু তা আর হয় নি। পরে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার বাইরেই ছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। জানা গিয়েছিলো তাঁর আগ্রাসী মানসিকতা নিয়ে তৎকালীন মুখ্য নির্বাচক চেতন শর্মা নাকি অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই কারণেই বাইরে রাখা হয়েছিলো সরফরাজকে।
বোর্ড কর্তা পরিবর্তনেও ফেরেনি ভাগ্য
চেতন শর্মা (Chetan Sharma) সরে যাওয়ার পর নতুন মুখ্য নির্বাচক হিসেবে এসেছেন অজিত আগরকার (Ajit Agarkar)। কিন্তু সরফরাজের কপালে শিকে ছেঁড়ে নি। সংবাদমাধ্যমের সামনেও নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি। নিজেকে ডুবিয়ে দিয়েছেন অনুশীলনে। অবশেষে ২০২৪-এর গোড়ায় এসে হয়ত ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে সরফরাজের অনুকূলে। দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে সদ্যই ৬৮ রানের ইনিংস খেলেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করেছেন ৯৬ রান। তাঁর ধারাবাহিকতাই সম্ভবত জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে সরফরাজের (Sarfarz Khan) সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে কোহলি না থাকায় যে শূন্যতা সৃষ্টি হবে, তা পূরণ করতে সম্ভবত অজিত আগরকার, সুব্রত বন্দ্যোপাধ্যায়দের বাজি হচ্ছেন সরফরাজই।