IND vs ENG

IND vs ENG: গত বছর বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-২০ শতরানটি করেছিলেন সঞ্জু। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুই বার তিন অঙ্কের মাইলস্টোন পেরিয়েছিলেন তিনি। আগুনে ছন্দে থাকা সঞ্জুকেই (Sanju Samson) কুড়ি-বিশের ক্রিকেটে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটারের তকমা দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। নতুন বছরের গোড়াতেও ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ঈশান কিষণ, ঋষভ পন্থদের বদলে তাঁকেই অগ্রাধিকার দিয়েছেন নির্বাচকেরা। যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের আপাতত টি-২০তে বিশ্রাম দিয়েছে বোর্ড। ফলে ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) পছন্দের ওপেনিং স্লটে ব্যাটিং-এর সুযোগও পেয়েছেন তিনি। কিন্তু ফর্ম ধরে রাখতে পারেন নি তিনি। গত ম্যাচে আউট হয়েছিলেন ২৬ রান করে। আজ মাত্র ৫ রান করেই সাজঘরে ফিরলেন কেরলের ক্রিকেটার।

Read More: “বাজবল চলবে না এখানে…” ভারতের রুদ্ধশ্বাস বোলিং পারফরমেন্সের সামনে মুখ থুবড়ে পড়লো ইংল্যান্ড, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!

ইডেনের মত চেপকেও জোফ্রা আর্চারের শিকার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তৃতীয় ওভারের তৃতীয় বলেই প্রতিপক্ষকে উইকেট উপহার দিলেন ভারতীয় ওপেনার। ১৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অফস্টাম্পের বাইরের লাইনে শর্ট বল করেছিলেন ক্যারিবিয়ানজাত ফাস্ট বোলার। পুল মারার ব্যর্থ চেষ্টা করেন সঞ্জু। তাঁর ব্যাটের উপরের দিকে স্পর্শ করে বল আকাশে উঠে যায়। ডিপ স্কোয়্যারে ক্যাচ ধরতে বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নি ব্রাইডন কার্সকে (Brydon Carse)। ৭ বল খেলে ৫ করেই আউট হন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পরপর দুই ইনিংসে সঞ্জু ব্যর্থ হওয়ায় ধৈর্য্য হারিয়েছেন টিম ইন্ডিয়া সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা আক্রমণ শানিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের উদ্দেশ্যে। ‘দুই-তিনটে ম্যাচে রান পেয়েছিলো, সেগুলোই আসলে ব্যতিক্রম। এবার আসল ফর্মে ফিরেছে ও,’ কটাক্ষ এক নেটিজেনের।

‘ভালো বোলিং আক্রমণের বিরুদ্ধে সঞ্জু বরাবরই সাধারণ,’ অভিযোগ করেছেন এক ক্রিকেট অনুরাগী। ‘এই সিরিজে ভালো পারফর্ম করলে টি-২০ দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত সঞ্জু স্যামসন। কিন্তু এহেন জঘন্য পারফর্ম্যান্সের পর বাদ পড়লে বলার কিছু থাকবে না,’ আক্ষেপ কেরলের তারকারই এক অনুরাগীর। ‘এভাবে দিনের পর দিন ব্যর্থ হলে বাদ দিতে বাধ্য হবে বিসিসিআই,’ কার্যত কেরিয়ারের এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন কেউ কেউ। ‘দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের দ্বিতীয় সারির বোলারদের বিরুদ্ধেই ভালো ইনিংসে আসে। প্রতিপক্ষ কঠিন হলেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় ওর,’ লিখেছেন আরও একজন। ‘শেষ সাত ইনিংসের মধ্যে দুটো শূন্য করেছে ও। একবার দশ পেরোতে পারে নি,’ সঞ্জুকে যেন আয়না দেখিয়েছে ট্যুইটার (এক্স)।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 2nd T20i: স্পিন খেলতে ফের নাজেহাল ইংল্যান্ড, কুড়ি ওভার শেষে স্কোরবোর্ডে ১৬৫ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *