IND vs ENG: কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের দাপটে মাত্র ১৩২ রানেই গুটিয়ে গিয়েছে ইংল্যান্ড। একমাত্র অধিনায়ক জস বাটলার (Jos Buttler) ছাড়া কেউই নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি। বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকা সিরিজের মতই ইংল্যান্ডের বিরুদ্ধেও ওপেন করছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। যে বাইশ গজ ব্রুক (Harry Brook), বেথেল, ডাকেটদের জন্য হয়ে উঠেছিলো ত্রাস, সেখানে আদৌ যে কোনো জুজু লুকিয়ে নেই তা ইনিংসের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ওপেনাররা। পাওয়ার প্লে’তে কেরলের সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝোড়ো ব্যাটিং-এ উত্তাল কলকাতার ক্রিকেটজনতা। ধুন্ধুমার অভিষেক শর্মাও।
Read More: “চ্যাম্পিয়ন দের মতন প্রদর্শন…” প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৩২ রানে আটকে দিলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!
জোফ্রা আর্চারের (Jofra Archer) হাতে নতুন বল তুলে দিয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। শুরুটা ভালোই করেন তিনি। খরচ করেন মাত্র এক রান। ওভারের একদম শেষ বলে একটি সিঙ্গল নেন সঞ্জু স্যামসন। ধরে রাখেন স্ট্রাইক। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার জ্বলে উঠলেন ইনিংসের দ্বিতীয় ওভারে। বল করছিলেন গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। তাঁকে স্বাগতই জানান বাউন্ডারি হাঁকিয়ে। দ্বিতীয় বলটি ফের বিদ্যুতের গতিতে ছুটে যায় সীমানার দিকে। তৃতীয় বলটিতে কোনো রান খরচ করেন নি অ্যাটকিনসন। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আর রক্ষা পান নি তিনি। কভারের উপর দিয়ে ইংল্যান্ড পেসারকে গ্যালারিতে আছড়ে ফেলেন স্যামসন (Sanju Samson)। পঞ্চম ও ষষ্ঠ ডেলিভারিতেও সঞ্জু ঝড়ের সম্মুখীন হতে হয় তাঁকে। মিড অন ও ফাইন লেগ অঞ্চল দিয়ে দুটি বাউন্ডারি হাঁকান টিম ইন্ডিয়ার তারকা।
তৃতীয় ওভারে ঝড় তোলেন অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। হাঁকান বাউন্ডারি ও ছক্কা। ক্রিকেটের নন্দনকাননে দুই তরুণের ব্যাটিং প্রদর্শনী যখন উপভোগ করতে শুরু করেছেন ইডেনের জনতা, তখনই ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে। অ্যাটকিনসনের ছয় বলে ২২ রান ছিনিয়ে নিলেও আজ ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ইনিংস বিশেষ দীর্ঘায়িত করতে পারলেন না সঞ্জু। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে জোফ্রা আর্চারের শিকার হয়ে তাঁকে ফিরতে হয় সাজঘরে। ক্যারিবিয়ানজাত পেসারের ১৪৫.৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ডেলিভারিতে বড় শট খেলতে তাড়াহুড়ো করে ফেলেছিলেন স্যামসন (Sanju Samson)। মিড উইকেটে ধরা পড়েন তিনি। ২০ বলে ২৬ রান করে আউট হন তিনি। ৪১ রানের মাথায় ভাঙে ‘মেন ইন ব্লু’র ওপেনিং জুটি।
দেখুন সঞ্জুর আক্রমণাত্মক ব্যাটিং-
Sanju Samson 🫣 #INDvsENGpic.twitter.com/mndkgo7JEl
— RavinderNadhori (@RavinderNadhori) January 22, 2025
Also Read: IND vs ENG 1st T20i: বরুণ-আর্শদীপদের বোলিং বিক্রমে নতজানু ইংল্যান্ড, মাত্র ১৩২ রানেই গুটিয়ে গেলো ইনিংস !!