IND vs ENG

IND vs ENG: টি-২০তে ইংল্যান্ডকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার ওয়ান ডে’র চ্যালেঞ্জের মুখোমুখি দুই দল (IND vs ENG)। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছেন জস বাটলার। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ একাদশ নির্বাচনে চমক দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। হাঁটুর চোটে বিরাট কোহলি না থাকায় সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। আর্শদীপ সিং-কে রিজার্ভ বেঞ্চে রেখে দ্বিতীয় পেসার হিসেবে খেলানো হচ্ছে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দুজনেরই অভিষেক হচ্ছে আজ। দিনকয়েক আগে শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে টি-২০ খেলতে নেমে নজর কেড়েছিলেন দিল্লীর হর্ষিত। আজ অবশ্য ওয়ান ডে অভিষেকে দেখা গেলো উলটো দৃশ্য। ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়লেন ডান হাতি ফাস্ট বোলার।

Read More: IND vs ENG 1st ODI: “চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিন্তা বাড়লো…” চোট পেয়ে ছিটকে গেলেন কোহলি, আশঙ্কায় নেটমাধ্যম !!

কলকাতা নাইট রাইডার্সে (KKR) গত বছর ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন ফিল সল্ট (Phil Salt) ও হর্ষিত রাণা (Harshit Rana)। কিন্তু প্রাক্তন সতীর্থকেই যেন আজ নিশানা করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হর্ষিতকে স্বাগতই জানান জোড়া বাউন্ডারি হাঁকিয়ে। ইনিংসের চতুর্থ ওভারে অবশ্য ‘অ্যাডভান্টেজ’ আদায় করে নিয়েছিলেন দিল্লীর বছর ২৪-এর তরুণ। মেডেন দেন তিনি। কিন্তু ষষ্ঠ ওভারে যখন ফের হর্ষিতের হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, তখনই খোলস ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করেন সল্ট (Phil Salt)। টি-২০ সিরিজ বিশেষ ভালো কাটে নি তাঁর। একমাত্র শেষ ম্যাচটিতে করা অর্ধশতকটি ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস আসে নি তাঁর ব্যাট থেকে। তবে ওয়ান ডে যে আলাদা সল্টকে দেখা যাবে তার আভাস যেন সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচেই দিয়ে রাখলেন তিনি।

ওভারের প্রথম বলেই সজোরে ব্যাট চালান ইংল্যান্ড ব্যাটার। সঠিক সংযোগও ঘটাতে পারেন নি। কিন্তু তা সত্ত্বেও ব্যাটের কোণায় লেগে বল উড়ে যায় মাঠের বাইরে। দ্বিতীয় বলটিকে দুর্দান্ত ড্রাইভ করে কভার অঞ্চল দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারিতে। তৃতীয় ডেলিভারিতে হাঁটু গেড়ে বসে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের উপর দিয়ে স্লগ স্যুইপ হাঁকান সল্ট (Phil Salt)। ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল আছড়ে পড়ে দর্শকাসনে। হতদ্যম হর্ষিত’কে (Harshit Rana) এর পরের বলেও রেয়াৎ করেন নি তাঁর প্রাক্তন সতীর্থ। মিড উইকেটের উপর দিয়ে তাঁর দুর্দান্ত শট ছুটে যায় বাউন্ডারির দিকে। ওভারের পঞ্চম ডেলিভারিতে কোনো রান হয় নি। তবে দীর্ঘস্থায়ী হয় নি স্বস্তি। শেষ বলটিতে দুরন্ত পুলে ছক্কা হাঁকিয়ে হর্ষিত’কে (Harshit Rana) বিদায় জানান সল্ট (Phil Salt)। এক ওভারে ২৬ তুলে ম্যাচের রাশ তুলে দেন ইংল্যান্ডের হাতে।

দেখুন সল্টের তাণ্ডব-

Also Read: IND vs ENG 1ST ODI TOSS REPORT IN BENGALI: টস জিতলো ইংল্যান্ড, বিরাট কোহলিকে বাদ দিয়েই দল ঘোষণা ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *