IND vs ENG

IND vs ENG: ম্যাঞ্চেস্টারে ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া (IND vs ENG)। খেলা শুরুর আগেই তাদের বিপদে ফেলেছিলো চোট-আঘাত। ছিটকে গিয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ, আর্শদীপ সিং। ম্যাচের প্রথম দিন ঋষভ পন্থের পায়ের মেটাটার্সাল ভাঙায় আরও বড় ধাক্কা খেয়েছিলো দল। আজ চতুর্থ দিন। কিন্তু এখনও পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩৫৮ তুলেছিলো তারা। জবাবে ইংল্যান্ড তুলেছে ৬৬৯ রান। জোড়া শতরান করেছেন জো রুট ও বেন স্টোকস। বড় ইনিংস খেলেছেন ক্রলি, ডাকেট, অলি পোপরাও। ৩১১ রানের লিড পেয়েছে তারা। এই বিশাল ব্যবধান মুছে লড়াইতে টিকে থাকতে বড় ওপেনিং জুটির প্রয়োজন ছিলো ‘মেন ইন ব্লু’র। কিন্তু ব্যর্থতা পিছু ছাড়লো না যশস্বী জয়সওয়ালের। প্রথম ওভারেই আউট তিনি। তিনে নামা সাই সুদর্শন’ও ফিরলেন খাতা খোলার আগেই।

Read More: শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ, প্রথমবার সুযোগ পেলেন ৮ জন অলরাউন্ডার !!

লর্ডসে শূন্য রান করে আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ ম্যাঞ্চেস্টারেও গুরুত্বপূর্ণ সময়ে দল’কে ডুবিয়েই মাঠে ফিরলেন তিনি। ক্রিস ওকসের হাতে নতুন ডিউক বল তুলে দিয়েছিলেন বেন স্টোকস। প্রথম তিনটি ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন মুম্বইয়ের তরুণ। কিন্তু চতুর্থ ডেলিভারিতে বাজিমাত করে যান ইংল্যান্ড অলরাউন্ডার। লেট স্যুইং হয়েছিলো বলটি। বুঝতে না পেরেই ব্যাট বাড়িয়ে দেন যশস্বী। শেষ মুহূর্তে তাঁর ব্যাটের কোণা ছুঁয়ে বল জমা পড়ে স্লিপে দাঁড়ানো জো রুটের হাতে। সিরিজের (IND vs ENG) দ্বিতীয় ‘ডাক’ এলো সাই সুদর্শনের (Sai Sudharsan) ব্যাট থেকেও। বাড়তি বাউন্সে বাজিমাত করেন ওকস। ব্যাট সরিয়ে নিতে চেয়েছিলেন তামিলনাড়ুর তরুণ। কিন্তু পারেন নি। বল তাঁর ব্যাট ছুঁয়ে জমা পড়ে হ্যারি ব্রুকের হাতে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই জোড়া উইকেট হারিয়ে বসে ভারত।

তৃতীয় টেস্টে (IND vs ENG) ১৯৩ তাড়া করতে ব্যর্থ হয়েছে ‘মেন ইন ব্লু।’ ডুবিয়েছিলো টপ-অর্ডার’ই। ম্যাঞ্চেস্টারেও ব্যাটিং বিভাগের হাঁড়ির হাল দেখে স্বাভাবিক কারণেই ক্ষোভে ফুঁসছেন সমর্থকেরা। সমাজমাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন তাঁরা। ‘দরকারী ম্যাচে শূন্য ছাড়া যশস্বী আদৌ কিছু করেছে?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আমাদের ডুবিয়ে চলেছে,’ মন্তব্য আরেকজনের। সাইকেও নিশানা করেছেন অনেকে। ‘চারটে ইনিংসের মধ্যে দু’টো শূন্য। এরা কিনা আমাদের সেরা ব্যাটার!’ বিস্ময় প্রকাশ করেছেন এক নেটনাগরিক। ‘এই ম্যাচে ইনিংসে হার এড়াতে পারলেই বিশাল ব্যাপার হবে,’ আক্ষেপ আরেক ক্রিকেটপ্রেমীর। ‘করুণ নায়ার তাহলে সমস্যা ছিলো না। সমস্যা মানসিকতার। কোচ গম্ভীরের দিকে আঙুল তোলা উচিৎ,“ টিম ইন্ডিয়ার ব্যর্থতা বিশ্লেষণ করতে বসে জানিয়েছেন আরও এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *