IND vs ENG

IND vs ENG: টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। সেই সাফল্যের ধারাবাহিকতা একদিনের ক্রিকেটেও ধরে রাখলো ‘মেন ইন ব্লু,।’ নাগপুরের জামথা স্টেডিয়ামে বাটলারদের ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো তারা। চোটের জন্য আজ খেলেন নি বিরাট কোহলি (Virat Kohli)। তাও জয় পেতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় নি ভারতীয় শিবিরকে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। জস বাটলার, জেকব বেথেলের জোড়া অর্ধশতক ও ফিল সল্টের ঝোড়ো ৪৩ রানের সৌজন্যে ২৪৮ রান স্কোরবোর্ডে তুলেছিলো তারা। তারকাখচিত টিম ইন্ডিয়াকে বেঁধে রাখার জন্য এই রান যে যথেষ্ট নয় তা ইনিংসের বিরতিতেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে আশা জাগিয়েছিলেন আর্চার (Jofra Archer), সাকিব মাহমুদরা। শেষমেশ অবশ্য মিডল অর্ডারের সৌজন্যে লক্ষ্য পৌঁছে যায় ভারত।

Read More: “হার্দিককে ভালোবাসি…” খুল্লমখুল্লা ঘোষণা বলি অভিনেত্রীর, ডিভোর্সের পর নয়া সম্পর্কে তারকা অলরাউন্ডার ??

আজ ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) কোহলি না খেলায় তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ৮৭ রানের চমৎকার ইনিংস খেলেন পাঞ্জাবের তরুণ তুর্কি। অস্ট্রেলিয়া সফরে যে অফ ফর্ম পিছু নিয়েছিলো তাঁর, তাকে ঝেড়ে ফেললেন তিনি। দুর্ধর্ষ অর্ধশতক এলো শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও। ত্রিমূর্তির ব্যাটিং বিক্রমেই ৬৮ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিতে পেরেছে ভারতীয় দল। নিজে রান না পেলেও দলের পারফর্ম্যান্সে খুশি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খেলা শেষে সঞ্চালক মুরলী কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থদের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। দল যে পরিকল্পনা মেনে ক্রিকেট খেলেছে তাও স্বীকার করে নেন তিনি। সাক্ষাৎকারের শুরুতেই অধিনায়ক বলেন, “আমি খুবই খুশি। আমরা অনেকদিন পর এই ফর্ম্যাট খেলছি। তাও প্রত্যাশামতই খেলতে পেরেছি।”

ব্যাট হাতে শুরুটা ভালো করেছিলো ইংল্যান্ড (IND vs ENG)। ঝড় তুলেছিলেন সল্ট। সেখান থেকে যেভাবে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন বোলাররা তার প্রশংসায় পঞ্চমুখ রোহিত। অক্ষর’কে ব্যাটিং অর্ডারে কে এল রাহুলের (KL Rahul) উপরে তুলে আনা প্রসঙ্গে জানান, “আমরা মাঠে একজন বাম হাতি’কে চেয়েছিলাম। ব্যস এটুকুই। আমরা জানতাম যে বাম হাতি ব্যাটারের ভিতরের দিকে আসবে ওদের স্পিনারের বলগুলো। তাই একজন বাম হাতিকেই বাইশ গজে চেয়েছিলাম। (শুভমান) গিল ও অক্ষর (প্যাটেল) মাঝের ওভারগুলোয় দারুণ খেলেছে।” সামনে এগিয়ে চলাই এখন লক্ষ্য রোহিত ও তাঁর সতীর্থদের। অধিনায়কের মন্তব্য, “আমি চাই যে একটা দল হিসেবে আমরা ঠিক জিনিসগুলো করে চলি যতটা সম্ভব।” কটকে আগামী রবিবার রয়েছে পরবর্তী ম্যাচটি (IND vs ENG)। আপাতত সেখানেই ফোকাস রাখছে ভারত।

Also Read: IND vs ENG 1st ODI: “ঘুরে দাঁড়িয়েছে দল…” নাগপুরে বড় জয় ভারতের, শ্রেয়স-শুভমানদের শুভেচ্ছায় ভরালো নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *