IND vs ENG

IND vs ENG: কটকের বারবাটি স্টেডিয়ামে আজ টসে জিতে ভারতের বিপক্ষে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড (IND vs ENG)। আপাতত সিরিজে পিছিয়ে রয়েছে তারা। ঘুরে দাঁড়াতে হলে আজ যে জিততেই হবে তা বিলক্ষণ জানে জস বাটলারের দল। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছে তারা। প্রথম দশ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৭৫। বেন ডাকেট (Ben Duckett), ফিল সল্ট ও হ্যারি ব্রুক সাজঘরে ফিরলেও জো রুট ও জস বাটলারের অভিজ্ঞতায় ভর দিয়ে দ্রুতই এগোচ্ছে ইংল্যান্ড। পেস বা স্পিন সব অস্ত্রই ব্যবহার করে দেখেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে মোটেই রাজী নয় সফরকারী দল। রান আটকাতে গিয়ে যখন হিমশিম খাচ্ছেন ভারতীয় বোলাররা তখন উলটে বাড়তি রান খরচ করে বসলেন হর্ষিত রাণা (Harshit Rana)। চাপ বাড়লো ভারতের উপর।

Read More: IND vs ENG 2nd ODI: কটকেও খোঁড়াচ্ছেন বিরাট কোহলি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহাতারকার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন !!

ইংল্যান্ড ইনিংসের ৩২তম ওভারে হর্ষিত রাণা’র হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম ডেলিভারিটিতে প্রতিপক্ষ অধিনায়ককে রীতিমত বিভ্রান্ত করেন ভারতের তরুণ পেসার। পরবর্তী তিনটি বলেও কোনো রান আসে নি। পঞ্চম বলটিও ‘ডট’ হতে পারত, কিন্তু হলো না হর্ষিতের (Harshit Rana) নিজের দোষেই। রক্ষণাত্মক শট খেলেছিলেন বাটলার। বল গড়িয়ে এসেছিলো বোলারের দিকেই। ফলো থ্রু’তে তা কুড়িয়ে নিয়ে স্টাম্পে ছুঁড়ে মারেন হর্ষিত। চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ককে রান-আউট করতে। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। অনেকক্ষণ আগেই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন বাটলার (Jos Buttler)। ফলে রান-আউটের সম্ভাবনা ছিলো না। আর হর্ষিতের থ্রো স্টাম্পের অনেকখানিক দূর দিয়ে বেরিয়ে যায়। ফাইন লেগ অঞ্চলে কোনো ফিল্ডারই ছিলো না ভারতের। ফলে বিনা বাধায় তা পৌঁছে যায় বাউন্ডারি। বাড়তি চার রান যুক্ত হয় ইংল্যান্ডের স্কোরবোর্ডে।

মাঠে নিজের মনের ভাব কখনও চেপে রাখেন নি ভারত অধিনায়ক। মেজাজ হারিয়ে মাঝেমধ্যেই সতীর্থদের গালিগালাজ অবধি করতে শোনা যায় রোহিত শর্মা’কে (Rohit Sharma)। আজ হর্ষিতের কাণ্ড দেখেও শান্ত থাকতে পারেন নি তিনি। চেঁচিয়ে বলেন, “আরে মাথা খারাপ হলো নাকি?” আঙুল দিয়ে মাথার দিকে ইঙ্গিত করতেও দেখা গিয়েছে তাঁকে। ভুল যে করে ফেলেছেন তা বুঝতে পেরেছিলেন স্বয়ং হর্ষিত’ও (Harshit Rana)। অধিনায়কের অভিযোগের কোনো রকম জবাব না দিয়েই তিনি ফেরেন বোলিং রান-আপে। শেষ ডেলিভারিটিতে কোনো রান খরচ না করায় কিঞ্চিত মুখরক্ষা হয় তাঁর। প্রসঙ্গত ৩৯তম ওভারে হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে সাজঘরে ফিরেছেন বাটলার। আজকের ম্যাচে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৩৫ বলে ৩৪ রান। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর ২৩৭/৪। ক্রিজে রয়েছেন জো রুট ও লিয়াম লিভিংস্টোন।

বেহিসেবী হর্ষিত, ক্ষুব্ধ রোহিত শর্মা-

Also Read: IND vs ENG 2nd ODI: সহজ ক্যাচ’ও ধরতে ব্যর্থ অক্ষর, হতাশায় মাথায় হাত হার্দিকের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *