IND vs ENG

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আজ মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। গত দুই ম্যাচের মত আজও টসের মুদ্রা পড়েছে সফরকারী দলের পক্ষেই। নাগপুর ও কটকে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। আজ সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম বোলিং করছে ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই তাদের সাফল্য এনে দিলেন মার্ক উড। এক্সপ্রেস পেসারের বলে উইকেট হারালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত ব্যর্থতার পর কটকের ধুন্ধুমার শতরান স্বস্তি যুগিয়েছিলো অনুরাগীদের। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। আজ ২ বলে মাত্র ১ করে সাজঘরে ফিরতেই ফের নেটজনতার কটাক্ষের মুখে পড়লেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ব্যাটে ধারাবাহিকতার অভাব নিঃসন্দেহে চিন্তায় ফেললো টিম ম্যানেজমেন্টকেও।

Read More: IND vs ENG 3rd ODI TOSS REPORT in BENGALI: টস জিতলো ইংল্যান্ড, ম্যাচ উইনারকে ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া !!

দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিটিই অনিশ্চয়তার করিডরে রেখেছিলেন মার্ক উড (Mark Wood)। বলের লাইনে পৌঁছতেই পারেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের কোণা স্পর্শ করে বল জমা পড়ে উইকেটরক্ষক ফিল সল্টের নিরাপদ দস্তানায়। মাত্র ৬ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া। ‘এখন সাফল্যটাই ব্যতিক্রম, ব্যর্থতাটা প্রত্যাশিত,’ অধিনায়কের পারফর্ম্যান্সকে বিঁধে লিখেছেন এক নেটিজেন। ‘কটকের ঐ শতরান ‘ফ্লুক’ ছিলো। অফ ফর্ম যে চলছেই তার প্রমাণ আজকের ইনিংস’ আক্রমণ শানিয়েছেন আরও একজন। ‘এই নিয়ে শেষ ২০টা ইনিংসে সম্ভবত ১৯ বার ব্যর্থ হলো ও,’ আরেক নেটনাগরিকের ট্যুইটেও স্পষ্ট বিরক্তি। ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরম ব্যাটিং করলে ভারতের হার নিশ্চিত,’ আশঙ্কার বাণী শুনিয়েছেন আরও একজন। ‘সরে দাঁড়াও, এখন সময় রয়েছে,’  অবসরের পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

ইনিংসের একদম শুরুতেই উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়েছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। আজ সেই সুযোগ ‘মেন ইন ব্লু’কে দিতে চান না জস বাটলাররা (IND vs ENG)। রোহিতের বিদায়ের পর দায়ভার অনেকটাই এখন শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলির কাঁধে। আহমেদাবাদ শুভমানের কাছে পয়া মাঠ। ‘চেনা বাইশ গজে জ্বলে উঠুক শুভমানের ব্যাট,’ প্রার্থনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। অফ ফর্মের সাথে লড়াই করছেন বিরাট কোহলিও (Virat Kohli)। রঞ্জি প্রত্যাবর্তনে ৬ রান করেছিলেন। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) করেছেন ৫। আজ রোহিত দ্রুত সাজঘরে ফেরায় তাঁর সামনে ছন্দ খুঁজে নেওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে বলে মত নেটজনতার। ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘুরে দাঁড়ানোর এটাই শেষ সুযোগ, হেলায় হারিও না বিরাট,‘ আশাবাদী ভারত সমর্থকেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: “ওর দুর্ভাগ্য যে…” KL রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে খুশি নন শ্রীকান্ত, তোপ দাগলেন গম্ভীরের বিরুদ্ধে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *