IND vs ENG: নাগপুরের পর কটকেও অব্যাহত টিম ইন্ডিয়ার জয়যাত্রা। ৪ উইকেটের ব্যবধানে জস বাটলাদের হারিয়ে সিরিজ (IND vs ENG) জিতে নিলো রোহিত শর্মার দল। আজ টসে জিতেছিলো ইংল্যান্ডই। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন জস বাটলার। ঝড়ের গতিতে শুরুটা করেছিলো তারা। প্রথম দশ ওভারেই স্কোরবোর্ডে উঠে গিয়েছিলো ৭৫। এরপর প্রতিপক্ষের রানের গতি খানিক কমাতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ তবুও বেন ডাকেট, জো রুট, লিয়াম লিভিংস্টোনদের সৌজন্যে ৩০৪ রান তুলে ফেলেছিলো ইংল্যান্ড। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনবদ্য শতরান করেন অধিনায়ক রোহিত শর্মা। লম্বা সময় পর সাফল্য পেলেন তিনি। সফল শুভমান গিল, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়াররাও। শেষমেশ ২৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া সিরিজ হারের পর এই জয় তৃপ্তি দিয়েছে অধিনায়ককে।
Read More: IND vs ENG 2nd ODI: “ফর্ম দু’দিনের, ক্লাস তো চিরকালের…” বিধ্বংসী শতরানে ম্যাচ জেতালেন রোহিত, কুর্নিশ নেটজনতার !!
ফর্মে ফিরে খুশি অধিনায়ক-

অফ ফর্মের অন্ধকার কাটিয়ে উঠেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ রান পেয়ে খুশি তিনি। খেলা শেষে দীপ দাশগুপ্তকে (Deep Dasgupta) দেওয়া সাক্ষাৎকারে জানান, “খুবই ভালো লাগছে। উপভোগ করছি আজ মাঠে। দলের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিলো। সিরিজ জয়ের হাতছানি ছিলো। কিছু রান করতে পারাটা আনন্দের।” নিজের গেমপ্ল্যান ফাঁস করেছেন হিটম্যান। বলেন, “আমি ব্যাটিং-কে কয়েকটি পর্বে ভেঙে নিয়েছিলাম। এই ফর্ম্যাটটা (ওডিআই) টি-২০ ক্রিকেটের থেকে দীর্ঘতর আবার টেস্টের চেয়ে ছোটো। তবুও পরিস্থিতি অনুযায়ীই খেলতে হয়। আমি কেবল ফোকাস ধরে রাখতে চেয়েছিলাম। আর যতক্ষণ সম্ভব খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম।”
প্রতিপক্ষ বোলারদের সামলানোর সময় পিচ ছিলো ভাবনায়, স্পষ্ট জানিয়েছেন তিনি। “কৃষ্ণমৃত্তিকার পিচে বল পড়ে পিছলে যায়। তাই ব্যাটের সম্পূর্ণ সামনের অংশটা দিয়ে খেলা জরুরী। ওরা (ইংল্যান্ড) শরীর লক্ষ্য করে বোলিং করছিলো, আমিও সেইমত পরিকল্পনা করেছিলাম,” মন্তব্য ভারত অধিনায়কের।সতীর্থদের ধন্যবাদ জানাতেও ভোলেন নি রোহিত। তারিফ করেন শ্রেস আইয়ার ও শুভমান গিলের। গত ম্যাচে অর্ধশতক করেছিলেন দু’জনে। আজও রান পেলেন তাঁরা। মাত্র ৫২ বলে ৬০ করেন শুভমান। আর শ্রেয়স করেন ৪৪ রান। দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট না হলে পঞ্চাশের গণ্ডী পেরতে পারতেন তিনিও। “আমি ওদের থেকে খুব ভালো সাহায্য পেয়েছি। গিল খুবই ক্লাসি একজন খেলোয়াড়। আমি ওকে সামনে থেকে দেখেছি। পরিস্থিতির চাপে পড়ে ও ঘাবড়ে যায় না। ওর পরিসংখ্যানই তার প্রমাণ দেয়।”
এখনই থামতে রাজী নন রোহিত-

মাঝের ওভারেই ম্যাচের ভাগ্য নির্ণয় হয় বলে মনে করছেন ভারত অধিনায়ক। রোহিত (Rohit Sharma) জানান, “যে কোনো দিকে যেতে পারে ম্যাচ। যদি সেই সময় (প্রতিপক্ষের উপর) চাপ বাড়ানো যায় তাহলে ডেথ ওভারে গিয়ে আর চিন্তায় পড়তে হয় না। দুটি ম্যাচেই আমরা মাঝের ওভারে ওদের চেপে ধরতে পেরেছিলাম। মাঝের ওভারগুলোতে যদি উইকেট তোলা যায় তাহলে প্রতিপক্ষকে বেঁধে রাখা যায়।” থামতে চান না হিটম্যান। সাক্ষাৎকারে জানিয়েছেন, “দল হিসেবে আমরা আরও উন্নতি করতে চায়। আগের ম্যাচেও আমি সেটাই বলেছিলাম। ছেলেদের কি করা উচিৎ আর ওদের কাছে কোচ ও ক্যাপ্টেন কি চায় সেটা যতক্ষণ ওদের কাছে স্পষ্ট, ততক্ষণ বিশেষ ভাবনার কারণ নেই।”