IND vs ENG: ইংল্যান্ড সিরিজের বাইরে ঋষভ পন্থ, বিকল্প খুঁজে নিলেন কোচ গম্ভীর !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল থেকে শুরু হয়েছে টিম ইন্ডিয়ার ওয়ান ডে সিরিজ (IND vs ENG)। শুরুটা দুর্দান্ত জয় দিয়েই করেছে ‘মেন ইন ব্লু।’ নাগপুরের জামথা স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। জাদেজা-হর্ষিত রাণাদের সৌজন্যে ২৪৮-এর বেশী এগোতে পারে নি ইংল্যান্ড। রান তাড়া করতে নামা ভারতীয় শিবিরও ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলো। কিন্তু খাদের কিনার থেকে দলকে উদ্ধার করেন শুভমান গিল (Shubman Gill) ও শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে নজর কাড়েন অক্ষর প্যাটেল’ও (Axar Patel)। ত্রিমূর্তির ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে ৬৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দেশ। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ কে হবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছিলো। সেই প্রশ্নেরও জবাব মিলেছে গতকালের ম্যাচে।

Read More: IND vs ENG 2nd ODI: দুর্দান্ত খেলেও দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন শ্রেয়স, চোট সারিয়ে প্রত্যাবর্তন বিরাট কোহলির !!

ঋষভ নয়, খেলবেন কে এল রাহুল’ই-

KL Rahul | IND vs ENG | Image: Getty Images
KL Rahul | IND vs ENG | Image: Getty Images

গত ১৮ জানুয়ারি ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) ও চ্যাম্পিয়ন্স ট্রফি’র (CT 2025) জন্য স্কোয়াড ঘোষণা করা হয়। দুই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। একাদশে কে থাকবেন তা নিয়ে তখন নেই চলছিলো কাটাছেঁড়া। তৃতীয় বিকল্প হিসেবে অনেকে ভাসিয়ে দিচ্ছিলেন সঞ্জু স্যামসনের নাম। তিনি যদিও এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে। ফলে লড়াই রাহুল (KL Rahul) ও পন্থের (Rishabh Pant) মধ্যেই সীমাবদ্ধ। ভারতীয় ব্যাটিং লাইন আপে ডান হাতিদের ভীড়। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, সকলেই ব্যাট করেন ডান হাতে। আক্রমণে বৈচিত্র আনার জন্য বাম হাতি ঋষভকে সুযোগ দেওয়া হোক, চাইছিলেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কিন্তু কোচ গম্ভীররের পরিকল্পনা যে খানিক আলাদা তা বোঝা গিয়েছে গতকালের একাদশ সামনে আসার পর থেকেই।

২০২৩-এর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে চমৎকার খেলেছিলেন কে এল রাহুল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও রান পেয়েছেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই বলেই জানিয়েছিলেন আকাশ চোপড়া। কোচ ও টিম ম্যানেজমেন্টও আস্থা রেখেছে তাঁর উপরেই। স্টাম্পের পিছনে দুটি ক্যাচ ধরেছেন তিনি। একটি নিখুঁত স্টাম্পিং-ও করেছেন। ফলে তাঁর ‘গ্লাভওয়ার্ক’ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে আঙুল উঠতে পারে ব্যাটিং নিয়ে। ৯ বলে ২ রান করে আদিল রশিদের বলে তাঁরই হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রাহুল। তবে একটি ম্যাচের ব্যাটিং ব্যর্থতাকে বড় করতে দেখতে রাজী নয় ক্রিকেটবোদ্ধারা। কটক ও আহমেদাবাদের পরবর্তী দুটি ম্যাচেও ঋষভের বদলে রাহুলই অগ্রাধিকার পাবেন বলে মত তাঁদের।

রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে ধোঁয়াশা-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কে এল রাহুলের জায়গা পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাঁর ব্যাটিং অর্ডার কি হওয়া উচিৎ তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মনে। পঞ্চাশ ওভারের কেরিয়ারে দেশের জার্সিতে ১ থেকে ৭ নম্বর অবধি সব পজিশনেই ব্যাটিং করেছেন তিনি। কিন্তু সেরাটা এসেছে ৪ ও ৫-এ খেলেই। ব্যাটিং গড় যথাক্রমে ৫৫.৮০ ও ৫৭.২২। কিন্তু গম্ভীর কোচ হয়ে আসার পর ব্যাটিং অর্ডারে বেশ নীচের দিকে ঠেলে দিয়েছেন রাহুলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত অগস্টে দুই ম্যাচে যথাক্রমে ছয় ও সাত নম্বরে ব্যবহার করা হয়েছিলো তাঁকে। মানিয়ে নিতে পারেন নি কর্ণাটকের ক্রিকেটার। গতকালও অনভ্যস্ত ৬ নম্বরে নেমে সাফল্য পান নি। চার নম্বরে আপাতত শ্রেয়স আইয়ারের জায়গা পাকা। রাহুলের থেকে সেরাটা বের করতে আনতে তাঁকে পাঁচেই খেলানোর পক্ষে সওয়াল করছে ক্রিকেটমহল।

Also Read: IND vs ENG, 1ST ODI HIGHLIGHTS: নাগপুরে দুরমুশ ইংলিশ বাহিনী, ৬৮ বল বাঁকি থাকতেই ম্যাচ জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *