IND vs ENG: লর্ডস টেস্টের আজ তৃতীয় দিন। ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৪৫ রান নিয়ে আজ মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া। প্রথম সেশনে অনবদ্য প্রতিরোধ গড়ে তোলেন কে এল রাহুল, ঋষভ পন্থ (Rishabh Pant) জুটি। গতকালই পঞ্চাশের গণ্ডী পেরিয়েছিলেন রাহুল (KL Rahul)। আজ সকালেও ডিউক বলের বিরুদ্ধে বেশ সাবলীল দেখাচ্ছিলো তাঁকে। সাধারণত ঝড়ের গতিতে রান তুলতে পছন্দ করেন পন্থ (Rishabh Pant)। কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে আজ উইকেটে টিকে থেকে রক্ষণাত্মক ব্যাটিং-ই করছিলেন। উইকেটকিপিং-এর সময় আঙুলে চোট পাওয়ায় দীর্ঘ সময় দস্তানা হাতে মাঠে নামতে পারেন নি। আজ ব্যাটিং-এর সময়েও চোটের জায়গায় আছড়ে পড়ে বল। তা সত্ত্বেও মনঃসংযোগ হারান নি তিনি। অর্ধশতক পেরিয়ে এগোচ্ছিলেন শতরানের উদ্দেশ্যে। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে ভুল করে বসেন পন্থ। তাঁর মাসুল গুণতে হয় ভারতীয় দলকে।
Read More: “এগুলো বাক্সে রয়েছে কেন?” বল বিতর্কে ‘বিরক্ত’ রবি শাস্ত্রী, সময় নষ্টের অভিযোগ তুললেন আম্পায়ারদের বিরুদ্ধে !!
৬৬তম ওভারে শোয়েব বশির’কে আক্রমণে এনেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। প্রথম বলে সিঙ্গল নেন কে এল রাহুল। পাক বংশোদ্ভূত স্পিনারের দ্বিতীয় বলটিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কোনো রান হয় নি তাতে। তৃতীয় ডেলিভারিটি অফস্টাম্পের বেশ খানিকটা বাইরে রেখেছিলেন বশির। অফ-সাইডেই ঠেলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। রান নেওয়ার ইচ্ছা ছিলো না তাঁর। কিন্তু নন-স্ট্রাইকার কে এল রাহুলের (KL Rahul) ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করেন তিনি। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিলো। কভারে ফিল্ডিং করছিলেন বেন স্টোকস। বাজপাখির ক্ষিপ্রতায় বল মুঠোবন্দী করে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পের দিকে ছোঁড়েন তিনি। বল যখন উইকেট ভেঙে দেয় তখনও ক্রিজ থেকে বেশ খানিকটা দূরেই রয়ে গিয়েছিলেন ঋষভ। ১১২ বলে ৭৪ করে থামতেই হয় তাঁকে। ভাঙে পন্থ ও রাহুলের ১৪১ রানের পার্টনারশিপ।
দেখুন ঋষভ পন্থের রান-আউট’টি-
RUN OUT! 🙌
Ben Stokes aims and fires at the stumps and Rishabh Pant is out! ❌ pic.twitter.com/Z9JWwV9aS4
— England Cricket (@englandcricket) July 12, 2025
আর মাত্র ২৬ রান করতে পারলে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসের ‘অনার্স বোর্ডে’ নাম তুলতে পারতেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু মুহূর্তের ভুলে সেই সুযোগ হাতছাড়া হলো তাঁর। ঝুলিতে এলো না টেস্ট কেরিয়ারের নবম শতরান। তিনি আউট হওয়ার সাথে সাথেই লাঞ্চের বিরতি ঘোষণা করেন দুই আম্পায়ার। ঋষভ না পারলেও কে এল রাহুল অবশ্য নাম তুললেন ‘অনার্স বোর্ডে।’ প্রথম সেশনের শেষে অপরাজিত ছিলেন ৯৮ রানে। দ্বিতীয় সেশনের শুরুতে আরও দু’টি রান নিয়ে সম্পূর্ণ করেন টেস্ট কেরিয়ারের দশম শতরান। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার সাথে সাথেই নয়া রেকর্ড গড়লেন তিনি। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে লর্ডসে জোড়া শতরানের মালিক হলেন রাহুল (KL Rahul)। নজির গড়ার পর অবশ্য বেশীদূর এগোতে পারেন নি তিনি। বশিরের শিকার হয়ে থামতে হয় ১০০ রানেই।