IND vs ENG: ইডেন গার্ডেন্সে ৭ উইকেটের ব্যবধানে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। আজ চেন্নাইয়ের চেপকে ব্যবধান আরও খানিক বাড়িয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে সূর্যকুমার যাদবের দল। গতকাল অনুশীলন চলাকালীন অভিষেক শর্মা (Abhishek Sharma) চোট পেয়েছিলেন ডান পায়ের গোড়ালিতে। তিনি আদৌ মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠেছেন পাঞ্জাবের তরুণ। আজ মাঠে নামছেন তিনি। সঞ্জু স্যামসনের (Sanju Samson) সাথে ইনিংস ওপেন করতেও দেখা যাবে তাঁকে। অভিষেকের সুস্থতা সত্ত্বেও অবশ্য ইডেনের উইনিং কম্বিনেশন চেপকে ভাঙতে বাধ্য হচ্ছে ভারতীয় শিবির। চোটের ধাক্কায় আজকের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি।
Read More: IND vs ENG 2nd T20I TOSS REPORT: চেন্নাইতে টস জিতলো ভারত, দ্বিতীয় ম্যাচে দলে জায়গা পেলেন না ‘ইংল্যান্ডের আতঙ্ক’ !!
ছিটকে যাচ্ছেন রিঙ্কু সিং-
কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টি-২০ ম্যাচটিতে খেলেছিলেন রিঙ্কু সিং। ব্যাটিং-এর সুযোগ না পেলেও ধরেছিলেন একটি ক্যাচ। কিন্তু ফিল্ডিং-এর সময়েই কোমরের পেশীতে টান ধরেছে তাঁর। দলের সাথে চেন্নাই গিয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষার পর জানিয়েছেন যে এই মুহূর্তে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বিসিসিআই-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে চেন্নাই ও রাজকোটের দ্বিতীয় ও তৃতীয় টি-২০তে খেলা হচ্ছে না রিঙ্কু’র (Rinku Singh)। সবকিছু ঠিক থাকলে পুনে ও মুম্বইতে সিরিজের শেষ দু’টি ম্যাচে মাঠে ফিরতে পারেন তিনি। চোটের কবলে নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy)। বিশাখাপত্তনমের অলরাউন্ডারের সাইড স্ট্রেন রয়েছে। সম্পূর্ণ সিরিজ (IND vs ENG) থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁকে পাঠানো হচ্ছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।
আজই ‘আহত’ রিঙ্কু (Rinku Singh) ও নীতিশের (Nitish Kumar Reddy) বিকল্প ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। স্কোয়াডে যুক্ত করা হয়েছে শিবম দুবে ও রমনদীপ সিং-কে। দুজনেই পেস বোলিং অলরাউন্ডার। সম্প্রতি রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এক বিরল রেকর্ড গড়েছেন শিবম (Shivam Dube)। দুই ইনিংসেই শূন্য রান করে আউট হয়েছেন তিনি। রঞ্জির ব্যর্থতা অবশ্য তাঁর টি-২০তে সুযোগ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় নি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাঠে গত নভেম্বর মাসে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো রমনদীপের (Ramandeep Singh)। লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করেছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজের ঞ্জন্য গত ১২ জানুয়ারি যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো সেখানে রমনদীপের না থাকা আশ্চর্য করেছিলো বিশেষজ্ঞদের। শেষমেশ অবশ্য শিকে ছিঁড়েছে তাঁর ভাগ্যে।
দেখুন BCCI-এর বিজ্ঞপ্তি’টি-
🚨 NEWS 🚨
Medical Updates: Nitish Kumar Reddy & Rinku Singh
Details 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/hu3OdOG16J
— BCCI (@BCCI) January 25, 2025
ভারতীয় একাদশে জোড়া পরিবর্তন-
রিঙ্কু ও নীতিশ চোটের কারণে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) চেপকে বাধ্য হয়েই প্রথম একাদশে জোড়া পরিবর্তন করতে হয়েছে ভারতীয় দল’কে। সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। সম্প্রতি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম্যান্স করেছেন ওয়াশিংটন। রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। তিন ফর্ম্যাটেই যে তাঁর উপর আস্থা রাখছে বিসিসিআই, তা দিনের আলোর মত পরিষ্কার। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ অভিষেক হয়েছিলো উত্তরপ্রদেশের ধ্রুবের (Dhruv Jutel)। ২টি ম্যাচ খেললেও তাঁর ঝুলিতে মাত্র ৬ রান। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে আজ ব্যাট হাতে ভালো পারফর্ম করতে চাইবেন তিনি। ধ্রুব না সঞ্জু? উইকেটরক্ষকের দস্তানা কার হাতে ওঠে সেদিকে নজর থাকবে উৎসাহী ক্রিকেটজনতার।