IND vs ENG

IND vs ENG: লর্ডসে প্রথম দিনের শেষে খানিক ব্যাকফুটেই ভারতীয় দল। ৮৩ ওভার খেলা হয়েছে আজ। মাত্র ৪ উইকেট খুইয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ২৫১ রান (IND vs ENG)। প্রথম স্পেলে বল হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ’রা। উইকেটের জন্য তাকিয়ে থাকতে হলো নীতিশ কুমার রেড্ডি’র দিকে। ১৪তম ওভারে জোড়া সাফল্য তুলে ভারতীয় ক্রিকেটারদের মুখে হাসি ফোটান তিনি। তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হয় নি। দ্বিতীয় সেশনে ফের চাপে পড়ে তারা। একটিও উইকেট আসে নি ২৩ ওভারে। তৃতীয় সেশনে পোপ ও ব্রুক ফিরলেও ম্যাচের রাশ হাতে তুলে নিতে পারে নি টিম ইন্ডিয়া। প্রতিরোধের পাহাড় গড়েন জো রুট ও বেন স্টোকস। এক চমকপ্রদ ব্যাপার বৃহস্পতিবাদ দেখা গেলো লর্ডসে। টস করতে শুভমান গিল মাঠে নামলেও কিছুক্ষণের জন্য অধিনায়ক বদলে গেলো ভারতের।

Read More: IND vs ENG 3rd Test: ৯৯তে আটকে রুট, ভারত’কে চাপে ফেলে প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহ ২৫১ !!

তৃতীয় সেশনে কিছুক্ষণের জন্য সাজঘরে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। নিয়ম অনুযায়ী অধিনায়ক মাঠে না থাকলে নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়কের। কিন্তু আজ মাঠে উপস্থিত ছিলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। ৩৪তম ওভারের শুরুতে বাই রান রুখতে গিয়ে বাম হাতের তর্জনিতে চোট পান তিনি। যন্ত্রণায় আঙুল চেপে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি। ছুটে আসতে হয় ফিজিওকে। তাঁর শুশ্রূষাতেও পুরোপুরি সেরে ওঠেন নি তিনি। বাধ্য হয়েই ফিরে যান ড্রেসিংরুমে। তাঁর বদলে দিনের বাকি সময়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল। রবীন্দ্র জাদেজার বলে একটি ক্যাচ”ও ধরেন তিনি। শুভমান ও ঋষভ-দু’জনেই মাঠে না থাকায় তৃতীয় কাউকে নেতা নির্বাচন করতে হত ‘মেন ইন ব্লু’কে। সেই দায়িত্ব পান কর্ণাটকের কে এল রাহুল।

রাহুলের জন্য অধিনায়কত্ব নতুন কিছু নয়। আইপিএলে পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মত ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আঙিনাতেও অধিনায়ক হিসেবে এর আগে দেখা গিয়েছে তাঁকে। সাদা বলের দুই ফর্ম্যাটে বেশ কিছু ম্যাচে দায়িত্ব সামলেছেন। এমনকি ২০২২-এর ডিসেম্বর টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর অধীনে বাংলাদেশের মাটিতে টাইগার্সদের ২-০ ফলে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছিলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অবসর নেওয়ার পর পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবেও একটা সময় ঘোরাফেরা করছিলো রাহুলের (KL Rahul) নাম। শেষমেশ শুভমানে আস্থা রাখেন নির্বাচকরা। সেই সময় ক্যাপ্টেনের মুকুট না পেলেও লর্ডসের মত ঐতিহাসিক ভেন্যুতে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ঠিকই রাহুলকে করে দিলেন ক্রিকেট ঈশ্বর।

Also Read: IND vs ENG 3rd Test: মাঠ ছাড়লেন ‘আহত’ ঋষভ, লর্ডস টেস্টে আশঙ্কার কালো মেঘ ভারতীয় শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *