IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে চলছে ভারতের টেস্ট সিরিজ (IND vs ENG)। হায়দ্রাবাদে সিরিজের গোড়ায় ২৮ রানের ব্যবধানে হারলেও পরের টানা তিনটি টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজ মুঠোবন্দী করেছে টিম ইন্ডিয়া (Team India)। বাকি রয়েছে একটি টেস্ট। হিমাচল প্রদেশের পাহাড়ঘেরা ধর্মশালায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ তারিখ থেকে আয়োজিত হওয়ার কথা সেটি। সিরিজের ভাগ্য নির্ধারণে এই ম্যাচের তেমন গুরুত্ব না থাকলেও একে হাল্কা ভাবে নিতে রাজী নয় রোহিত শর্মার (Rohit Sharma) দল। বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ হারিয়ে ২০২৫ সালের ফাইনালের দিকে আরও এক পা এগিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে অশ্বিন, বুমরাহদের।
পঞ্চম টেস্টে প্রথম একাদশ কি হবে সেইদিকে থাকছে নজর। গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে মহম্মদ শামি’র। তিনি সিরিজের বাকি ম্যাচগুলির মত পঞ্চম টেস্টেও নেই। তবে রাঁচীতে চতুর্থ টেস্ট ম্যাচে না খেললেও ধর্মশালা টেস্টে স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটেছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। তিনি সম্ভবত থাকছেন প্রথম একাদশে। পেস বিভাগে সঙ্গী হতে পারেন আকাশ দীপ। নজর থাকবে ব্যাটিং লাইন আপের দিকে। বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। এছাড়া পেশীর চোটের কারণে কে এল রাহুলেরও (KL Rahul) খেলা হচ্ছে না ধর্মশালায়। ভারত পাচ্ছে না বিরাট কোহলিকেও। চার নম্বরে প্রথম দুই টেস্টে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার’কে ব্যবহার করেছিলো ভারত। দুজনেই আপাতত নেই দলে। তৃতীয় টেস্ট থেকে খেলছেন রজত পতিদার (Rajat Patidar)। রান পান নি তিনি। ধর্মশালায় কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট, সেদিকেই এখন তাকিয়ে সকলে।
Read More: IPL 2024: “রোহিতের মত অধিনায়ক’কে…” মুম্বই ইন্ডিয়ান্সের নেতা বদলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অঞ্জুম চোপড়া !!
ভারত ভরসা রাখছে পতিদারের উপরেই-
বিশাখাপত্তনমে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিলো রজত পতিদারের (Rajat Patidar)। অভিষেক ম্যাচে তিনি ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। এরপর ব্যাটিং অর্ডারে এক ধাপ উপরে তুলে আনা হয় তাঁকে। রাজকোট ও রাঁচীতে মধ্যপ্রদেশ ক্রিকেটারের উপর দায়িত্ব পড়েছিলো বিরাট কোহলির শূন্যস্থান পূরণ করার। ঘরোয়া ক্রিকেট ও ভারত-এ’র হয়ে চোখধাঁধানো পারফর্ম্যান্স রয়েছে পতিদারের (Rajat Patidar)। তবু আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত নিজের সেরাটা মেলে ধরতে পারেন নি তিনি। বিশাখাপত্তনমে পাঁচে ব্যাট করতে নেমে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৩২ ও ৯ রান। এরপর চারে নেমে গত দুই টেস্টে আরও নীচে গিয়েছে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ। রাজকোটে করেন ৫ ও ০ এবং রাঁচীতে তাঁর স্কোর ১৭ ও ০। টেস্ট কেরিয়ারের প্রথম ছয় ইনিংসের মধ্যে জোড়া শূন্য নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে তাঁর উপর।
ক্রমাগত ব্যর্থ হওয়া পতিদারকে (Rajat Patidar) সম্ভবত ধর্মশালায় পঞ্চম টেস্টে বাদই দেবে ভারত, এমন কানাঘুষো শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অন্দরে। পরিবর্তে টেস্ট ক্রিকেটে ভারতের ৩১৩তম ক্রিকেটার হিসেবে ধর্মশালায় অভিষেকের সম্ভাবনা ছিলো কর্ণাটকের দেবদত্ত পাডিক্কালের (Devdutt Paddikal), কিন্তু সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী আপাতত রজতকে ছেঁটে ফেলার কোনোরকম ভাবনা নেই ভারতীয় দলের। তাঁর দক্ষতার উপর আস্থা রাখার কথাই ভাবছেন কোচ দ্রাবিড় (Rahul Dravid) সহ সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট। পঞ্চম টেস্টেও ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বরে রজত পতিদারকেই তাই দেখার সম্ভাবনা। ওপেনিং-এ রোহিত-যশস্বীর জুটি অপরিবর্তিত থাকছে। একইসাথে তিনে শুভমান গিল, পাঁচে সরফরাজ খান, ছয়ে রবীন্দ্র জাদেজা ও সাতে ধ্রুব জুড়েলের খেলার সম্ভাবনা।