ind-vs-eng-pant-will-play-next-games

IND vs ENG: ইংল্যান্ডকে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। ৪৭.৮ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় তাঁর দল। অর্ধশতক করেন অধিনায়ক স্বয়ং, পঞ্চাশের গণ্ডী পেরিয়েছিলেন তরুণ জেকব বেথেল’ও। রান তাড়া করতে নেমে দুই ওপেনারকে ১৯ রানের মধ্যে খুইয়েছিলো মেন ইন ব্লু। তারপরেও অবশ্য ৬৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নেপথ্যে শুভমান গিল, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের দাপুটে ব্যাটিং। চ্যাম্পিয়ন্স ট্রফি (Ct 2025) শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। তার আগে ভারতীয় দলের পারফর্ম্যান্স মন ভরিয়েছে সমর্থকদের। তবে মহম্মদ শামি, রোহিত শর্মা’র ফর্ম নিয়ে রয়েই গিয়েছে প্রশ্ন। নাগপুরের ম্যাচের পর আঙুল উঠেছে উইকেটরক্ষক-ব্যাটার কে এল রাহুলের (KL Rahul) দিকেও।

Read More: IND vs ENG 2nd ODI: দুর্দান্ত খেলেও দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন শ্রেয়স, চোট সারিয়ে প্রত্যাবর্তন বিরাট কোহলির !!

ঋষভকে সুযোগ দিচ্ছে ভারত-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) সিরিজের প্রথম ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। দস্তানা হাতে দুটি ক্যাচ ধরেছেন, করেছেন একটি স্টাম্পিং-ও। কিন্তু রানের মুখ দেখেন নি ব্যাট হাতে। ৯ বল খেলে মাত্র ২ করেই ফিরেছেন সাজঘরে। আগামী রবিবার কটকে সিরিজের পরবর্তী ম্যাচে তাই তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়। রিজার্ভ বেঞ্চে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অনেকেই মনে করছেন যে রাহুলকে সরিয়ে তাঁকে প্রথম একাদশে সুযোগ দিয়ে দেখতে পারেন কোচ গৌতম গম্ভীর। ভারতীয় একাদশে এমনিতেই ডান হাতি ব্যাটারদের ভীড়। ঋষভ (Rishabh Pant বাম হাতি হওয়ায় তাঁর অন্তর্ভুক্তি ব্যাটিং বিভাগেও বৈচিত্র আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডান হাতি-বাম হাতি কম্বিনেশন’ই কটকে হতে পারে তুরুপের তাস।

পরবর্তী একদিনের ম্যাচটিতে টিম ইন্ডিয়ার একাদশে কিছু বদলের সম্ভাবনা রয়েছে। ওপেনিং স্লট থেকে সরে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার সাথে ইনিংসের শুরুতে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill)। চোট সারিয়ে ফিরছেন বিরাট কোহলি। পছন্দের তিন নম্বরের পজিশনটিতেই খেলতে দেখা যাবে তাঁকে। নাগপুরে ৩৬ বলে ৫৯ করার পর শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। চার নম্বরে থাকছেন মুম্বইয়ের তারকা। কে এল রাহুলকে সরিয়ে সম্ভবত পাঁচে ব্যাট করার সুযোগ পাবেন ঋষভ পন্থ। ছয় ও সাত নম্বরে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা। আট নম্বরে রবীন্দ্র জাদেজা ও নয়ে হর্ষিত রাণা ব্যাটিং গভীরতা দেবে ভারতকে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকতে পারেন কুলদীপ যাদব। ফাস্ট বোলিং-এর ভার থাকছে শামি’র কাঁধে।

পরিসংখ্যান শুধরে নেওয়ার সুযোগ ঋষভের-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images

লাল বলের ক্রিকেটে তিনি যতটা সফল এখনও সাদা বলের দুই ফর্ম্যাটেই ততটা সাফল্য পান নি ঋষভ পন্থ (Rishabh Pant)। সীমিত ওভারের খেলায় এখনও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন নি তিনি, প্রায়শই অভিযোগ করতে শোনা যায় ক্রিকেটবোদ্ধাদের। ওডিআই-তে ৩১ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৭১। গড় ৩৩.৫০। শতরান ১টি ও অর্ধশতকের সংখ্যা ৫। ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) বাকি ম্যাচ দুটিতে যদি তিনি সুযোগ পান তাহলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাঁর জন্য। যদি কটক ও আহমেদাবাদে বড় রান পান তিনি তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন ঋষভ। ২০১৯-এর বিশ্বকাপের পর ওডিআই ফর্ম্যাটে কোনো বড় টুর্নামেন্ট খেলেন নি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূরণ হতে পারে সেই স্বপ্ন।

Also Read: “বিরাট আমার পথের কাঁটা…” স্বীকারোক্তি শ্রেয়সের, শেষ মুহূর্তে সুযোগ পেয়েই বাজিমাত তারকা ব্যাটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *