ind-vs-eng-pant-might-play-as-batter

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও অবধি টেস্ট সিরিজে (IND vs ENG) ২-১ পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। লিডসে হেরে দৌড় শুরু করেছিলো তারা। এজবাস্টনে ঘুরে দাঁড়ালেও লর্ডসে ফের ধাক্কা খেতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। হাড্ডাহাড্ডি লড়াই করেও ভারত পরাজিত হয়েছে ২২ রানের ব্যবধানে। বাকি রয়েছে এখনও দু’টি ম্যাচ। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে আগামী ম্যাচটিতে জেতা ছাড়া কোনো উপায় নেই টিম ইন্ডিয়ার (Team India) সামনে। সেই লক্ষ্যেই প্রস্তুতি সারছেন শুভমান গিল’রা (Shubman Gill)। কিন্তু তাঁদের চিন্তা বাড়িয়েছে একঝাঁক চোট-আঘাত। আহত হয়ে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন নীতিশ রেড্ডি (Nitish Kumar Reddy), আর্শদীপ সিং’রা। অনিশ্চিত আকাশ দীপ’ও। আঙুলের চোটে কাবু ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

Read More: চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !!

ঋষভকে নিয়ে আলাদা পরিকল্পনা ভারতের-

Rishabh Pant and Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant and Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

লর্ডস টেস্টে (IND vs ENG) উইকেটকিপিং করার সময় আঙুলে আঘাত পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মাঠ ছাড়তে হয় তাঁকে। বাকি ম্যাচে আর উইকেটের পিছনে দাঁড়াতে পারেন নি তিনি। বদলি হিসেবে দস্তানার দায়িত্ব সামলান ধ্রুব জুরেল। যদিও দুই ইনিংসেই ব্যাটিং করেছিলেন পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে ঝলমলে অর্ধশতকও এসেছিলো তাঁর ব্যাট থেকে। ম্যাঞ্চেস্টারে কি খেলবেন ঋষভ? লর্ডস টেস্ট শেষ হওয়ার পরেই সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিলো শুভমান গিল’কে। কোনো স্পষ্ট উত্তর দিতে পারেন নি সেদিন ভারত অধিনায়ক। সূত্রের খবর যে এখনও পুরোপুরি ফিট নন তিনি। দস্তানা হাতে তাই ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর উইকেটের পিছনে দাঁড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখা যাবে ধ্রুব জুরেলকেই (Dhruv Jurel)।

চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া (Team India)। নীতিশ কুমার রেড্ডি জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়েছেন। বোলিং আর্মে সেলাই পড়েছে আর্শদীপ সিং-এর। কোমরের সমস্যায় কাবু আকাশ দীপ’ও (Akash Deep)। এমতাবস্থায় ফর্মে থাকা পন্থকে (Rishabh Pant) রিজার্ভ বেঞ্চে রেখে মাঠে নামার ঝুঁকি নেওয়া হয়ত সম্ভব হবে না ভারতীয় দলের পক্ষে। ইতিমধ্যে চলতি সিরিজে দু’টি শতরান ও দু’টি অর্ধশতক করে ফেলেছেন তিনি। ৬ ইনিংসে ৭০.৮৩ গড়ে করেছেন ৪২৫ রান। জুরেলের (Dhruv Jurel) পাশাপাশি তাই প্রথম একাদশে নাম থাকতে পারে তাঁরও। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে নামতে পারেন তিনি। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে পন্থকে দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টারে। তিনে করুণ নায়ারের বদলে সম্ভবত দেখা যাবে সাই সুদর্শন বা অভিমন্যু ঈশ্বরণ’কে।

‘ব্যাটার’ পন্থকে চাইছেন না শাস্ত্রী-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images

ভারতীয় দল ঋষভ পন্থ’কে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলাতে চাইলেও সেই স্ট্র্যাটেজিতে সায় নেই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী’র (Ravi Shastri)। তাতে চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ বর্ষীয় তারকা’র, আইসিসি রিভিউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তনী। বলেছেন, “আমার মনে হয় না ওর বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে মাঠে নামা উচিৎ। কারণ তা হলে ওকে ফিল্ডিং-ও করতে হবে। আর ফিল্ডিং করা ওর জন্য আরও খারাপ হবে।” মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন রবি শাস্ত্রী। সঞ্জনা গণেশনকে তিনি জানিয়েছেন, “গ্লাভস থাকলে অন্তত কিছুটা সুরক্ষা থাকে। গ্লাভস ছাড়া যদি চোটের জায়গায় ফের আঘাত লাগে তাহলে ব্যাপারটা ভালো হবে না। বরং আঘাত বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। ওর আঙুলের হাড় ভেঙেছে বা চিড় খেয়েছে কিনা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে ম্যাঞ্চেস্টারে বিরতি নিয়ে ওভালে সম্পূর্ণ ফিট হয়ে ফেরাই ভালো।”

Also Read: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *