IND vs ENG

ওল্ড ট্র্যাফোর্ডে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডের লিড ছুঁয়েছিলো ৩১১ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় ভারত। ০/২ অবস্থা থেকে দলকে লড়াইতে ফেরান কে এল রাহুল ও শুভমান গিল। চতুর্থ দিনের শেষে স্কোর দাঁড়ায় ২ উইকেটের বিনিময়ে ১৭৪। পঞ্চম দিনে শতরান পেরোন অধিনায়ক শুভমান (Shubman Gill)। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজাও। তাঁদের সৌজন্যেই অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচ। বেঁচে থাকে সিরিজের উত্তেজনা। জমজমাট ম্যাচ ঘিরে মাঠে ও মাঠের বাইরে হয়েছে বিতর্ক’ও। স্টোকসের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে ভারতের ব্যাটিং চালিয়ে যাওয়া জায়গা করে নিয়েছিলো চর্চার কেন্দ্রে। এছাড়া গ্যালারি থেকে এক পাক জার্সিধারী দর্শককে বের করে দেওয়া নিয়েও চলেছিলো হইচই।

Read More: টেস্ট প্রত্যাবর্তনের স্বপ্ন চুরমার, ঘরোয়া ক্রিকেটেও বিসিসিআই-এর ভাবনায় নেই দুই তারকা !!

ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচ চলাকালীন এক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। স্রেফ পাকিস্তানের জার্সি পরার কারণেই হয়রানির শিকার তিনি, একটি ভিডিওতে বলতে শোনা যায় তাঁকে। ওল্ড ট্র্যাফোর্ড মাঠের দায়িত্বে রয়েছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি কর্তৃপক্ষ। ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি জারি করেছে করেছে। জানিয়েছে, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে পাকিস্তানের জার্সি পরে থাকার কারণে ওনাকে বের করে দেওয়া হয় নি। বেশ কয়েকজন পাক সমর্থক তাঁদের দেশের পতাকা নিয়ে মাঠে এসেছিলেন। গ্যালারিতে ভারতীয় সমর্থকেরাও ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারত। তাই ওনাদের পতাকা না নাড়ানর অনুরোধ করা হয়, তাঁরা সেই অনুরোধ মেনেও নিয়েছিলেন।”

পাক জার্সিধারী ঐ দর্শকের নাম ফারুখ নজর। ভিডিওতে দেখা গিয়েছিলো নিরাপত্তারক্ষীরা তাঁকে জার্সি ঢেকে রাখার নির্দেশ দিচ্ছেন। বিস্তর তর্কাতর্কিও করেন তিনি। লিখিত ভাবে ঐ নির্দেশ দেওয়ার আবেদন জানাতে শোনা যায় তাঁকে। ল্যাঙ্কাশায়ারের দাবী তাদের অনুরোধ শোনেন নি ফারুখ। বিবৃতিতে তারা জানিয়েছে, “দর্শক সুরক্ষার বিষয়টি নিয়েই আমরা ভেবেছি। সেই কারণেই তাঁকে জার্সি ঢেকে ফেলার কথা বলা হয়েছিলো। বারবার অনুরোধ সত্ত্বেও রাজী হন নি। তাই স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে বলা হয়। শেষমেশ নিরাপত্তারক্ষীদের সাথে মাঠ ছাড়েন তিনি।” ঘটনার পর মাঠে উপস্থিত পুলিশরা যা জানিয়েছিলেন তা অবশ্য খানিক ভিন্ন ছিলো। তারা বলেন যে মুখোমুখি দুই দলের জার্সি ব্যতীত অন্য দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির থাকার নিয়ম নেই, সেই কারণেই সরানো হয়েছে ঐ পাক সমর্থককে।

Also Read: IND vs ENG: পঞ্চম টেস্টেও পেলেন না সুযোগ, ট্যুরিস্ট হয়েই ইংল্যান্ড সফর কাটলো এই তিন ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *