ind-vs-eng-nasser-rues-kohli-absence

লিডসে হার দিয়ে ইংল্যান্ড সফর শুরু করেছিলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। সেই ক্ষতে প্রলেপ দিয়েছিলো এজবাস্টনে ৩৩৬ রানের ব্যবধানে জয়। কিন্তু লর্ডসে ফের ভাগ্য মুখ ফেরালো শুভমান গিলদের দিক থেকে। হাড্ডাহাড্ডি লড়াই করেও ২২ রানের ব্যবধানে হেরেই মাঠ ছাড়লো ‘মেন ইন ব্লু।’ চতুর্থ ইনিংসে লক্ষ্যমাত্রা ছিলো ১৯৩। রান তাড়া করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো ভারতীয় দল। চতুর্থ দিনের শেষ পর্বেই হারিয়ে বসেছিলো চার উইকেট। ব্যাটারদের যাওয়া-আসা লেগেই ছিলো পঞ্চম দিনের সকালেও। রুখে দাঁড়ান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুই টেল-এন্ডার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে সাথে লড়লেন তিনি। কিন্তু শেষরক্ষা হয় নি তাতেও। বশিরের বলে সিরাজ বোল্ড হতেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের (IND vs ENG) ফলাফল। রান তাড়া করতে নেমে ভারতের নড়বড়ে পারফর্ম্যান্স বিশেষজ্ঞদের মনে করালো বিরাট কোহলির কথা।

Read More: IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের জট ছাড়াতে পারলো না ভারত, এই তিন তারকা’র ব্যর্থতাই ডোবালো টিম ইন্ডিয়াকে !!

‘নতুন’ কোহলির সন্ধানে নাসের-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

লর্ডস টেস্টে (IND vs ENG) চূড়ান্ত ব্যর্থ ভারতীয় টপ-অর্ডার। ১৯৩ তাড়া করতে নেমে খাতাই খুলতে পারেন নি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চতুর্থ দিনের বিকেলেই সাজঘরে ফেরেন তিনি। কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি করুণ নায়ার বা শুভমান গিল’ও। দু’জনেই ব্রাইডন কার্সের শিকার হন। শেষমেশ নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিলো আকাশ দীপ’কে। স্টোকসের শিকার হয়ে তিনি যখন ফেরেন তখন স্কোরবোর্ডে রান সংখ্যা ছিলো মাত্র ৫৮। ভারতের প্রয়োজন ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট-পঞ্চম দিনের সকালে সহজ ছিলো সমীকরণ। কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন টিম ইন্ডিয়া সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্নও ভাঙে অল্প সময়ের মধ্যেই। টেস্টের শেষ দিনেও প্রথম সেশনেই আরও চারটি উইকেট খুইয়ে বসে ভারত। ৮ উইকেটের বিনিময়ে স্কোর দাঁড়ায় ১১২।

টেল-এন্ডারদের সাথে নিয়ে যখন লর্ডসের বাইশ গজে রান তাড়া করার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), তখন ‘চেজমাস্টার’ বিরাট কোহলির (Virat Kohli) অভাব বারবার অনুভব করেছেন ভারতীয় ক্রিকেটমহল। অতীতে বহুবার দেওয়ালে পিঠ যাওয়া ‘মেন ইন ব্লু’কে সাফল্যের সরণিতে তুলে এনেছেন মহাতারকা। গতকাল তিনি মাঠে থাকলে ফলাফল অন্যও হতে পারত, মনে করছেন অনেকেই। স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় একই কথা শোনা গেলো নাসের হুসেনের গলাতেও (Nasser Hussain)। গত মে মাসের ১২ তারিখ টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট। নতুন কাউকে সেই শূন্যস্থান পূরণ করতেই হবে, বলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ধারাভাষ্যের মাইক হাতে তাঁর মন্তব্য, “আজ বিরাট কোহলি নেই। ভারতের নতুন একজন’কে (কোহলিকে) চাই। আগেরজন তো অবসর নিয়েছেন। রান তাড়া করার উনিই রাজা ছিলেন।”

লর্ডস টেস্টে ঘটনার ঘনঘটা-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ঘটনাবহুল লর্ডস টেস্টে (IND vs ENG)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। ৩৮৭ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের ইনিংস-ও থামে ৩৮৭তেই। এই নিয়ে পুরুষদের টেস্ট ক্রিকেট ইতিহাসে নবমবার যুযুধান দুই শিবিরের প্রথম ইনিংসের স্কোর একই হলো। ভারতের জার্সিতে শতরান করেন কে এল রাহুল (KL Rahul)। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ‘ক্রিকেটের মক্কা’য় দুইবার শতকের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। লর্ডসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ তিনটি শতরানের রেকর্ড অবশ্য রয়েছে দিলীপ ভেঙ্গসরকারের। আরও একটি রেকর্ড গড়েছেন কর্ণাটকের ব্যাটার। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০০ করেন রাহুল (KL Rahul)। পুরুষদের টেস্ট ইতিহাসে এটিই ১০০ নম্বর ১০০ রানের ইনিংস। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋষভ পন্থের পর ইংল্যান্ডে টানা চারটি ৫০+ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন জাদেজাও।

Also Read: IND vs ENG: ইংল্যান্ড শিবিরে চোটের হানা, শেষ দুই টেস্টে নেই টিম ইন্ডিয়ার ‘দুঃস্বপ্ন’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *