ind-vs-eng-lords-test-causes-stir-on-x

IND vs ENG: ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট-চতুর্থ দিনের শেষে স্পষ্ট ছিলো লর্ডস টেস্টের (IND vs ENG) সমীকরণ। শুভমান গিল, করুণ নায়ার, যশস্বী জয়সওয়ালরা সাজঘরে ফিরলেও কে এল রাহুল, ঋষভ পন্থদের নিয়ে স্বপ্ন দেখছিলেন টিম ইন্ডিয়া সমর্থকেরা। কিন্তু পঞ্চম দিনের সকালে বড়সড় ধাক্কা খেতে হয় তাঁদের। আর্চার-স্টোকসদের দাপটে মাথাই তুলতে পারে নি ভারতীয় ব্যাটিং। প্রথম ঘন্টাতেই একের পর এক উইকেট পড়তে থাকে হুড়মুড়িয়ে। একটা সময় মাত্র ৮২ রানের মাথায় ৭ উইকেট খুইয়ে বসেছিলো ‘মেন ইন ব্লু।’ মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে ক্রিস ওকস’কে উইকেট উপহার দেন নীতিশ কুমার রেড্ডি’ও। বিশাখাপত্তনমের অলরাউন্ডার ৫৩ বলে ১৩ করে যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে ১১২। দুই টেল-এন্ডারকে নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারবেন জাদেজা (Ravindra Jadeja)? এই প্রশ্নই তখন ঘুরছিলো সকলের মুখে।

Read More: লর্ডসে হিরো হওয়া হলো না জাদেজার, সিরাজের ব্যর্থ ব্যাটিংয়ে ২২ রানে হারলো ভারত !!

কাজে এলো না জাদেজার লড়াই-

Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images

একা কুম্ভ হয়েই আজ লড়ে গেলেন রবীন্দ্র জাদেজা। সিরিজ (IND vs ENG) শুরুর আগে একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। লিডস টেস্টের ব্যর্থতা সেই সমালোচনার আগুনে বাড়তি ঘি যুগিয়েছিলো। কিন্তু এই মুহূর্তে লোয়ার অর্ডারে তাঁর কোনো বিকল্প যে নেই তা ফের একবার প্রমাণ করে দিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। এজবাস্টনে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৮৯ ও ৬৯*। লর্ডসেও প্রথম ইনিংসে করেন ৭২। দ্বিতীয় ইনিংসে খাদের কিনারে পৌঁছে যাওয়া ভারতকে কার্যত একাই ভাসিয়ে রাখলেন তিনি। ১৮১ বল খেলে অপরাজিত রইলেন ৬১ করে। ঋষভ পন্থ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে টানা চারটি বা তার বেশী ইনিংসে অর্ধশতকের গণ্ডী পেরোনোর নজির গড়লেন। কিন্তু শেষমেশ কাজে এলো না কিছুই। শেষমেশ পরাজিতের দলেই নাম লেখাতে হলো তাঁকে।

মধ্যাহ্নভোজের বিরতির পর বুমরাহ’র সাথে ৩৫ রানের জুটি গড়েছিলেন জাদেজা (Ravindra Jadeja)। ১১২ থেকে স্কোরবোর্ডকে পৌঁছে দিয়েছিলেন ১৪৭-এ। যখন স্বস্তির অনুভূতি ধীরে ধীরে ফিরছে ভারতীয় ড্রেসিংরুমে ঠিক তখনই অবশ্য হয় ছন্দপতন। ৫৪ বলে ৫ করে ফেরেন বুমরাহ। স্টোকসের বলে আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান ভারতীয় পেসার। শেষ ব্যাটার সিরাজকে সাথে নিয়েও লড়াই জারি রেখেছিলেন জাদেজা। কিন্তু ভাগ্য সঙ্গ দিলো না টিম ইন্ডিয়া’র। শোয়েব বশিরের নির্বিষ ডেলিভারি ক্রিজের অনেকটা ভিতরে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। মাটিতে পড়ার পর গড়িয়ে গিয়ে স্টাম্পের বেল ফেলে দেয় বল। ১৭০ রানে শেষ হয় ভারতের প্রতিরোধ। একটা সময় মনে হয়েছিলো ১৯৩ তাড়া করতে নেমে ১০০ রানের ব্যবধানেও হারতে পারে ‘মেন ইন ব্লু।’ জাদেজার সৌজন্যে সেই ব্যবধান কমে দাঁড়ালো ২২ রানে।

ভারতের হারে আক্ষেপ নেটদুনিয়ার-

Harry Brook and Mohammed Siraj | IND vs ENG | Image: Getty Images
Harry Brook and Mohammed Siraj | IND vs ENG | Image: Getty Images

লর্ডস টেস্টে (IND vs ENG) ভারতের পরাজয় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে নেটমাধ্যমে। অনেকেই তাদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। ‘দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আমরা যে হাল ছাড়ি না তা আজ ফের প্রমাণ হলো,’ মন্তব্য একজনের। ‘জাদেজাকে অসংখ্য ধন্যবাদ। টপ-অর্ডারের জন্যই হারলাম,’ মন্তব্য আরেকজনের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে আগ্রাসী মনোভাব দেখাতে চেয়েছিলেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill), পেসার মহম্মদ সিরাজরা। সেই অতি আগ্রাসনই ব্যুমেরাং হয়ে ফিরেছে, মনে করছেন কেউ কেউ। ‘মাথা ঠাণ্ডা রাখলে এভাবে হারতে হত না,’ লিখেছেন এক নেটিজেন। ‘ক্রিকেটটা আগ্রাসন দিয়ে নয় বরং মগজ দিয়ে খেলতে হয়। সেই কারণেই হারতে হলো,’ মন্তব্য আরেকজনের। ‘বাইশ গজের খেলায় মন দাও, মাইন্ডগেমে নয়,’ কটাক্ষ উড়ে এসেছে ট্যুইটার, ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 3rd Test: ডাকেট’কে ধাক্কা দিয়ে সঙ্কটে সিরাজ, ভারতীয় পেসারকে কড়া শাস্তি দিলো আইসিসি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *