ind-vs-eng-kumble-azhar-blame-jadeja

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও জয়ের মুখ দেখতে পেলো না টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে তাদের জন্য লক্ষ্যমাত্রা ছিলো ১৯৩। রান তাড়া করতে নেমে ১৭০-এ গুটিয়ে গেলো ‘মেন ইন ব্লু।’ চূড়ান্ত হতাশ করেছে তারকাখচিত টপ-অর্ডার। চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫৮ রান তুলতে ৪ উইকেট খুইয়ে বসেছিলো ভারতীয় দল। পঞ্চম দিনের সকালেও জারি থাকে ব্যর্থতার ছবিটা। একে একে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ, কে এল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিলো ৮ উইকেটের বিনিময়ে ১১২ রান। এরপর দুই টেল-এন্ডার বুমরাহ ও সিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে তাঁর অর্ধশতকেও হয় নি শেষরক্ষা। সিরাজ বোল্ড হতেই স্পষ্ট হয় ফলাফল। ২২ রানে হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে।

Read More: IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের জট ছাড়াতে পারলো না ভারত, এই তিন তারকা’র ব্যর্থতাই ডোবালো টিম ইন্ডিয়াকে !!

জাদেজাকে দুষছেন কুম্বলে-আজহার-

Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images

নীতিশ কুমার রেড্ডি আউট হওয়ার পর কার্যত একা কুম্ভ হয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) লড়াই করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর ব্যাটেই ভেসে ছিলো ভারতের জয় সম্ভাবনা। শেষমেশ ১৮১ বলে ৬১* করা সত্ত্বেও ট্র্যাজিক নায়ক হয়েই থেকে যেতে হলো সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে। তাঁর মরিয়া প্রতিরোধকে প্রশংসায় ভরিয়েছেন অধিনায়ক শুভমান গিল। কুর্নিশ জানিয়েছেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ’ও। ইংল্যান্ডের প্রাক্তনী জোনাথন ট্রট (Jonathon Trott) বলেছেন, “আমার মতে জাদেজা অসামান্য খেলেছে। নিজেকে ও দল’কে দারুণ ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। ও লড়াই করেছে। দারুণ ভাবে বল ছেড়েছে। কিছুটা ভাগ্যের সাহায্যও পেয়েছে। বল ঘুরছিলো। নিশ্চয়ই (শোয়েব) বশির’কে আক্রমণ করার প্রলোভন ছিলো ওর সামনে। কিন্তু বড় শট মারতে গিয়ে যদি আউট হত, তাহলে আমরাই বলতাম যে ও ম্যাচটা হাতছাড়া করে এসেছে।”

ট্রটের সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান ভারতের দুই প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে (Anil Kumble) ও মহম্মদ আজহারউদ্দিনের। কেবল রক্ষণ নয় বরং রান তোলার ক্ষেত্রে আরও আক্রমণাত্মক হওয়া উচিৎ ছিলো জাদেজার, মনে করেন দু’জনেই। কুম্বলে বলেছেন, “কারও যদি ঝুঁকি নিয়ে আউট হওয়ারই ছিলো, তাহলে সেটা জাদেজার ছিলো, সিরাজের নয়। ঐ পরিস্থিতিতে সিরাজকে বশিরের সম্পূর্ণ ওভার খেলতে দেওয়াটা ভুল ছিলো। বল তো খুব একটা ঘুরছিলো না। জাদেজার দক্ষতা ছিলো ওদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার। ও তেমনটা করলে ম্যাচের রঙ বদলে যেতেই পারত।” আজহারের (Mohammad Azharuddin) গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি বলেছেন, “ভারতীয় দল বেশ ভালো খেলেছিলো। তবে রবীন্দ্র জাদেজা যদি আরও একটু ইতিবাচক ক্রিকেট খেলতে তাহলে ম্যাচটা জিততে পারত। আমরা অনেক খাটা খাটনি করেছিলাম, তবে ফলাফলটা ভালো হয়নি।”

রাজ সমীপে টিম ইন্ডিয়া-

Indian Players Met King Charles III Yesterday | Image: Twitter
Indian Players Met King Charles III Yesterday | Image: Twitter

লর্ডস টেস্টের (IND vs ENG) পর আপাতত দিনকয়েকের বিরতি রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। আপাতত লন্ডনেই রয়েছেন শুভমান গিল, করুণ নায়াররা। টিম ইন্ডিয়া গতকাল গিয়েছিলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করতে। শুরু পুরুষদের দল নয়, ছিলেন নারী দলের সদস্যরাও। আকাশ দীপের দিদি ক্যান্সারের সাথে লড়াই করছেন। বাংলার পেসারের কাছে তাঁর দিদি’র স্বাস্থ্যের খোঁজ নেন তৃতীয় চার্লস। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সাথেও বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল’ও। দেশভাগ প্রসঙ্গে তাঁর লেখা ‘স্কারস অফ ১৯৪৭:রিয়াল পার্টিশন স্টোরিজ’ বইটি ব্রিটিশ রাজাকে উপহার দেন তিনি। বইয়ের বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন চার্লস, পরে এক ট্যুইটবার্তায় জানিয়েছেন রাজীব শুক্ল (Rajeev Shukla)।

দেখুন সেই ট্যুইট-

Also Read: IND vs ENG 4th Test: ‘আহত’ বশিরের বিকল্প বেছে নিলো ইংল্যান্ড, ঘোষিত ওল্ড ট্র্যাফোর্ডের স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *