ind-vs-eng-kohli-to-return-in-cuttack

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুটা জয় দিয়েই করলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। নাগপুরে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। ফিল সল্টের সৌজন্যে শুরুটা দুর্দান্ত করেছিলো তারা। কিন্তু এরপর নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড দল। বাটলার ও জেকব বেথেলের জোড়া অর্ধশতক সত্ত্বেও ২৪৮-এর বেশী এগোতে পারে নি তারা। ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে খুইয়েছিলো ভারতও। কিন্তু প্রত্যাঘাত শুরু করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ‘অ্যাঙ্কর’-এর ভূমিকায় অনবদ্য খেলে ৮৭ রান করেন শুভমান। ৫২ আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও। ত্রিমূর্তির ধাক্কায় ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ‘মেন ইন ব্লু।’ ছয় মাস পরে দলে ফিরে নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার, তা সত্ত্বেও পরবর্তী ম্যাচের একাদশে নিশ্চিত নন তিনি।

Read More: ‘অমূল্যরতন’ হারালেন বাবর আজম, সোশ্যাল মিডিয়ায় জানালেন দুঃসংবাদ !!

বিরাটের বদলি হিসেবে খেলেছিলেন শ্রেয়স-

Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images
Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images

অনুশীলনের সময় চোট পাওয়ায় গতকাল মাঠে নামতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ার্ম আপের সময় তাঁকে দেখা যায় ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। ১৭ বছররে দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার চোট-আঘাতের জন্য কোনো ম্যাচ থেকে বাদ পড়লেন তিনি। এমনিতে ডান হাতি-বাম হাতি কম্বিনেশন ব্যবহারের লক্ষ্যে শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দিয়েই মাঠে নামার পরিকল্পনা সাজিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু ‘কিং’ কোহলির অনুপস্থিতিই আশীর্বাদ হয়ে দেখা দেয় তাঁর সামনে। ম্যাচের আগের দিন গভীর রাতেও তিনি যে মাঠে নামার ব্যাপারে নিশ্চিত ছিলেন না তা গতকাল নিজেই স্বীকার করেছেন মুম্বইয়ের তরুণ। বেশী রাত জেগে সিনেমা দেখছিলেন তিনি। অধিনায়ক রোহিতের ফোন পেয়ে তড়িঘড়ি ঘুমোতে যতে হয়েছিলো, খানিক রসিকতার সুরেই শ্রেয়স জানিয়েছেন সাংবাদিকদের।

“আপনারা জানেন নি যে আজ আমার খেলার কথাই ছিলো না। দুর্ভাগ্যবশত বিরাট আহত হওয়ায় আমি সুযোগ পাই। আমি প্রস্তুত ছিলাম। জানতাম যে কোনো সময় খেলার সুযোগ আসবে। আমার সাথেও এমনটা হয়েছিলো গত এশিয়া কাপে। আমি আহত হয়েছিলাম। আমার বদলে কেউ মাঠে নেমে শতরান করে দিয়েছিলো,” জানিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। সুযোগের সদ্ব্যবহার করলেও অবশ্য কটকে দ্বিতীয় ম্যাচটি খেলার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত নন তিনি। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বিরাটকেই (Virat Kohli) ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানোর ব্যাপারে মনস্থির করে থাকে টিম ম্যানেজমেন্ট, তাহলে তাঁর প্রত্যাবর্তন কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে শ্রেয়সকে। হয়ত কটক ও আহমেদাবাদের ম্যাচ দুটিতে বিরাটকেই দেখা যাবে মিডল অর্ডারে। ১৬৫ স্ট্রাইক রেটে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও শ্রেয়সকে বসতে হবে রিজার্ভ বেঞ্চেই।

কটকে ফিরছেন ‘ফিট’ কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) পিঠের চোট এমনিতেই দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেটজনতার। দেশের এক নম্বর পেস তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ (IND vs ENG) খেলছেন না। তাঁকে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পাওয়া যাবে কিনা প্রশ্ন থাকছে তা নিয়েও। এর মধ্যেই কোহলির চোট আশঙ্কা বাড়িয়েছিলো সকলের। কিন্তু স্বস্তির খবর মিলেছে টিম ইন্ডিয়া সূত্রে। জানা গিয়েছে যে ‘কিং’ কোহলির (Virat Kohli) হাঁটুর চোট আদৌ গুরুতর নয়। এখন আগের থেকে অনেক সুস্থ রয়েছেন মহাতারকা। কটকে আগামী রবিবার রয়েছে সিরিজের (IND vs ENG) দ্বিতীয় ম্যাচ। তার আগে সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে বারাবাটি স্টেডিয়ামে ব্যাট হাতে দেখাও যাবে তাঁকে। যদিও তাঁকে একাদশে জায়গা দিতে গিয়ে কাকে সরতে হবে তা নিয়ে এখনও কোনো রকম খবর আসে নি প্রকাশ্যে।

Also Read: IND vs ENG 1st ODI: “প্রত্যাশামতই খেলেছে দল…” নাগপুরে ইংল্যান্ডকে হারিয়ে তৃপ্ত অধিনায়ক রোহিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *