IND vs ENG: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয়লাভের পর ঘরের মাঠে আগামী ২৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের ময়দানে নামতে চলেছে ভারতীয় দল (IND vs ENG)। পাঁচ ম্যাচের সিরিজে বেন স্টোকসের মুখোমুখি হবে ভারত। দুই হেভিওয়েট দলের সংঘাত ঘিরে উত্তেজনাও রয়েছে বেশ। গতকাল, অর্থাৎ রবিবার ভারতে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড শিবির। স্কোয়াডে একঝাঁক স্পিনার নিয়ে ভারতের পা রেখেছে তারা। ঘূর্ণি পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শিবির করেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে হায়দ্রাবাদে, দ্বিতীয়টি রয়েছে বিশাখাপত্তনমে। এরপর তৃতীয় ম্যাচটি রয়েছে রাজকোটে। চতুর্থ ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে রাঁচি’কে। আর শেষ খেলাটি হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্কাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৫ তারিখ। চলবে ২৯ জানুয়ারি অবধি। প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে যেতে চাইছে টিম ইন্ডিয়া (Team India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিরিখেও জয় অত্যন্ত প্রয়োজনীয় টিম ইন্ডিয়ার জন্য। ইতিমধ্যে অনুশীলন’ও শুরু করে দিয়েছে দল। গোড়ালির চোটের কারণে মহম্মদ শামি’কে যে পাওয়া যাবে না, তা নিশ্চিতই ছিলো। নির্বাচকেরা প্রথম দুই টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছিলেন, তাতে জায়গা হয় নি শামি’র (Mohammed Shami)। টেস্ট শুরুর ঠিক আগে না থাকার তালিকায় যুক্ত হলো বিরাট কোহলির (Virat Kohli) নাম’ও। ভারতীয় ব্যাটিং-এর অন্যতম প্রধান ভরসাকে ছাড়াই অন্তত প্রথম দুটি টেস্ট ভারতকে খেলতে হবে বলে আজ ঘোষণা করেছে বিসিসিআই।
Read More: IPL 2024: প্রকাশ্যে আইপিএল শুরুর দিনক্ষণ, জমজমাট মরসুমের অপেক্ষায় ক্রিকেটজনতা !!
কোহলিকে ছাড়াই মাঠে নামবে ভারত-
আজ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও ভগবান শ্রী রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখান থেকেই তাঁর হায়দ্রাবাদে জাতীয় শিবিরে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু দুপুরে বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা জার্সিতে দেখা যাবে না কোহলি’কে। বিজ্ঞপ্তিকে জানানো হয় যে ব্যক্তিগত কারণে বিসিসিআই-এর কাছ থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন বিরাট। কথা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম ম্যানেজমেন্টের সাথেও। তাঁর অনুরোধ মঞ্জুর করেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। একই সাথে বিসিসিআই-এর পক্ষ থেকে বিরাটের গোপনীয়তা যাতে রক্ষিত হয়, সেই আবেদন করা হয়েছে। একই সাথে অযথা গুজব ছড়ানো থেকেও সকলকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে তারা।
ব্যক্তিগত কারণে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজ খেলা হচ্ছে না ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুকেরও (Harry Brook)। দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর শিবিরে ছিলেন তিনি। গতকাল ভারতের বিমানে ওঠার কথা ছিলো তাঁর। কিন্তু বাধ্য হয়েই ঘরে ফেরার বিমান ধরতে হয় তাঁকে। ইসিবি জানায় যে, “হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে অবিলম্বে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। তিনি ভারতসফরে ইংল্যান্ড দলের অংশ হচ্ছেন না। টেস্ট সিরিজ খেলতে তিনি ভারতে ফিরে আসবেন না। এই কঠিন সময় ব্রুকের ফ্যামিলি গোপনীয়তার আবেদন করেছেন। আমরা আশা করি তাদের গোপনীয়তা রক্ষা করা হবে, এবং তাঁদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হবে না।“ এখনও পর্যন্ত ব্রুকের বিকল্প বেছে নেয় নি ইংল্যান্ড। আজ বিসিসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানেও কোহলির বিকল্প হিসেবে কারও সুযোগ পাওয়ার কথা উল্লেখ করা হয় নি।