IND vs ENG

IND vs ENG: টি-২০ সিরিজ জয়ের পর একদিনের ক্রিকেটেও ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত (IND vs ENG)। সিরিজের প্রথম ম্যাচে ৬৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত শর্মা’রা। আজ কটকের বারাবাটি স্টেডিয়ামেও ফেভারিটের তকমা সঙ্গী করেই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ গত ম্যাচের উইনিং কম্বিনেশন অবশ্য ভাঙার পথে হেঁটেছেন কোচ গৌতম গম্ভীর। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বদলে মাঠে নামানো হয়েছে বরুণ চক্রবর্তীকে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে অভিষেক হয়েছে তাঁর। আজ যশস্বী জয়সওয়ালকে রিজার্ভ বেঞ্চে রেখে প্রথম একাদশে ফেরানো হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। নাগপুরে হাঁটুর চোটের কারণে খেলতে পারেন নি তিনি। কিন্তু আজ তাঁকে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন টিম ইন্ডিয়ার চিকিৎসক দল।

Read More: IND vs ENG 2nd ODI: সহজ ক্যাচ’ও ধরতে ব্যর্থ অক্ষর, হতাশায় মাথায় হাত হার্দিকের !!

ইংল্যান্ড ইনিংসের তখন ১১তম ওভার চলছে। পঞ্চম বলে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ফিল সল্ট। ঠিক তার পরের ডেলিভারিটিই আছড়ে পড়েছিলো নবাগত ব্যাটার জো রুটের প্যাডে। ভারতীয় দলের আপিলে সাড়া দেন নি আম্পায়ার। প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর মরিয়া প্রয়াসে ডিআরএস নেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন ছিলো কোহলি’র। হাত দিয়ে রিভিউ-এর ‘T’ চিহ্ন’টি দেখান তিনিও। রিপ্লে খতিয়ে দেখে তৃতীয় আম্পায়ার যদিও ‘মেন ইন ব্লু’র বিপক্ষেই রায় দেন। জীবন ফিরে পান জো রুট (Joe Root)। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে চলাকালীন যখন টিম হাড্‌ল-এ যোগ দিতে আসেন কোহলি (Virat Kohli), তখন তাঁর হাঁটাচলায় জড়তার ছবি ছিলো স্পষ্ট। মহাতারকাকে মাঠে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করে বসে নি তো ভারত? উঠতে শুরু করেছে প্রশ্ন।

অস্ট্রেলিয়া সফর (IND vs AUS) থেকে ফিরে ঘাড়ের ব্যথায় কাবু ছিলেন কোহলি। নিতে হয়েছিলো ইঞ্জেকশন’ও। বোর্ডের নির্দেশ সত্ত্বেও ২৩ জানুয়ারি থেকে সেই কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচও খেলতে পারেন নি মহাতারকা। যদিও সেই সমস্যা কাটিয়ে মাঠে ফেরেন রেলওয়েজের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) ওয়ান ডে সিরিজের শুরুতে ফের তাঁকে সমস্যায় ফেলেছে ডান হাঁটুর চোট। জামথায় বড়সড় ব্যান্ডেজ বাঁধা ছিলো পায়ে। আজ ‘ফিট’ শংসাপত্র নিয়ে মাঠে নামলেও কটকের সবুজ ঘাসে ফিল্ডিং করার সময় চেনা সপ্রতিভ মেজাজে দেখা যায় নি তাঁকে। আর দিনকয়েক পরেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। মেগা টুর্নামেন্টের আগে দলের অন্যতম সেরা ব্যাটারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা চিন্তা বাড়িয়েছে সমর্থকদের।

বিরাট কি সম্পূর্ণ ফিট? রয়েছে ধোঁয়াশা-

Also Read: IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *