IND vs ENG: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগেই চাপ বেড়েছে অধিনায়ক রোহিত শর্মা আচমকা লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোয়। গত ৭ তারিখ একটি সোশ্যাল মিডিয়া বার্তায় রোহিত জানিয়ে দেন যে টেস্টে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন না তিনি। নেতা হিসেবে কে হবেন তাঁর উত্তরসূরি? এই প্রশ্নেরই উত্তর খোঁজা শুরু হয়েছিলো বৃহস্পতিবারের পর থেকে। ভেসে উঠেছিলো কে এল রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থদের নাম। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে এক বোর্ড কর্তা জানিয়েছিলেন যে তাঁদের প্রথম পছন্দ শুভমান’ই। কিন্তু সূত্রের খবর যে গত কয়েকদিনে পরিবর্তন হয়েছে পরিস্থিতির। নেতৃত্বের জন্য আপাতত অপেক্ষা করতে হবে শুভমানকে (Shubman Gill)। কারণ দায়িত্ব ফেরানো হচ্ছে কোহলির হাতে।
Read More: IND vs ENG: ইংল্যান্ড সফরের জন্য বড়ো চমক BCCI’এর, চেন্নাইয়ের এই তারকা দেবেন ভারতকে নেতৃত্ব !!
কোহলির আবদার রাখতে পারে বোর্ড-

টেস্ট খেলতে চাইছেন না বিরাট কোহলি (Virat Kohli)। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে সেই সিদ্ধান্তের কথাও নাকি জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার, গতকাল সকালে এমন খবরই মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। সাম্প্রতিক অফ ফর্মের কারণে লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান চান তিনি, মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বেলা বাড়তেই সামনে আসে অন্য তথ্য। অস্ট্রেলিয়া সফর (IND vs AUS) চলাকালীন যখন টালমাটাল অবস্থা ভারতীয় দলের, তখন নাকি অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন কোহলি। কিন্তু রাজী হয় নি বিসিসিআই। তখনই অসন্তোষ জানিয়েছিলেন বিরাট। ‘আমার আর টেস্টে আগ্রহ নেই,’ তাঁকে বলতে শোনা গিয়েছিলো সাজঘরে। নেতৃত্ব ফিরে না পাওয়ার সেই যন্ত্রণা থেকেই মাত্র ৩৬ বছর বয়সে অবসর নিতে চান তিনি।
অশ্বিন অবসর নিয়েছেন গত বছরের ডিসেম্বরে। সদ্যই সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন রোহিত শর্মা’ও। ইংল্যান্ড সফরের (IND vs ENG) আগে কোহলিকে কোনো মূল্যেই হারাতে চাইছে না বিসিসিআই। তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে বিদেশের মাঠে, মনে করছেন কর্মকর্তারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে তাঁকে। গতকাল ভারতীয় ক্রিকেটের এক চেনা মুখ নাকি দীর্ঘসময় বৈঠকও করেছেন মহাতারকার সাথে। অনুমান করা হচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রত্যাবর্তনের শর্ত হিসেবে নেতৃত্ব চেয়ে বসতে পারেন বিরাট (Virat Kohli)। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সেই দাবী মেনেও নিতে পারে বোর্ড। সেক্ষেত্রে ২০২২-এর পর লাল বলের ফর্ম্যাটে ফিরবে কোহলি জমানা। ২০১৪ থেকে ২০২২-এর মধ্যে ৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। জিতেছেন ৪০টি। দ্বিতীয় দফায় কেমন হয় তাঁর পরিসংখ্যান, নজর থাকবে সেদিকে।
অবসর নিও না, কোহলিকে বললেন লারা-

ভারতের জার্সিতে ১২৩টি টেস্ট খেলে বিরাট কোহলি (Virat Kohli) করেছিলেন ৯২৩০ রান। শতরান ৩০টি, অর্ধশতক ৩১টি। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার নিরিখে ভারতীয়দের মধ্যে শচীন, দ্রাবিড় ও গাওস্করের পরেই তিনি। এক সিরিজে চারটি শতরান করার রেকর্ডও রয়েছে তাঁর। তবে ২০১৯-এর পর থেকে সাদা জার্সিতে আর সেরা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। কেরিয়ারের সেরা সময়ে যেখানে তাঁর টেস্ট গড় ছিলো ৫৫.১০, তা এই মুহূর্তে কমে দাঁড়িয়েছে ৪৭-এর কমে। শেষ ২৪ মাসে তাঁর টেস্ট গড় ৩২.৫৬। শতকের সংখ্যা মাত্র ২। তবুও অপরিহার্য্য কোহলি, মনে করেন ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। গতকাল ইন্সটাগ্রামে তিনি লেখেন, “টেস্ট ক্রিকেটের প্রয়োজন বিরাট কোহলিকে। ওর টেস্ট কেরিয়ারের বাকি অংশে কোহলি ৬০-এর গড় বজায় রাখবে।” সাথে হ্যাশট্যাগে টেস্ট ক্রিকেট ও ‘দ্য বেস্ট’ও লিখেছেন ত্রিনিদাদের রাজপুত্র।