IND vs ENG: সাম্প্রতিক অতীতে সাদা বলের দুই ফর্ম্যাটেই রীতিমত অপ্রতিরোধ্য দেখিয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। গত জুনে কুড়ি ওভারের বিশ্বকাপ জিতেছিলো তারা। এই বছরের মার্চে সাফল্য মিলেছে পঞ্চাশ ওভারের ক্রিকেটেও। দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু লাল বলের ফর্ম্যাটে গত কয়েক মাসে এই সাফল্যের ছিটেফোঁটাও জোটে নি ভারতের ভাগ্যে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে হারতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়াতে বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হয়েছে ১-৩ ফলে। ছিটকে যেতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের দৌড় থেকেও। আসন্ন ২০ জুন থেকে রয়েছে ইংল্যান্ড সফর (IND vs ENG)। তার আগে চাপ বেড়েছে অশ্বিন, রোহিত শর্মা’রা অবসর নেওয়ায়। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য ভারতীয় দলের।
Read More: IND vs ENG: নেই রোহিত-বিরাট ইংল্যান্ডের বিপক্ষে ভরসা তরুণ ব্রিগেড, সামনে এলো নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক !!
নেতৃত্ব পেতে পারেন রাহুল-

আচমকাই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত ৭ তারিখ ইন্সটাগ্রামে একটি স্টোরি পোস্ট করে জানিয়ে দেন যে দীর্ঘতম ফর্ম্যাটে দেশের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে। তাঁর অবসরের পর অধিনায়ক কে হবেন তা নিয়ে আপাতত চলছে জোর চর্চা। সম্প্রতি অস্ট্রেলিয়াতে দু’টি টেস্ট খেলেন নি রোহিত। তখন কার্যনির্বাহী দায়িত্ব সামলেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাহকে স্থায়ী দায়িত্ব দিতে রাজী নয় বোর্ড। বরং আলোচনায় উঠে আসছে ঋষভ পন্থ, কে এল রাহুল, শুভমান গিলদের নাম। সূত্রের খবর যে অভিজ্ঞতার নিরিখে বাজিমাত করতে পারেন রাহুল (KL Rahul)। এর আগে বাংলাদেশের বিপক্ষে ভারতকে একটি টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। দায়িত্ব সামলেছেন সাদা বলের ক্রিকেটেও।
ওপেনার রোহিতের বিকল্প সাই-

রোহিত সরে দাঁড়ানোর পর ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের সঙ্গী কে হবেন তা নিয়েও থাকছে প্রশ্ন। সূত্রের খবর তামিলনাড়ুর সাই সুদর্শন (Sai Sudharshan) রয়েছেন বিসিসিআই-এর ভাবনায়। ইতিমধ্যে রঞ্জি ট্রফিতে নিজেকে প্রমাণ করেছেন সাই। ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আসন্ন সিরিজে ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা হতে পারেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারও। ঘরোয়া ক্রিকেটের ফর্মের সৌজন্যে জাতীয় দলে ফিরতে পারেন অজিঙ্কা রাহানে ও করুণ নায়ার। সংবাদমাধ্যম সূত্রে খবর যে টেস্ট থেকে অবসর নিতে চাইছেন বিরাট কোহলি। দকিন্তু তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন কর্মকর্তারা। যদি কোহলি টেস্ট খেলতে রাজী হন সেক্ষেত্রে ইংল্যান্ড সফরে (IND vs ENG) থাকবেন তিনি। না হলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে ফেরানো হতে পারে সূর্যকুমার যাদবকে।
পেস অস্ত্রে শান টিম ইন্ডিয়ার-

উইকেটরক্ষক হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ হতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কোনো কারণে তিনি চোট-আঘাত পেলে দস্তানা হাতে দায়িত্ব সামলাতে পারেন স্বয়ং অধিনায়ক কে এল রাহুল। একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হতে পারেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের বাইশ গজে স্যুইং ও গতিকেই প্রধান অস্ত্র বানাতে চায় টিম ইন্ডিয়া। এক ঝাঁক তারকা পেসার জায়গা পেতে পারেন স্কোয়াডে। থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও (IND vs ENG) ঝড় তুলতে চাইবেন তিনি। প্রায় দুই বছরের বিরতির পর দেশের হয়ে লাল বল হাতে রান-আপে দেখা যাবে মহম্মদ শামিকেও। এছাড়া থাকছেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। বাম হাতি পেস বিকল্প’ও হিসেবে নির্বাচকেরা বেছে নিতে পারেন আর্শদীপ সিং-কে। কাউন্টির অভিজ্ঞতা আছে তাঁরো।
IND vs ENG সিরিজের সম্ভাব্য স্কোয়াড-
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বি সাই সুদর্শন, কে এল রাহুল (অধিনায়ক), করুণ নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।