ind-vs-eng-kl-rahul-mocked-on-x

IND vs ENG: লিডসে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরেছিলো টিম ইন্ডিয়া। এজবাস্টনে তাদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। পুরনো ভুলচুক থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার লক্ষ্যেই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ একাদশে তিনটি পরিবর্তন করেছেন কোচ গৌতম গম্ভীর। প্রত্যাশামতই বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ’কে। তাঁর জায়গায় খেলছেন বাংলার আকাশ দীপ। এছাড়া শার্দুল ঠাকুর ও সাই সুদর্শনকেও ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। অধিনায়ক হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টে (IND vs ENG) টসে হেরেছিলেন শুভমান গিল। দ্বিতীয় টেস্টেও ভাগ্য সুপ্রসন্ন হলো না তাঁর। ফের একবার ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণই জানিয়েছেন বেন স্টোকস। লিডসে নজর কেড়েছিলো রাহুল-যশস্বীর ওপেনিং জুটি, কিন্তু বার্মিংহ্যামে বেশীদূর এগোতে পারলেন না তাঁরা।

Read More: IND vs ENG 2nd Test: “উইকেট কে নেবে?” বুমরাহকে ছাড়াই মাঠে টিম ইন্ডিয়া, সাফল্য নিয়ে সংশয়ে নেটজনতা !!

রানের মুখ দেখলেন না KL রাহুল-

KL Rahul | IND vs ENG | Image: Getty Images
KL Rahul | IND vs ENG | Image: Getty Images

রোহিত শর্মা’র অবসরের পর ওপেনিং স্লটে তাঁর শূন্যস্থান পূরণ করেছেন কে এল রাহুল (KL Rahul)। ইংল্যান্ড সফরের (IND vs ENG) শুরুটা বেশ ভালো করেছিলেন তিনি। হেডিংলতে প্রথম ইনিংসে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন কর্ণাটকের ব্যাটার। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো অসাধারণ শতরান। ডিউক বলের স্যুইং সামলানোর ক্ষেত্রে বেশ সপ্রতিভ দেখিয়েছিলো রাহুল’কে। নজর কেড়েছিলো তাঁর কাট বা কভার ড্রাইভের মত শটগুলিও। যে আত্মবিশ্বাস লিডসে দেখিয়েছিলেন তিনি, তাঁর সিকিভাগও অবশ্য চোখে পড়লো না এজবাস্টনে। আজ শুরু থেকেই বেশ নড়বড়ে ছিলেন তিনি। বেশ কয়েকবার ব্রাইডন কার্স বা ক্রিস ওকসদের (Chris Woakes) স্যুইং-এ পরাস্তও হন। কিন্তু শেষরক্ষা হয় নি। নবম ওভারেই প্রতিপক্ষকে উইকেট উপহার দেন ভারতীয় ওপেনার।

ক্রিস ওকসের বিরুদ্ধে রীতিমত অস্বস্তিতে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। একবার ইংল্যান্ড অলরাউন্ডারর ইনস্যুইং মেশানো ডেলিভারি আছড়ে পড়ে তাঁর প্যাডে। আম্পায়ারের সৌজন্যে রক্ষা পেয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু নবম ওভারের চতুর্থ ডেলিভারিতে থামতেই হলো তাঁকে। অফস্টাম্পের একটু বাইরে বল পিচ করিয়েছিলেন ওকস। একদম শেষ মুহূর্তে কাঁটা বদলে ভিতরের দিকে আসে তা। যতটা বাউন্স আশা করেছিলেন রাহুল, তার থেকে সম্ভবত খানিকটা বেশী উঁচুতেই লাফিয়ে উঠেছিলো ওকসের ডেলিভারিটি। সেই বাড়তি বাউন্স সামলাতে পারে নি তিনি। তাঁর রক্ষণাত্মক ভঙ্গিতে বাড়িয়ে দেওয়া ব্যাটের নীচের দিকে লেগে বল আছড়ে পড়ে স্টাম্পে। ছিটকে যায় অফস্টাম্পের বেল। ১৫ রানের মাথাতেই প্রথম উইকেট খোয়াতে হয় ভারতীয় দল’কে। ২৬ বল খেলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন রাহুল।

নেটদুনিয়ায় কটাক্ষের মুখে রাহুল-

KL Rahul and Chris Woakes | IND vs ENG | Image: Getty Images
KL Rahul and Chris Woakes | IND vs ENG | Image: Getty Images

‘কে এল রাহুল একজন আজব ব্যাটার। কোনও দিন ওকে দেখে মনে হয় দুর্দান্ত ছন্দে রয়েছে। আবার কোনো দিন মনে হয় যে ঠিক করে খেলতেই পারে না,’ হতাশা ব্যক্ত করেছেন এক নেটিজেন। ‘এতটা গুটিয়ে থাকার ঠিক কি কারণ?’ প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘কঠিন পিচে প্রয়োজন ছিলো ওর টিকে থাকা। কিন্তু হতাশই করলো,’ মন্তব্য অন্য এক ভারতীয় সমর্থকের। ‘ধারাবাহিকতা আর কে এল রাহুলের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্ভবত। পরপর দু’টো ম্যাচে কখনও ভালো পারফর্ম করে না,’ আক্ষেপ ঝরে পড়েছে অন্য একটি ট্যুইটে। ‘এখন থেকেই ব্যাকফুটে চলে গেলো ভারত,’ লিখেছেন আরও এক নেটনাগরিক। রাহুল আউট হওয়ার পর মাঠে নেমেছেন করুণ নায়ার (Karun Nair)। গত ম্যাচে ছয়ে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। পছন্দের তিন নম্বরে ছন্দ খুঁজে পাবেন তিনি? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: ENG vs IND 2nd TEST TOSS REPORT in BENGALI: টস জিতলো ইংল্যান্ড, এজবাস্টনে ইতিহাস গড়তে ভারতীয় দলে ৩ পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *