ind-vs-eng-jamie-smith-smashed-krishna

IND vs ENG: এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শুরুটা বেশ ভালো করেছিলো ভারতীয় দল (Team India)। টেস্ট র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে থাকা জো রুট’কে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। ইংল্যান্ড কিংবদন্তির ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায়। বেশীদূর এগোতে পারেন নি বেন স্টোকস’ও। বাড়তি বাউন্সে তাঁর বিরুদ্ধে বাজিমাত করেন সিরাজ। গোল্ডেন ডাক করেন তারকা অলরাউন্ডার। ৮৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ড অবশ্য এর পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। দুই তরুণ- হ্যারি ব্রুক ও জেইমি স্মিথ (Jamie Smith) রক্ষণের পথে না হেঁটে জোর দেন আক্রমণে। দ্রুত গতিতে ছুটতে থাকে স্বাগতিক দেশের স্কোরবোর্ড’ও। ‘সেট’ ব্রুকের চেয়ে নবাগত স্মিথকেই দেখা গেলো বেশী ধ্বংসাত্মক মেজাজে। দিনের প্রথম সেশনেই তিনি ছুঁলেন শতকের গণ্ডী। মধ্যাহ্নভোজের বিরতিতে অপরাজিত রয়েছেন ১০২ করে। ব্রুকের ঝুলিতে ৯১।

Read More: ভারতের সেরা ৫ জন ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা, জানুন প্রিয় তারকাদের পড়াশোনার দৌড় !!

ঝড় তুললেন জেইমি স্মিথ-

Jamie Smith | IND vs ENG | Image: Getty Images
Jamie Smith | IND vs ENG | Image: Getty Images

৩২তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। কর্ণাটকের পেসারকে রীতিমত দুঃস্বপ্ন উপহার দিলেন ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটার জেইমি স্মিথ (Jamie Smith)। ওভারের শুরুটা হয়েছিলো ডট্‌ বল দিয়ে। কিন্তু দ্বিতীয় বল থেকে ১৮০ ডিগ্রী বদলে যায় পরিস্থিতি। শর্ট বলে অসামান্য পুল মেরে ডিপ স্কোয়্যার লেগে বল পাঠান বছর ২৪-এর তরুণ। এরপরেও শর্ট বল নীতি থেকে সরে আসেন নি প্রসিদ্ধ। মাসুল গুণতে হয় তাঁর। ফের একবার পুল মারেন জেইমি (Jamie Smith)। এবার আর বাউন্ডারি নয়, বরং ডিপ স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে বল উড়ে গিয়ে পড়ে দর্শকাসনে। দুই বলে ১০ খরচ করার পরেও লেন্থ বদলান নি প্রসিদ্ধ। ফের একবার তাঁর জেদের ফায়দা তোলেন জেইমি। মিড অন ও মিড উইকেটের ফাঁক দিয়ে দুরন্ত শটে ছিনিয়ে নেন আরও চার রান।

মারমুখী ইংল্যান্ড উইকেটরক্ষককে রোখার রাস্তা এর পরেও খুঁজে পান নি প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। শর্ট বল ফের একবার ডোবায় তাঁকে। মিড অনের উপর দিয়ে অনবদ্য শট মারেন জেইমি। নামের পাশে যোগ করেন আরও চার রান। এরপর মরিয়া হয়ে বাউন্সারের চেষ্টা করেছিলেন ভারতীয় পেসার। কিন্তু সুবিধা করতে পারেন নি। উচ্চতার কারণে ওয়াইড দিতে বাধ্য হন আম্পায়ার। ওভারের শেষ ডেলিভারিতে লেন্থ বদলান প্রসিদ্ধ। ফুল লেন্থে রেখেছিলেন ডেলিভারিটি। কিন্তু তা মোকাবিলা করতে বিন্দুমাত্র সমস্যার সম্মুখীন হন নি ছন্দে থাকা জেইমি (Jamie Smith)। ক্রিজ থেকে খানিক এগিয়ে এসে দুর্দান্ত ড্রাইভ মারেন তিনি। প্রসিদ্ধের হতাশা আরও খানিকটা বাড়িয়ে লাল ডিউক বল ছুটে যায় বাউন্ডারি লাইনের দিকে। ২৩ রান খরচ করতে হয় কর্ণাটকের ফাস্ট বোলারকে।

চূড়ান্ত হতাশ করলেন প্রসিদ্ধ কৃষ্ণা-

Prasidh Krishna | IND vs ENG | Image: Getty Images
Prasidh Krishna | IND vs ENG | Image: Getty Images

লিডস টেস্টে (IND vs ENG) দুই ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণার ইকোনমি ছিলো যথাক্রমে ৬.৪০ ও ৬.১৩। খরচ করেছিলেন ২২০ রান। এজবাস্টনে আরও বেহাল দশা তাঁর। এখনও অবধি ৮ ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেছেন ৬১ রান। ইকোনমি রেট ৭.৬২। একটিও উইকেট পান নি তিনি। দ্বিতীয় দিনের সকালে তাঁকে পাঁচ ওভারের বেশী ব্যবহারই করতে পারেন নি অধিনায়ক শুভমান গিল। সেই পাঁচ ওভারে ১০ ইকোনমিতে প্রসিদ্ধ খরচ করেছেন ৫০ রান। লজ্জার নয়া নজির গড়েছেন ডান হাতি ফাস্ট বোলার। ২০০৬-এর পর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে একটি নির্দিষ্ট স্পেলে সবচেয়ে বেশী রান খরচ করেছেন তিনি। গত ম্যাচের (IND vs ENG) পরেই ভারতীয় একাদশে প্রসিদ্ধের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিলো। আজকের পারফর্ম্যান্স যে লর্ডসের একাদশ থেকে তাঁকে কার্যত ছেঁটে ফেললো তা বলাই যায়।

Also Read: IND vs ENG 2nd Test: এজবাস্টনে অসামান্য দ্বিশতক শুভমানের, প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *