IND vs ENG: টি-২০তে ৪-১ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শুরুটাও সাফল্যের সঙ্গেই করলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। নাগপুরের জামথা স্টেডিয়ামে ৪ উইকেটের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছিলো জস বাটলারের দলকে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। সল্ট, বাটলার, বেথেলদের প্রতিরোধ সত্ত্বেও ২৪৮-এর বেশী এগোতে পারে নি তারা। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় চাপে পড়েছিলো ‘মেন ইন ব্লু’ও। ১৯ রানে হারিয়েছিলো ২ উইকেট। এরপর ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), অক্ষর প্যাটেল, শুভমান গিল’রা (Shubman Gill)। চোটের জন্য গতকাল খেলতে পারেন নি বিরাট কোহলি। কিন্তু তাঁর অনুপস্থিতি ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ায় নি ভারতের জন্য। ৬৮ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে তারা। আপাতত টিম ম্যানেজমেন্টের ফোকাসে দ্বিতীয় ম্যাচ। কি হবে একাদশ তা নিয়েই চলছে চর্চা।
Read More: ‘অমূল্যরতন’ হারালেন বাবর আজম, সোশ্যাল মিডিয়ায় জানালেন দুঃসংবাদ !!
জায়গা ধরে রাখছেন শ্রেয়স আইয়ার-
![বিরাটের প্রত্যাবর্তনে শ্রেয়স আইয়ার নয় বরং বাদ পড়বেন এই ‘ফ্লপ’ ক্রিকেটার, প্রথম ম্যাচে করেছেন ডাহা ফেল !! 2 Shreyas Iyer | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Shreyas-vs-ENG.jpg)
অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই কারণেই মাঠে নামতে পারেন নি তিনি। মহাতারকার না খেলা প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়া করতে বাধ্য করেছিলো কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ব্যাটিং অর্ডারের চার নম্বরে কোহলিকে খেলানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে সুযোগ দিতে হয় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তাঁর মাঠে নামা নিয়ে যে বেশ সংশয় ছিলো তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন শ্রেয়স নিজেই। খেলছেন না ভেবে গভীর রাত অবধি সিনেমা দেখছিলেন তিনি। ক্যাপ্টেন রোহিত শর্মা’র ফোন পেয়ে তড়িঘড়ি ঘুমোতে গিয়েছিলেন, স্বীকার করে নিয়েছেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। হঠাৎ পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে অবশ্য কোনো রকম ভুলচুক করেন নি তিনি। ১৬৫ স্ট্রাইক রেটে ৩৬ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস এসেছিলো শ্রেয়সের ব্যাট থেকে। মারেন ৯টি চার ও ২টি ছক্কা।
টিম ইন্ডিয়া (Team India) সূত্রে খবর যে চোট গুরুতর নিয় বিরাট কোহলির (Virat Kohli)। কটকে সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে নামবেন তিনি। মহাতারকার প্রত্যাবর্তন ফের একবার ড্রয়িং বোর্ডের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে কোচ গম্ভীরকে। প্রথম ম্যাচে ভালো খেলার পর শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দেওয়ার যে কোনো মানে হয় না তা বিলক্ষণ জানেন তিনি। বিরাটকে ব্যাটিং অর্ডারে জায়গা দিতে গিয়ে হয়ত ফের একবার ওপেনিং জুটিতেই রদবদলের পথে হাঁটবেন তিনি। নাগপুরে তিন নম্বরে খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। তাঁকে আরও একবার ওপেনিং-এ ঠেলে দেওয়া হতে পারে। রোহিত শর্মা’র সাথে ইনিংসের সূচনা করতে নামতে পারেন পাঞ্জাবের তরুণ তুর্কি। তিন নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে কোহলিকে। চারে নিজের জায়গা ধরে রাখার সম্ভাবনা শ্রেয়সের। পাঁচে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দ্বিতীয় সুযোগ পাচ্ছেন কে এল রাহুল।
বাদ পড়তে চলেছেন যশস্বী-
![বিরাটের প্রত্যাবর্তনে শ্রেয়স আইয়ার নয় বরং বাদ পড়বেন এই ‘ফ্লপ’ ক্রিকেটার, প্রথম ম্যাচে করেছেন ডাহা ফেল !! 3 Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/Yashasvi-Jaiswal-odi.png)
ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) গতকাল ওয়ান ডে অভিষেক হলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। ডান হাতি-বাম হাতি কম্বিনেশন ব্যবহার করা পছন্দ করেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সেই কারণেই রোহিত শর্মার সাথে ওপেনার হিসেবে জুড়ে দেওয়া হয়েছিলো ২২ বর্ষীয় যশস্বীকে। টেস্ট অভিষেকে ১৭৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু ওয়ান ডে’তে পথচলার শুরুটা তত স্মরণীয় হলো না তাঁর। ব্যাট হাতে আগাগোড়াই নড়বড়ে লেগেছিলো তাঁকে। বেশ কিছু শট ‘মিসটাইম’ হয়। শেষমেশ জোফ্রা আর্চারের (Jofra Archer) আউটস্যুইং বুঝতে না পেরে ব্যাট বাড়িয়ে দিয়ে বিপদ ডেকে আনেন তিনি। সহজ ক্যাচ দস্তানাবন্দী করতে কোনো সমস্যা হয় নি ফিল সল্টের। ১৫ রান করেই তিনি ফেরেন সাজঘরে। নাগপুরের ব্যর্থতার পর কটকে আর দ্বিতীয় সুযোগ হয়ত পাচ্ছেন না তিনি। বাদ পড়তে চলেছেন প্রথম একাদশ থেকে।