IND vs ENG

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ শুরু হয়েছে আজ (IND vs ENG)। নাগপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার (Jos Buttler)। শুরুটা ভালো করলেও স্বাগতিক দেশের উপর চাপ বজায় রাখতে পারে নি তারা। ৪৭.৪ ওভারে ২৪৮ করেই গুটিয়ে গিয়েছে ইনিংস। আজ নয়া ওপেনিং জুটিকে দেখা গেলো টিম ইন্ডিয়ার জার্সিতে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রথমবার একসাথে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩ সালে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন মুম্বইয়ের বাম হাতি। আজ ওয়ান ডে’তে তাঁর পথচলার শুরুটা তেমন জমজমাট হলো না। আর্চার (Jofra Archer), সাকিব মাহমুদদের (Saqib Mahmood) সামলাতে বেশ সমস্যাতেই পড়তে দেখা গেলো তাঁকে। শেষমেশ ২২ বলে মাত্র ১৫ রান করে সাজঘরেও ফেরেন তিনি।

Read More: “অবসর ছাড়া গতি নেই…” ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে মাত্র ২ রানে উইকেট হারালেন রোহিত শর্মা, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!

আর্চারের বাড়তি গতি সামলাতে গিয়ে আজ খানিক বেশ বেগ পেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পঞ্চম ওভারের প্রথম ডেলিভারিটি লেট স্যুইং-এর সাহায্যে ভারতীয় ওপেনারকে ধোঁকা দিয়েছিলেন ক্যারিবিয়ান-জাত ইংল্যান্ড পেসার। দ্বিতীয় ডেলিভারিটিও কোনোক্রমে পয়েন্টের দিকে ঠেলেছিলেন তিনি। রান পান নি। এরপরের বলেই বাজিমাত করেন জোফ্রা। অফস্টাম্পের লাইনে পড়ে দেরীতে আউটস্যুইং করেছিলো বল। যশস্বীর (Yashasvi Jaiswal) বাড়িয়ে দেওয়া ব্যাটের ঠিক কোণায় চুমু খেয়ে তা জমা পড়ে উইকেটরক্ষক ফিল সল্টের নিরাপদ দস্তানায়। বর্ডার-গাওস্কর ট্রফিতে চমৎকার ব্যাটিং করেছিলেন তরুণ ওপেনার। রোহিত-কোহলিদের ব্যর্থতার মাঝেও একটি শতক ও দুটি অর্ধশতক করেছিলেন তিনি। স্বভাবতই ওডিআই অভিষেকে অনেক প্রত্যাশা ছিলো তাঁর থেকে। কিন্তু তা পূরণ করতে পারলেন না যশস্বী।

১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া (Team India)। যশস্বী সাজঘরে ফিরতেই আক্ষেপে ভরলো সোশ্যাল মিডিয়া। ট্যুইটারে নিজেদের হতাশা স্পষ্ট করেছেন সমর্থকেরা। ‘আরেকটু সময় নিয়ে খেলতে পারত,’ লিখেছেন একজন। ‘ওয়ান ডে অত সহজ নয়,’ মন্তব্য আরেক জনের। ‘ভেঙে না পড়ে আগামীর দিকে তাকাও। সাফল্য আসবেই,’ বিপর্যয়ের মুখেও পছন্দের তারকাকে সাহস যুগিয়েছেন কেউ কেউ। ‘একটা ব্যর্থতায় সবকিছু শেষ হয় না। ওকে আরও কয়েকটি সুযোগ দেওয়া উচিৎ,’ লিখেছেন আরও একজন। আজ বিরাট কোহলি না খেলায় শুভমান নেমেছেন তিন নম্বরে। সেই কারণেই ওপেনার শূন্যস্থান পূরণ করেছিলেন যশস্বী। মহাতারকা কটকে ফিট হয়ে মাঠে নামলে আর সুযোগ পাবেন মুম্বইয়ের তরুণ তুর্কি? অভিষেকেরর ব্যর্থতার পর সেই আশঙ্কাও জাঁকিয়ে বসেছে অনেকের মনেই।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 1st ODI: অভিষেকে নজর কাড়লেন হর্ষিত, বাটলার-বেথেলের জোড়া অর্ধশতক সত্ত্বেও ইংল্যান্ড থামলো ২৪৮ রানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *