ind-vs-eng-jagadeesan-replacing-pant

IND vs ENG: ইংল্যান্ড সফরে চোট-আঘাত বিড়ম্বনা বাড়িয়েছে ভারতীয় দলের (IND vs ENG)। লর্ডস টেস্টে কোমরে টান ধরেছিলো পেসার আকাশ দীপের (Akash Deep)। ম্যাঞ্চেস্টারে বোলিং অনুশীলনের সময় বাম হাতে আঘাত পেয়েছেন আর্শদীপ সিং-ও। হাতে সেলাই পড়েছে তাঁর। দু’জনেই চতুর্থ টেস্টে পাচ্ছে না টিম ইন্ডিয়া। জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়ে গোটা সিরিজ (IND vs ENG) থেকেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। গোদের উপর বিষফোঁড়ার মত দেখা দিয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) চোট। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ক্রিস ওকস’কে রিভার্স স্যুইপ মারতে গিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে-বলে সংযোগ হয় নি তাঁর। লাল ডিউক বল সরাসরি আছড়ে পড়ে ডান পায়ের পাতায়। ফিজিও’র শুশ্রূষাতেও সুস্থ হন নি তিনি। শেষমেশ মাঠ ছাড়েন একটি গলফ কার্টে চেপে।

Read More: ভাঙা পা নিয়েই দলের স্বার্থে সবাইকে চমকে দিয়ে বাইশ গজে হাজির ঋষভ পন্থ, ভাইরাল ভিডিও !!

ঈশান নয়, সুযোগ পাচ্ছেন জগদীশন-

Narayan Jagadeesan | Image: Twitter
Narayan Jagadeesan | Image: Twitter

গতকাল স্ক্যান হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। মেটাটার্সাল হাড় ভেঙেছে তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে ২৭ বর্ষীয় তারকার। ওভালে পঞ্চম টেস্টে (IND vs ENG) তাঁর খেলার কোনো রকম সম্ভাবনা নেই। অগস্টে যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ আয়োজিত হয়, সেখানেও হয়ত দেখা যাবে না ঋষভ’কে। সিরিজের মাঝপথে তাই দ্রুত বিকল্পের সন্ধান করতে হচ্ছে বিসিসিআই। পন্থের বদলি হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলার জন্য এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। ওভালে দলের সাথে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর সাথে কথাও বলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। কিন্তু ঈশান তাঁকে জানিয়েছেন যে গোড়ালিতে চোটের কারণে টেস্ট দলের অংশ হওয়া সম্ভব নয় তাঁর পক্ষে।

ঈশান ছিটকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ওভালে ফেরানো হবে কে এস ভরত’কে (KS Bharat)। অন্ধ্রের তারকাও এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। খেলছেন ডালউইচ সিসি’র হয়ে। ইংল্যান্ডে একটি টেস্ট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কিন্তু সেই পথে হাঁটেন নি নির্বাচকরা। সংবাদসংস্থা ক্রিকেবাজ সূত্রে খবর যে তামিলনাড়ুর নারায়ণ জগদীশন’কে (N Jagadeesan) ঋষভ পন্থের বিকল্প হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। ওভালে তিনিই থাকবেন ভারতীয় স্কোয়াডে। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭.৫০ গড়ে ৩৩৭৩ রান রয়েছে জগদীশনের। ১০টি শতরান ও ১৪টি অর্ধশতরান করেছেন তিনি। ১৩৩টি ক্যাচ ও ১৪টি স্টাম্পিং-ও রয়েছে তাঁর ঝুলিতে। তার পরেও অবশ্য ওভালে তাঁর অভিষেকের সম্ভাবনা বেশ ক্ষীণ। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়া সম্ভবত আস্থা রাখতে চলেছে উত্তরপ্রদেশের তরুণ তুর্কি ধ্রুব জুরেলের উপরেই।

যন্ত্রণা উপেক্ষা করে লড়াই ঋষভের-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images

টেস্টের (IND vs ENG) দ্বিতীয় দিন সকলকে চমকে দিয়েই মাঠে নামলেন ঋষভ পন্থ। দৌড়ানো সম্ভব ছিলো না তাঁর পক্ষে। ফুটওয়ার্কের ক্ষেত্রেও বেশ নড়বড়ে লাগছিলো তাঁকে। কিন্তু তারপরও যন্ত্রণা উপেক্ষা করে লড়াই জারি রাখেন তিনি। গতকাল ৩৭ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়েছিলেন ঋষভ। আজ পেরোন অর্ধশতকের গণ্ডী। শেষমেশ ৫৪ রান করে জোফ্রা আর্চারের শিকার হন তিনি। তাঁর মরিয়া লড়াইকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া। গতকাল ইংল্যান্ড প্রাক্তনী মাইকেল ভন ট্যুইট করেছিলেন, “টেস্টের প্রথম ইনিংসে কেউ স্পষ্ট আহত হলে লাইক ফর লাইক বদলি ব্যবহারের সুযোগ দেওয়া উচিৎ। আমরা এখন কনকাশন সাবস্টিটিউট যখন ব্যবহার করতে পারি তাহলে নিঃসন্দেহে ঋষভের মত চোটের ক্ষেত্রেও বদলি ব্যবহার করা যেতে পারে।” আজ তিনি লিখেছেন, “ঋষভের পন্থের একটা অসামান্য ইনিংস। সাহসের অনবদ্য নিদর্শন।”

দেখুন ভনের ট্যুইট’টি-

Also Read: ডি ভিলিয়ার্সের সেরা একাদশে দুই ভারতীয়, জায়গা হলো না শচীন তেন্ডুলকরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *