ind-vs-eng-jagadeesan-replaces-rishabh

IND vs ENG: লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে উইকেটকিপিং-এর সময় আঙুলে আঘাত পেয়েছিলেন ঋষভ পন্থ। চতুর্থ টেস্টে খেলবেন কিনা তা নিয়ে একটা সময় ছিলো সংশয়। শেষমেশ চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে নি ঋষভের (Rishabh Pant)। ম্যাঞ্চেস্টারে প্রথম দিনই ব্যাটিং করার সময় ডান পায়ে চোট পান তিনি। ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় তারকা। বল আছড়ে পড়ে তাঁর ডান পায়ের পাতায়। স্ক্যানে জানা যায় যে মেটাটার্সাল ভেঙেছে তাঁর। সুস্থ হয়ে মাঠে ফিরতে লাগবে অন্তত ছয় সপ্তাহ। এমতাবস্থায় ওভালে পরবর্তী ম্যাচে তিনি যে খেলবেন না তা কার্যত নিশ্চিতই ছিলো। সেই সিদ্ধান্ত গতকাল সিলমোহর দিয়েছে বিসিসিআই। ঘোষণা করা হয়েছে বিকল্পের নামও।

Read More: ম্যানচেস্টারে কামব্যাক করলেও ক্ষোভ কাটেনি গম্ভীরের, ওভাল টেস্ট থেকে এই ৩ খেলোয়াড়কে দেবেন বাদ !!

পন্থের বদলে ডাক পেলেন জগদীশন-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images

চোট লাগার পর দাঁড়াতে অবধি পারছিলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। হেঁটে নয় বরং একটি গলফ্‌ কার্টে করে মাঠ ছাড়েন তিনি। ম্যাঞ্চেস্টার টেস্টে (IND vs ENG) তাঁকে আর দেখতে পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে অবাক করে দ্বিতীয় দিনের সকালে শার্দুল ঠাকুর আউট হওয়ার পর তাঁকে দেখা যায় ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নেমে আসতে। অদম্য মনের জোর’কে সঙ্গী করে ভারতীয় ইনিংসকে বেশ খানিকটা এগিয়ে নিয়ে যান তিনি। যখন চোট পেয়েছিলেন তখন ঋষভের (Rishabh Pant) নামের পাশে ছিলো ৩৭ রান। দ্বিতীয় দিন আরও ১৭ রান তাতে যোগ করেন তিনি। দৌড়তে পারছিলেন না, নড়বড়ে ছিলো ফুটওয়ার্ক’ও। তাই পুল, ড্রাইভের মত শটে বাউন্ডারি, এমনকি ছক্কাও হাঁকাতে দেখা যায় তাঁকে। তাঁর ৫৪ রানের ইনিংসটিকে প্রশংসায় ভরিয়েছিলেন ক্রিকেটজনতা।

দ্বিতীয় ইনিংসে একটা সময় চাপে ছিলো ভারতীয় দল। জাঁকিয়ে বসেছিলো ইনিংসে হারের আশঙ্কা। দলের স্বার্থে যাতে ফের একবার ব্যাট হাতে নামতে পারেন সেই কারণেই পায়ে প্লাস্টার অবধি করান নি ঋষভ পন্থ (Rishabh Pant)। পঞ্চম দিনে ছিলেন ড্রেসিংরুমে। যদিও তাঁর মাঠে নামার প্রয়োজন পড়ে নি। কে এল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরদের সৌজন্যে ড্র নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। ম্যাচ শেষের পর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে ওভাল টেস্ট (IND vs ENG) থেকে ছিটকে যাচ্ছেন তিনি। পরিবর্তে দলের সাথে জুড়ে দেওয়া হচ্ছে নারায়ণ জগদীশন’কে।বিকল্প উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ভারতের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষণ। তিনি রাজী না হওয়ায় জগদীশন যে ডাক পেতে পারেন তার আভাস মিলেছিলো দিনকয়েক আগেই। কাল রাতে সিলমোহর পড়লো সেই সিদ্ধান্তেই।

প্রথমবার জাতীয় দলে জগদীশন-

Narayan Jagadeesan Replaces Pant for 5th IND vs ENG Test | Image: Getty Images
Narayan Jagadeesan Replaces Pant for 5th IND vs ENG Test | Image: Getty Images

নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডেই রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঋষভ পন্থ চোট পাওয়ার পর তাঁর সাথেই প্রথমে যোগাযোগ করেছিলো ভারতীয় দল। মুখ্য নির্বাচক অজিত আগরকারের সাথে কথাও হয় তাঁর। ঝাড়খণ্ডের তরুণ আগরকারকে জানান যে এই মুহূর্তে গোড়ালিতে চোট রয়েছে তাঁর, ফলে মাঠে নামা সম্ভব নয়। ঈশানের প্রত্যাখ্যানের পর নতুন করে বিকল্পের সন্ধান শুরু করতে হয় বোর্ড’কে। কে এস ভরতের নাম ভাসছিলো। ডালউইচ সিসি’র হয়ে খেলতে তিনিও বর্তমানে রয়েছেন ইংল্যান্ডেই। কিন্তু অন্ধ্রের ক্রিকেটারকে ফেরায় নি টিম ইন্ডিয়া। বরং তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে (N Jagadeesan) উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৭.৫০ গড়ে ৩৩৭৩ রান রয়েছে তাঁর। তামিলনাড়ু ছাড়াও খেলেছেন চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মত দলেও। এই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

দেখে নিন BCCI-এর বিবৃতি-

Also Read: IND vs ENG 4th Test: তিন শতরানে ম্যাচ ড্র ভারতের, ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন শুভমানরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *