IND vs ENG

IND vs ENG: কটকের বারবাটি স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। ‘মাস্ট উইন’ ম্যাচে বেশ আক্রমণাত্মক ক্রিকেট দিয়েই শুরুটা করেছিলো ইংল্যান্ড। ঝড় তোলেন দুই ওপেনার ডাকেট ও সল্ট। মাঝের ওভারগুলোয় স্কোরবোর্ডের গতি সচল রাখতে দেখা গেলো জো রুট, হ্যারি ব্রুকদেরও (Harry Brook)। শেষ পাঁচ ওভারে ফের রানের গতি বাড়িয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ৩২ বলে ৪১ করে দলের স্কোর ৩০৪ অবধি পৌঁছে দেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন একাধিক নজরকাড়া ঘটনার সাক্ষী থাকলো কটক। সহজ ক্যাচ ছাড়লেন অক্ষর প্যাটেল (Axar Patel)। অহেতুক থ্রো করে বাই চার হজম করলেন হর্ষিত রাণা। শূন্যে শরীর ছুঁড়ে দুর্দান্ত একটি ক্যাচ নিলেন শুভমান গিল। পাশাপাশি দেখা গেলো এক ‘অচেনা’ রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja)।

Read More: IND vs ENG 2nd ODI: চমৎকার অর্ধশতক রুট ও ডাকেটের, কটকে প্রথমে ব্যাট করে ৩০৪ তুললো ইংল্যান্ড !!

৪৬ তম ওভারে বোলিং করছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ভারতীয় অলরাউন্ডারের ডেলিভারি পয়েন্টের দিকে ঠেলে এক রান নিতে দৌড়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ডান দিকে দৌড়ে এসে বল তালুবন্দী করেন রবীন্দ্র জাদেজা। পছন্দের বাম হাতে বল নিয়ে ছোঁড়ার ঠিক আগে খানিক পিছলে গিয়েছিলেন তিনি। উইকেট লক্ষ্য করে আর করা হয় নি থ্রো। আদতে স্কোয়্যার লেগ আম্পায়ার ক্রিস ব্রাউন-এর (Chris Brown) সাথে সংঘর্ষ এড়াতেই জাদেজাকে খানিক বদল করতে হয়েছিলো নিজের দৌড়ের গতিপথ। তারই ফলশ্রুতি পা পিছলে যাওয়া। রান-আউটের সুযোগ হারিয়ে স্বভাবতই অসন্তুষ্ট ছিলেন ভারতীয় তারকা। সেই অসন্তোষের প্রতিফলন দেখা যায় তাঁর চোখে-মুখেও। আম্পায়ারকে কিছু বলেনও তিনি। যদিও বেশীদূর এগোয় নি ঘটনাটি। জাদেজার (Ravindra Jadeja) ঠোঁটের ডগায় লেগেই ছিলো এক চিলতে হাসি। ঈষৎ হাসতে দেখা যায় আম্পায়ার ক্রিস ব্রাউন’কেও।

নাগপুর ম্যাচের (IND vs ENG) পর জাদেজা’র ভূয়সী প্রশংসা করেছিলেন প্রাক্তনী রবিচন্দ্রণ অশ্বিন। যে প্রশংসা সৌরাষ্ট্রের অলরাউন্ডারের প্রাপ্য, তার সিকিভাগও তিনি পান না, বলেছিলেন স্পিন কিংবদন্তি। আজ পারফর্ম্যান্স দিয়ে জাদেজা বোঝালেন কেন তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ভয়ঙ্কর হয়ে ওঠা বেন ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ডকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন তিনি। এরপর জো রুটকেও আউট করেন তিনি। ফেরান জেমি ওভারটনকেও। নির্ধারিত ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন বাম হাতি অফস্পিনার। আজকের ম্যাচে হার্দিক (Hardik Pandya), শামি, হর্ষিতদের ইকোনমি রেট যখন ৬, ৭ বা ৮-এর উপরে, সেখানে জাদেজা (Ravindra Jadeja) ওভারপিছু রান খরচ করেছেন মাত্র ৩.৫০। এছাড়া আদিল রশিদের রান-আউটেও ভূমিকা রাখেন তিনি। নিয়েছেন ফিল সল্টের ক্যাচ’ও।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IND vs ENG 2nd ODI: “মাথা খারাপ নাকি?…” হর্ষিতের কাণ্ডে ক্ষুব্ধ রোহিত শর্মা, প্রকাশ্যেই ধমকালেন তরুণ সতীর্থকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *