IND vs ENG

IND vs ENG: গতকাল ইংল্যান্ডের (IND vs ENG) স্কোর ছিলো ৩ উইকেটের বিনিময়ে ২০৯ রান। আজ হেডিংলতে দিনের প্রথম সেশনে জ্বলে ওঠেন ভারতীয় পেসাররা। প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) বলে শুরুতেই সাজঘরে ফেরেন অলি পোপ। ১০৬ রানের মাথায় শেষ হয় তাঁর ইনিংস। বেশী দূর এগোতে পারেন নি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস’ও। তাঁকে থামান মহম্মদ সিরাজ। ৫২ বলে ২০ রান করে ঋষভ পন্থের (Rishabh Pant) দস্তানায় ধরা পড়েন তিনি। এরপর অবশ্য উইকেট তুলতে বেশ কালঘাম ছুটলো টিম ইন্ডিয়ার। আজ হেডিংলতে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। বাইশ গজে তাঁর সঙ্গী হন উইকেটরক্ষক জেইমি স্মিথ (Jaime Smith)। কার্যকরী জুটি গড়েন তাঁরা। সচল রেখেছিলেন স্কোরবোর্ডকে। শেষমেশ তাঁদের প্রতিরোধ ভাঙলেন প্রসিদ্ধ কৃষ্ণা। জেইমিকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন তিনি।

Read More: “মেরে ফুলিয়ে দিয়েছে…” ইংলিশ বোলারদের নিশানায় ঋষভ পন্থ, স্ট্যাম্প মাইকে ধরা পড়লো আর্তনাদ !!

৭৯তম ওভারের তৃতীয় ডেলিভারিটি অফস্টাম্পের খানিক বাইরে রেখেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। শর্ট পিচ বলে পুল মারতে দ্বিধা করেন নি ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জেইমি স্মিথ (Jaime Smith)। কিন্তু টাইমিং-এ ভুল হয়ে গিয়েছিলো তাঁর। সরাসরি বল জমা পড়ে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে দাঁড়ানো রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাতে। কিন্তু বল তালুবন্দী করার পরেই ভারতীয় অলরাউন্ডার বুঝতে পেরেছিলেন যে শরীরের ভারসাম্য হারাতে চলেছেন তিনি। শরীর মাঠের সীমারেখা অতিক্রম করার আগেই বল মাঠের মধ্যে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ফিল্ডিং করছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। জাদেজার ছুঁড়ে দেওয়া বল তালুবন্দী করেন তামিলনাড়ুর তরুণ। দুই বাম হাতি’র যুগলবন্দীতে দীর্ঘসময় পর সাফল্যের মুখ দেখে টিম ইন্ডিয়া। রেকর্ড বইতে উইকেটটি প্রসিদ্ধের নামের পাশে যুক্ত হলেও কৃতিত্ব প্রাপ্য দুই ফিল্ডারের, বলছেন বিশেষজ্ঞরা।

৫২ বলে ৪০ রান করে জেইমি স্মিথ (Jaime Smith) আউট হলেও বিপদ কাটে নি ভারতের (IND vs ENG)। ক্রিজে এখনও রয়েছেন হ্যারি ব্রুক (Harry Brook)। গতকাল দিনের শেষ বলে তাঁকে আউট করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু ভারতীয় পেস তারকা নো-বল করায় রক্ষা পান তিনি। আজ তাঁর ক্যাচ ফস্কেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ’ও। যে সুযোগ তাঁকে দিয়েছে ‘মেন ইন ব্লু’, তার সম্পূর্ণ সদ্ব্যবহার আজ করছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক। প্রতিবেদন লেখার সময় অবধি তিনি অপরাজিত রয়েছেন ১০৯৮ বলে ৯৭ রান করে। এগোচ্ছেন টেস্ট কেরিয়ারের নবম শতরানের দিকে। ইংল্যান্ডের (IND vs ENG) স্কোর আপাতত ৬ উইকেটের বিনিময়ে ৩৮৮ রান। ভারতের থেকে এখনও অবধি ৮৩ রানে পিছিয়ে তারা। ব্যাটিং সহায়ক পিচে ম্যাচ যে নাটকীয় পরিসমাপ্তির দিকে এগোচ্ছে তা অনুমান করাই যায়।

দেখে নিন জাদেজা-সাইয়ের যুগলবন্দী-

Also Read: IND vs ENG 1st Test: সতীর্থদের ভুলে সাফল্য হাতছাড়া বুমরাহ’র , তিন-তিনটি ক্যাচ ফস্কে ‘ভিলেন’ যশস্বী-জাদেজারা  !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *