IND vs ENG: অস্ট্রেলিয়া সফরের পর ক্রিকেটারদের জন্য নয়া আচরণবিধি এনেছিলো বিসিসিআই। সেখানে স্পষ্ট জানানো হয়েছিলো যে বিদেশ সফরে একই হোটেলে থাকতে হবে সব খেলোয়াড়কে। মাঠ থেকে হোটেল অথবা হোটেল থেকে মাঠেও সকলকে একই সাথে যাতায়াত করতে হবে। কোনো রকম ব্যক্তিগত যানবাহন সফর চলাকালীন ব্যবহার করা যাবে না। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দ্বিতীয় টেস্ট চলাকালীন বোর্ডের সেই নিয়ম ভেঙে চর্চায় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গতকাল অন্যান্য সতীর্থদের চেয়ে বেশ খানিকক্ষণ আগেই আলাদা একটি গাড়িতে এজবাস্টনে পৌঁছে যান তিনি। ব্যাট করতে নামার আগে বাড়তি ব্যাটিং অনুশীলন করতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই নিয়ম ভাঙার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের ক্রিকেটার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় বোর্ড, সেদিকেই এখন তাকিয়ে সকলে।
Read More: ভারতের সেরা ৫ জন ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা, জানুন প্রিয় তারকাদের পড়াশোনার দৌড় !!
নিয়ম ভাঙলেও শাস্তি হচ্ছে না জাদেজার-

ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) প্রথম দিনের শেষে ৪১ রানের অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় দিনের সকালেও অনবদ্য খেলেন তিনি। করেন ৮৯ রান। কেন বাড়তি অনুশীলন করতে চেয়েছিলেন? সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন জাদেজা নিজেই। জানিয়েছেন, “আমার মনে হয়েছিলো যে আজ আমার একটু অতিরিক্ত ব্যাটিং করা উচিৎ। যদি নতুন বলটা সামলে নিতে পারি তাহলে বাকি ইনিংসটা সহজ হয়ে যাবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ অবধি ব্যাটিং করতে পেরেছিলাম। আর তারপর ওয়াশি’ও (ওয়াশিংটন সুন্দর) শুভমানের সাথে ভালো ব্যাট করেছে। ইংল্যান্ডে আপনি যত ব্যাট করবেন ততই ভালো। কারণ ইংল্যান্ডে আপনি কখনোই নিজেকে ‘সেট’ বলে মনে করতে পারবেন না। যে কোনো মুহূর্তে বল স্যুইং করে আপনার ব্যাটের কোণা খুঁজে নিতে পারে অথবা আপনি বোল্ড হতে পারেন।”
দলের স্বার্থেই নিয়ম ভেঙেছেন জাদেজা। তাঁর সাহসী পদক্ষেপের সুফলও পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লড়াকু ইনিংস খেলে তৃপ্ত সৌরাষ্ট্রের তারকা। খেলা শেষে জানিয়েছেন, “দলের হয়ে যখন ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখতে পারলে ভালো তো লাগেই। ভারতের বাইরে, যখন দলের আপনাকে প্রয়োজন, তখন যদি সাফল্য পাওয়া যায় তাহলে আরও ভালো লাগে।” “২১০ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর বড় জুটি গড়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। অধিনায়কের সাথে টিকে থেকে বড় জুটি গড়তে পারলে একটা আত্মবিশ্বাস আসে, যেটা একজন ক্রিকেটার ও একজন ব্যাটার হিসেবে আপনাকে আগামী ম্যাচগুলোতে ভালো খেলার অনুপ্রেরণা যোগায়,” সংযোজন তাঁর।
স্টোকসের সাথে কথার লড়াই জাদেজার-

শট খেলে কয়েক পা এগিয়ে আসার অভ্যাস রয়েছে রবীন্দ্র জাদেজার। গতকাল এজবাস্টনেও একই কাজ করছিলেন তিনি। আর তা নিয়েই আপত্তি তোলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। বাইশ গজের প্লেয়িং সারফেসের চরিত্র বদলাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার, আম্পায়ারের কাছে বারবার অভিযোগ জানাতে দেখা যায় তাঁকে। এই প্রসঙ্গেও খেলা শেষের পর মুখ খুলেছেন জাদেজা (Ravindra Jadeja)। স্টোকসের অভিযোগ উড়িয়ে তিনি জানান, “ও (বেন স্টোকস) ভেবেছিলো যে আমি নিজের জন্য একটা রাফ তৈরি করছি। ফাস্ট বোলাররা তো সেটা করছিলোই। আমার প্রয়োজনই ছিলো না তা করার। ও আম্পায়ারকে বারবার বলছিলো যে আমি উইকেটের উপর দিয়ে ছুটছি। আমার এমন কোনো অভিসন্ধি ছিলো না। এক-দুই বার হয়্ত ভুলবশত হয়ে গিয়েছিলো। ইচ্ছা করে কিছু করি নি।”
Also Read: IND vs ENG 2nd Test: এজবাস্টনে অসামান্য দ্বিশতক শুভমানের, প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লো টিম ইন্ডিয়া !!