IND vs ENG: আজ থেকে লর্ডসে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট। লিডস ও এজবাস্টনে টসের মুদ্রা পড়েছিলো বেন স্টোকসের পক্ষে। আজও তার অন্যথা হলো। তবে প্রথম দু’টি ম্যাচে শুরুতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। আজ প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন। প্রথম সেশনে ভারতকে জোড়া সাফল্য এনে দিয়েছিলেন চতুর্থ পেস বিকল্প নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। আউট হয়েছিলেন দুই ওপেনার-বেন ডাকেট ও জ্যাক ক্রলি (Zak Crawley)। এরপর দ্বিতীয় সেশনে চূড়ান্ত হতাশ করেছে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ। একটি উইকেটও তুলতে পারে নি তারা। সঙ্কট গভীর হয় উইকেটকিপিং-এর সময় চোট পেয়ে ঋষভ পন্থ মাঠ ছাড়ায়।
Read More: আগস্টে মাসেই হবে সাদা বলের সিরিজ, বাংলাদেশ নয় এই দেশের সঙ্গে খেলবে ভারতীয় দল !!
ইংল্যান্ড ইনিংসের (IND vs ENG) ৩৪তম ওভারের প্রথম ডেলিভারিটিতে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ব্যাটার অলি পোপের নাগাল এড়িয়ে লেগসাইড বাউন্ডারির দিকে যাচ্ছিলো তা। নিজের বাম দিকে অনেকখানিক শরীর ছুঁড়ে বলের গতিরোধ করার চেষ্টা করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সঠিক ভাবে বল দস্তানাবন্দী করতে পারেন নি তিনি। তা আছড়ে পড়ে তাঁর বাম হাতের তর্জনিতে। সঙ্গে সঙ্গে দস্তানা খুলে আঙুল চেপে ধরতে দেখা যায় পন্থ’কে। ছুটে আসেন ফিজিও। ব্যথা কমানোর স্প্রে দেওয়ার পরেও সম্পূর্ণ সুস্থ হন নি ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। কোনো রকমে ঐ ওভারটিতে উইকেটের পিছনে দায়িত্ব সামলান তিনি। ৩৫তম ওভার শুরুর আগেই মাঠ ছাড়েন পন্থ। তাঁর বিকল্প হিসেবে মাঠে নামানো হয় উত্তরপ্রদেশের ধ্রুব জুরেল’কে (Dhruv Jurel)।
তৃতীয় সেশনেও মাঠে নামেন নি ঋষভ পন্থ (Rishabh Pant)। বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানানো হয় যে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং লাইন-আপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য পন্থ। ভালো ফর্মেও রয়েছেন তিনি। লিডসে দুই ইনিংসে শতরান করেছেন। এজবাস্টনেও কার্যকরী ভূমিকা নিয়েছেন ব্যাট হাতে। তাই আজ আর তাঁকে নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না ‘মেন ইন ব্লু,’ খবর সংবাদমাধ্যম সূত্রে। তৃতীয় সেশনেও তাই উইকেটের পিছনে দেখা যাচ্ছে ধ্রুব জুরেলকেই (Dhruv Jurel)। দস্তানা হাতে কার্যনির্বাহী দায়িত্ব ভালোই সামলাচ্ছেন বছর ২৪-এর তরুণ। ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বলে অলি পোপের ক্যাচ দারুণ মুন্সীয়ানার সাথে ধরেছেন তিনি।
দেখে নিন BCCI-এর বিজ্ঞপ্তিটি-
Update: #TeamIndia vice-captain Rishabh Pant got hit on his left index finger.
He is receiving treatment at the moment and under the supervision of the medical team.
Dhruv Jurel is currently keeping wickets in Rishabh’s absence.
Updates ▶️ https://t.co/X4xIDiSmBg #ENGvIND pic.twitter.com/MeLIgZ4MrU
— BCCI (@BCCI) July 10, 2025