IND vs ENG

IND vs ENG: লিডসে প্রথম চার দিন সেয়ানে সেয়ানে লড়াই করেও অন্তিম দিনে ইংল্যান্ডের চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল (IND vs ENG)। ৫ উইকেটে হেরে টেস্ট সিরিজে তারা পিছিয়ে পড়েছে ০-১ ফলে। এজবাস্টনে ঘুরে দাঁড়াতে মরিয়া শুভমান গিলের দল। পরিসংখ্যান বলছে যে এই মাঠে আজ অবধি একটি টেস্টও জিততে পারে নি ‘মেন ইন ব্লু।’ সবুজ ঘাসে নয়া ইতিহাস লেখার সংকল্প নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। একাদশে একসাথে তিনটি বদল করার সাহস দেখিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জসপ্রীত বুমরাহ যে খেলবেন না তা আন্দাজ করাই গিয়েছিলো। তাঁর বদলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ (Akash Deep)। সরিয়ে দেওয়া হয়েছে সাই সুদর্শন ও শার্দুল ঠাকুরকেও। বদলে এজবাস্টনে শিকে ছিঁড়েছে নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ভাগ্যে।

Read More: ENG vs IND 2nd TEST TOSS REPORT in BENGALI: টস জিতলো ইংল্যান্ড, এজবাস্টনে ইতিহাস গড়তে ভারতীয় দলে ৩ পরিবর্তন !!

একাদশ নিয়ে রয়েই গিয়েছে প্রশ্ন-

Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images
Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images

দ্বিতীয় টেস্টের (IND vs ENG) ভারতীয় একাদশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটমাধ্যমে। গত ম্যাচে ব্যাটে-বলে দাগ কাটতে পারেন নি শার্দুল ঠাকুর। তাঁর বদলে নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) সংযুক্তিকে স্বাগতই জানাচ্ছেন সমর্থকেরা। বিশেষত অস্ট্রেলিয়াতে যেভাবে লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন বিশাখাপত্তনমের তরুণ, তার পুনরাবৃত্তি তিনি যদি ইংল্যান্ডেও (IND vs ENG) করতে পারেন, সেক্ষেত্রে দলের সুবিধা হবে বলেই মত নেটিজেনদের। পাশাপাশি চতুর্থ পেস বিকল্প’ও হতে পারবেন তিনি। ‘লিডসেই সুযোগ পাওয়া উচিৎ ছিলো,’ লিখেছেন একজন। ‘শার্দুলকে নিয়ে যে ফাটকাটা কোচ গত ম্যাচে খেলতে চেয়েছিলো তা কাজে আসে নি,’ লিখেছেন অন্য এক নেটনাগরিক। উলটো ছবি দেখা গিয়েছে সাই সুদর্শন বাদ পড়ায়। ‘এক ম্যাচের ব্যর্থতাতেই ওর মত প্রতিভাকে বাদ দেওয়া উচিৎ হয় নি,” লিখেছেন একজন।

“দলের প্রত্যেককেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে,” ইংল্যান্ডে আসার আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন গৌতম গম্ভীর। ‘সাই’কে এক ম্যাচ খেলানোটা কি পর্যাপ্ত সুযোগ?’ প্রশ্ন তুলেছেন এক নেটিজেন। লিডসে তিন নম্বরে খেলেছিলেন সাই। তাঁর বদলে এজবাস্টনে ‘ওয়ান ডাউন’ নামবেন করুণ নায়ার (Karun Nair)। ব্যাটিং অর্ডারের ছয় নম্বর থেকে পছন্দের পজিশনে তুলে নিয়ে আসা হয়েছে কর্ণাটকের ক্রিকেটারকে। ‘আর ওর সামনে কোনো অজুহাত নেই। এই ম্যাচেও রান না পেলে বাদই পড়তে হবে,’ করুণকে সাবধানবাণী শুনিয়েছেন এক ক্রিকেটপ্রেমী। ‘এই ম্যাচটাই করুণের জন্য ডু অর ডাই হতে পারে,’ একই কথা লিখেছেন অন্য একজন’ও। গুঞ্জন শোনা গিয়েছিলো যে কুলদীপ যাদব’কে খেলানো হবে বার্মিংহ্যামে। কিন্তু শিকে ছেঁড়ে নি চায়নাম্যান স্পিনারের ভাগ্যে। ‘আর কি করলে ও সুযোগ পাবে?’ উঠেছে প্রশ্ন।

চিন্তায় ফেলছে বোলিং বিভাগ-

Jasprit Bumrah | IND vs ENG | Image: Twitter
Jasprit Bumrah | IND vs ENG | Image: Twitter

কুলদীপ না খেললেও দ্বিতীয় স্পিন বিকল্প হিসেবে জাদেজার সাথে জুড়ে দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। ব্যাট হাতে তাঁর দক্ষতাকে যে অগ্রাধিকার দিয়েছে টিম ম্যানেজমেন্ট, তা দিনের আলোর মত পরিষ্কার। ইতিপূর্বে অস্ট্রেলিয়াতে বড় রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন। ইংল্যান্ডে (IND vs ENG) কেমন করেন সেদিকে নজর রয়েছে সকলের।  তাঁকে‘ওয়াইল্ড কার্ড’ তকমা দিচ্ছেন অনেকে। তবে নেটনাগরিকদের কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় বোলিং বিভাগ। গত ম্যাচে উইকেট তুলতে হিমশিম খেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা। এই ম্যাচে বুমরাহবিহীন পেস আক্রমণ আদৌ কোনো রকম চ্যালেঞ্জ প্রতিপক্ষকে ছুঁড়ে দিতে পারবে কিনা তা নিয়ে রীতিমত সংশয়ে সকলে। ‘কুড়িটা উইকেট নেবে কে?’ লিখেছেন একজন। ‘ফের রানের পাহাড় গড়বেন ডাকেট, রুট’রা,’ মন্তব্য আরেকজনের। ‘বুমরাহ’র কোনো বিকল্প আমাদের হাতে নেই,’ উপলব্ধি অন্য এক নেটনাগরিকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: গম্ভীরে হবে না কাজ, টিম ইন্ডিয়ার পুরোনো ‘জোশ’ ফিরিয়ে আনতে এন্ট্রি নিচ্ছেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *