ind-vs-eng-india-facing-5-run-penalty

IND vs ENG: গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট। হায়দ্রাবাদে হার ও বিশাখাপত্তনমের জয়ের পর মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে এই ম্যাচে পাচ্ছে না দল, বদলে ধ্রুব জুড়েল, সরফরাজ খানদের মত তরুণদের প্রথম একাদশে সুযোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মার্ক উডের গতির ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিলো ভারত। শেষমেশ অধিনায়ক রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জুটিকে দেখা যায় ত্রাতার ভূমিকায়। দুজনে মিলে ২০৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। ১৩১ রান করে ফেরেন রোহিত। অভিষেক ম্যাচে ছয়ে ব্যাট করতে নেমে ৬৭ বলে ৬২ রানের ক্যামিও খেলেন সরফরাজ’ও। দিনের শেষে ভারত ছিলো ৫ উইকেটের বিনিময়ে ৩২৬ রানে।

Read More: IND vs ENG: সরফরাজকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইংরেজিতে গোলমাল পাক সাংবাদিকের, ক্লাস নিলেন নেটিজেনরা !!

দ্বিতীয় দিনের সকালেই জোড়া বিপর্যয় নেমে আসে ভারতের উপরে। ক্রিজে থাকা দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ফেরেন অল্প সময়ের ব্যবধানে। জাদেজা ১১২ রান করে আউট হন জো রুটের বলে। আর কুলদীপকে ফেরান অ্যান্ডারসন। দ্রুত দুই উইকেট হারানোর পাশাপাশি আইসিসি’র নিয়ম ভেঙেও আজ সকালে বেকায়দায় পড়তে হয়েছে ভারতকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী পিচের প্লেয়িং এরিয়াতে হাঁটাচলা করা যায় না। কিন্তু তা মানেন নি  রবিচন্দ্রণ অশ্বিন। শাস্তিস্বরূপ পাঁচ রানের পেনাল্টি হজম করতে হচ্ছে ভারতকে। ইংল্যান্ড তাদের ইনিংস শুরুই করবে ৫/০ অবস্থা থেকে। আম্পায়ার বাই-এর সংকেত দেওয়ার পরেই সাজঘরে অসন্তোষ দেখান অধিনায়ক রোহিত শর্মা। এই শাস্তি ম্যাচের ফলে আদৌ কোনো প্রভাব ফেলে কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

জাদেজা এবং কুলদীপ আউট হওয়ার পর আপাতত রবিচন্দ্রণ অশ্বিন ও ধ্রুব জুড়েলের ব্যাট ভর দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। ৫ টেস্ট শতরানের মালিক অশ্বিনকে বেশ সাবলীল দেখাচ্ছে ইংল্যান্ড বোলিং-এর বিরুদ্ধে। ইতিমধ্যে বেশ কিছু বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেছেন জুড়েল। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে কে এস ভরতের ব্যর্থতা প্রথম একাদশে জায়গা করে দিয়েছে উত্তরপ্রদেশের তরুণকে। রাজকোটের বাইশ গজে সাবলীল দেখাচ্ছে তাঁকেও। মার্ক উডের এক্সপ্রেস গতির বলকে যেভাবে আপার কাট করে থার্ড ম্যান বাউন্ডারির উপর দিয়ে উড়িয়ে দিলেন, তা জুড়েলের আত্মবিশ্বাস স্পষ্ট করে। মধ্যাহ্নভোজের বিরতিতে অশ্বিন ২৫ ও জুড়েল ৩১ রানে অপরাজিত। ইতিমধ্যেই ৫৭ রানের জুটি গড়েছেন তাঁরা।

Also Read: IND vs ENG: “এটা আমার ভুল ছিল ভাই…”, সরফরাজ খানকে রান আউট করে ক্ষমা চাইলেন রবীন্দ্র জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *