IND vs ENG

IND vs ENG: নাগপুর বা কটকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে নি ইংল্যান্ড (IND vs ENG)। আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচেও অসহায় আত্মসমর্পণই করতে দেখা গেলো জস বাটলার ও তাঁর সতীর্থদের। টসে জিতে প্রথম ব্যাটিং নয় বরং বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। কিন্তু ম্যাচের ফলাফলে তার কোনো প্রভাব পড়লো না। ১ রান করে রোহিত সাজঘরে ফেরার পর টিম ইন্ডিয়ার ইনিংসের হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। বড় ইনিংস খেলেন শ্রেয়স আইয়ারও। তাঁদের সৌজন্যেই নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ রান তাড়া করত নেমে শুরুতে ঝড় তুলেছিলেন দুই ইংল্যান্ড ওপেনার। কিন্তু তাঁরা আউট হওয়ার পরেই ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় ইংল্যান্ড।২১৪ রানেই শেষমেশ গুটিয়ে যায় তারা। ১৪২ রানে জিতে মাঠ ছাড়ে রোহিত বাহিনী।

Read More: CT 2025: “এর ফল ভুগতে হবে…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, BCCI-এর দিকে আঙুল তুললো নেটজনতা !!

আহমেদাবাদে টিম ইন্ডিয়ার (Team India) জয়ে খুশির ঢেউ সমর্থকদের মধ্যে। শুভেচ্ছার সাগরে ভেসেছেন ব্যাটাররা। ১১২ রানের চমৎকার ইনিংস খেলে জাত চিনিয়েছেন শুভমান গিল। তাঁকে নিয়ে স্বাভাবিক কারণেই রয়েছে উচ্ছ্বাস। ‘আগামী দশক রাজ করতে চলেছে ও,’ লিখেছেন এক উৎসাহী ক্রিকেট ভক্ত। ‘সঠিক সময়ে ফর্মে ফিরেছে,’ লিখেছেন আরও একজন। দীর্ঘ বিরতির পর বিরাট কোহলি রান পাওয়ায় খুশি নেটজনতা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ফর্মে থাকা কোহলি টিম ইন্ডিয়ার সম্পদ হতে পারেন বলে মনে করছেন তাঁরা। ‘এই ধারাবাহিকতাটা দুবাইতেও দেখাতে হবে,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন একজন। ‘এতদিনে কিং কোহলিকে সাবলীল দেখিয়েছে,’ বাংলাদেশ, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পর তাঁর অর্ধশতকে খুশি সকলেই। প্রশংসিত হয়েছেন শ্রেয়স আইয়ারও। ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

মহম্মদ শামির পরিবর্ত হিসেবে আজ মাঠে নেমেছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। দুই ওপেনারকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। তাঁর উইকেট তোলার দক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে অতিরিক্ত রান খরচ করার প্রবণতা যে চিন্তার বিষয় হতে পারে, তাও উল্লেখ করতে দেখা গিয়েছে কয়েকজনকে। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক অতীতে লাগাতার ব্যর্থতার শিকার ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়ে নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে জস বাটলারদের। ‘নূন্যতম প্রতিদ্বন্দ্বীতা দেখাতে না পারলে মাঠে নামার প্রয়োজন কি ছিলো?’ প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড সমর্থকেরাই। ‘ওরা মোটেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত নয়,’ হতাশা স্পষ্ট অন্য এক ক্রিকেটপ্রেমীর ট্যুইটে। ‘ম্যাকালামের বাজবল ওয়ান ডে’তে কার্যকরী নয়,’ ইংল্যান্ড কোচকেও নিশানা করেছেন কেউ কেউ। সব মিলিয়ে সিরিজ (IND vs ENG) শেষে দুই মেরুতে দুই শিবির।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read:IND vs ENG 3rd ODI Highlights: হুড়মুড়িয়ে ভাঙলো ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার, ১৪২ রানে জিতে বাটলারদের হোয়াইটওয়াশ ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *