IND vs ENG: হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই ধাক্কা খেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ২৮ রানের ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছিলো রোহিত শর্মার দল। তারপর অবশ্য দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় এসেছিলো ১০৬ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে জয়ের ব্যবধান চার গুণেরও বেশী বাড়িয়ে নিলো ভারত। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আজ বেন স্টোকসের (Ben Stokes) দলকে ‘মেন ইন ব্লু’ গুঁড়িয়ে দিলো ৪৩৪ রানের ব্যবধানে। রেকর্ড বইয়ের পাতায় জায়গা করে নিলো ভারতের এই জয়। এর আগে টেস্টের ইতিহাসে কোনো দলকে এত বেশী রানের ব্যবধানে হারাতে পারে নি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসেও স্থান করে নিলো রাজকোটের ম্যাচ। ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬২ রানের বিরুদ্ধে হেরেছিলো তারা। আজ দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারলো তারা।
রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা’র শতরান ও নবাগত সরফরাজ (Sarfaraz Khan) খানের অর্ধশতক ভারতকে পৌঁছে দেয় ৪৪৫ রানে। জবাবে ধুন্ধুমার ক্রিকেট খেলছিলো ইংল্যান্ড। মাত্র দেড় সেশনেই ২০৭ রান তুলে ফেলেছিলো তারা। শতরান করেন বেন ডাকেট (Ben Duckett)। তৃতীয় দিনের গোড়া থেকেই পদস্থলন শুরু হয় তাদের। প্রথম ইনিংসে থামে ৩১৯ রানে। ১২৬ রানের লিড পায় ভারত। সেই ভিতের উপর ইমারত বানাতে দেখা গেলো যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের। দ্বিশতক করেন যশস্বী। শুভমান করেন ৯১ রান। ঝোড়ো অর্ধশতক করেন সরফরাজ’ও। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেলো ১২২ রানে। পাঁচ উইকেট জাদেজার। ঘরের মাঠে এই জয় সিরিজে ভারতকে কেবল ২-১ এগিয়েই দিলো না, সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেই পা বাড়ালো তারা।
Read More: IND vs ENG: রাজকোটে বিধ্বস্ত বাজবল, রেকর্ড রানের ব্যবধানে ইংল্যান্ডকে গুঁড়িয়ে টেস্ট জয় টিম ইন্ডিয়ার !!
শীর্ষে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত-
২০১৯-২১ ও ২০২১-২৩ গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কোনোবারই খেতাব জেতার স্বপ্ন পূরণ হয় নি। ২০২১-এ সাউদাম্পটনের মাঠে হারতে হয়েছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেনিংটন ওভালে জুটেছিলো পরাজয়। গত দুই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয়বারে সাফল্যের শৃঙ্গ আরোহনই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে যেতে হয়েছিলো তাদের। পাশাপাশি স্লো ওভার রেটের জন্য আরও দুই পয়েন্ট কাটা যাওয়ার পর স্থান হয় ষষ্ঠ স্থানে। পরে কেপ টাউনে টেস্ট জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ফিরে পেয়েছিলো দল। জেগেছিলো ফাইনালের স্বপ্ন। তবে হায়দ্রাবাদের হার আবারও পাঁচে নামিয়েছিলো রোহিতদের।
বিশাখাপত্তনম ও রাজকোটে পরপর দুই টেস্ট জিতে ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দৌড়ে সামিল হয়েছে ভারতীয় দল। আজকের জয় তাদের তুলে এনেছে দ্বিতীয় স্থানে। ২০২৩-১৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৭ ম্যাচ খেলে ৪ জয়, ২ হার ও ১ ড্র-সহ তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৫৯.৫২। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হার সহ তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৭৫। তিন নম্বরে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী অস্ট্রেলিয়া। ১০ ম্যাচে ৬ জয়, ৩ হার ও ১ পরাজয় সহ তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৫৫। সামনেই রয়েছে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্টে ভারত জয় ছিনিয়ে নিতে পারলে সুযোগ থাকছে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার মগডালে জায়গা করে নেওয়ার।
বাজবল সত্ত্বেও ফাইনালের দৌড়ে নেই ইংল্যান্ড-
নিউজিল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 9WTC) পয়েন্ট তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে এই তিন দেশ। এরপর চারে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ড্র রেখেছিলো তারা। শাকিব-মুশফিকদের পার্সেন্টেজ পয়েন্ট আপাতত ৫০। তাদের পরেই রয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছেন বাবর আজমরা (Babar Azam)। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার তাদের। পার্সেন্টেজ পয়েন্ট ৩৬.৬৭। ভারতের বিরুদ্ধে ড্র ও গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২টি টেস্টে হেরেছে তারা। ৫ ম্যাচের পর তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৩৩.৩৩। ছয় নম্বরে রয়েছে ক্যারিবিয়ানরা।
ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র হওয়ার পর শীর্ষস্থানে ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্ট হার তাদের পাঠিয়ে দিয়েছে সপ্তম স্থানে। আপাতত চার টেস্টে ১ জয় ও ৩ হার সহ প্রোটিয়াদের পার্সেন্টেজ পয়েন্ট ২৫। কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ‘বাজবল’ আমদানি করেছেন ইংল্যান্ডের খেলায়। টেস্টেও ঝড়ের গতিতে রান তোলার আক্রমণাত্মক পন্থা বেছে নিতে দেখা গিয়েছে তাদের। বেন স্টোকসের (Ben Stokes) দলের এই উদ্ভাবনী স্ট্র্যাটেজি সাড়া ফেললেও সাফল্য এখনও ধরা দেয় নি তাদের হাতে। চলতি টেস্ট সাইকেলে ৮ ম্যাচ খেলে ৩ জয়, ৪ হার ও ১ ড্র-সহ ইংল্যান্ডের পার্সেন্টেজ পয়েন্ট মাত্র ২১.৮৮। অষ্টম স্থানে তারা। ২ টেস্টের দুটিতেই হেরে ০ পার্সেন্টেজ পয়েন্ট-সহ তালিকার সবার নীচে শ্রীলঙ্কা।