IND vs ENG

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতেই বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া (Team India)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচেই লজ্জার হার জুটেছে রোহিত শর্মার (Rohit Sharma) দলের ভাগ্যে। প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২৪৬ রানে আটকে রেখেছিলেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট হাতে ১৯০ রানের লিড’ও নিতে সক্ষম হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু তৃতীয় ইনিংসে অলি পোপের (Ollie Pope) মহাকাব্যিক ১৯৬ রানের ইনিংস ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় ভারতের। আর ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসে টম হার্টলির (Tom Hartley) বাম হাতি স্পিন কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। ২৮ রানের ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে স্বাগতিক দেশ। হায়দ্রাবাদে ইতিপূর্বে অপরাজিত ছিলো ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকলো না আর। একই সাথে প্রথমবার ১০০’র বেশী রানের লিড নেওয়ার পরও পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে।

০-১ পিছিয়ে পড়ে এমনিতেই বেশ চাপে ভারতীয় শিবির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থান থেকে পিছলে গিয়েছে পঞ্চম স্থানে। ২০২৩-২৫ WTC চক্রে ফাইনাল খেলা ক্রমেই ভারতের হাতের নাগাল থেকে দূরে সরছে। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। গোড়ালির চোটে ভারত হায়দ্রাবাদে পায় নি শামি’কে (Mohammed Shami)। দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ভারতের সমস্যা বহু গুণ বেড়েছে কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায়। প্রথম টেস্টেই হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন জাদেজা, ডান দিকের কোয়াড্রিসেপস পেশীতে চোট রাহুলের (KL Rahul)। বিশাখাপত্তনমে খেলবেন না তাঁরা। বাকি সিরিজেও খেলা নিয়ে থাকছে সংশয়। এহেন সমস্যাসঙ্কুল আবহেই আজ সম্ভবত শেষ তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই।

Read More: IND vs ENG: হায়দরাবাদে হারের পর বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া, বুমরাহকে শাস্তি দিল আইসিসি !!

সংশয় কোহলিকে নিয়ে, থাকছেন সরফরাজ-

Virat Kohli | IND vs ENG | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

প্রথম দুই টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) খেলবেন না, তা জানা গিয়েছিলো বেশ কয়েকদিন আগেই। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে রাজকোট, রাঁচী ও ধর্মশালার শেষ তিনটি টেস্টে কি তিনি খেলবেন? নাকি বাড়বে তাঁর অব্যাহতির মেয়াদ? এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছুই। যদি বিরাট ফেরেন তাহলে তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া রজত পতিদার (Rajat Patidar) যে বাদ পড়বেন তা একরকম নিশ্চিত। ছন্দে নেই শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। স্পিন খেলার দক্ষতার কথা মাথায় রেখে শ্রেয়সকে (Shreyas Iyer) আরও একটা সুযোগ দিয়ে দেখতে পারেন নির্বাচকেরা। তবে বাদ পড়তে পারেন শুভমান গিল। গতকালই কে এল রাহুলের বদলি হিসেবে সরফরাজ খানকে (Sarfaraz Khan) সুযোগ দেওয়া হয়েছে বিশাখাপত্তনম টেস্টে। মুম্বইয়ের তরুণকে শেষ তিনটি টেস্টেও সুযোগ দেওয়া হতে পারে।

কোয়াড্রিসেপস পেশীর চোটে দ্বিতীয় টেস্ট না খেললেও শেষ তিন ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠারই সম্ভাবনা কে এল রাহুলের (KL Rahul)। থাকছেন তিনিও। এছাড়াও ওপেনিং জুটিতে কোনো রকম বদলের ভাবনা আপাতত নেই ভারতীয় দলের। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা’ই থাকছেন স্কোয়াডে। তিন নম্বরে চেতেশ্বর পূজারার প্রত্যাবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি শুভমান গিল’কে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে সরফরাজকে তিন নম্বরে খেলিয়ে দেখতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। হায়দ্রাবাদে দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে ৪১ ও ২৮ করেছেন কে এস ভরত (KS Bharat)। শেষ তিন টেস্টের দলেও উইকেটরক্ষক হিসেবে তিনিই হতে চলেছেন প্রথম পছন্দ। বিকল্প হিসেবে স্কোয়াডের অংশ হবেন উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েল।

বাইরেই শামি, স্পিনেই ভরসা ভারতের-

Ravindra Jadeja and Ravichandran Ashwin | IND vs ENG | Image: Getty Images
Ravindra Jadeja and Ravichandran Ashwin | Image: Getty Images

গোড়ালির চোটে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে নাম থাকলেও শেষমেশ সরে দাঁড়িয়েছিলেন। এরপর ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজেও প্রথম দুই টেস্টের দলে নাম ছিলো না তাঁর। জানা যাচ্ছে এখনও সম্পূর্ণ ফিট নন তিনি। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি টেস্টেও শামি’কে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পেস বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজের সাথে মুকেশ কুমার (Mukesh Kumar) ও আবেশ খান’কেই দেখতে পাওয়ার সম্ভাবনা। রবীন্দ্র জাদেজা হ্যামস্ট্রিং-এর চোটে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন সৌরভ কুমার। তিনি রাজকোট, রাঁচী বা ধর্মশালায় থাকবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রত্যাবর্তন হবে জাদেজারই।

ইংল্যান্ড সিরিজে স্পিনকেই প্রধান অস্ত্র হিসেবে দেখছে টিম ইন্ডিয়া। জাদেজার (Ravindra Jadeja) পাশাপাশি থাকছেন রবিচন্দ্রণ অশ্বিনও (Ravichandran Ashwin)। আপাতত ৪৯৬ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দ্রুত ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে চাইবেন তিনি। এছাড়াও থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বাম হাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দেওয়াই লক্ষ্য থাকবে তাঁর। সম্ভবত অশ্বিন-জাদেজা ও অক্ষর ত্রয়ীই শেষ তিনটি টেস্টে ভারতের প্রথম একাদশে থাকবেন। অতিরিক্ত স্পিনার হিসেবে টিম ইন্ডিয়া স্কোয়াডে রাখতে পারে কুলদীপ যাদব’কে।

একনজরে ভারতের সম্ভাব্য স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, বিরাট কোহলি/রজত পতিদার, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান।

Also Read: IND vs ENG: নিজের পায়ে কুড়ুল মারলেন কেএস ভরত, রোহিত-রাহুল দ্বিতীয়বার দেবেন না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *