ind-vs-eng-icc-fines-mohammed-siraj

IND vs ENG: ঘটনার ঘনঘটা ‘হোম অফ ক্রিকেট’-এ। লর্ডস টেস্টের (IND vs ENG) তৃতীয় দিন খেলা শেষের ঠিক আগে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি (Zak Crawley) ও ভারতীয় ক্রিকেটাররা। প্রতিপক্ষের দিকে রীতিমত আঙুল উঁচিয়ে তেড়ে যান অধিনায়ক শুভমান গিল। এই ঘটনার ফলেই সম্ভবত চতুর্থ দিনের সকালে তেতে ছিলেন মহম্মদ সিরাজ। ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসন দমিয়ে রাখতে পারেন নি তিনি। বাম হাতি ওপেনারের প্রায় মুখের সামনে গিয়ে উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। এমনকি সিরাজের (Mohammed Siraj) কাঁধও সেই সময় ছুঁয়ে গিয়েছিলো ডাকেটের শরীর। প্রতিপক্ষের শরীরে অনৈতিক স্পর্শের কারণে শাস্তি হতে পারে সিরাজের, তখনই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। হায়দ্রাবাদের পেসারের সাজা ঘোষণা করলো ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি।

Read More: “ও শেহবাগের চেয়েও আগ্রাসী…” পন্থের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম জাফর, দিলেন ‘এক্স-ফ্যাক্টর’ তকমা !!

জরিমানা দিতে হচ্ছে সিরাজ-কে-

Mohammed Siraj and Ben Duckett | IND vs ENG | Image: Getty Images
Mohammed Siraj and Ben Duckett | IND vs ENG | Image: Getty Images

যেভাবে গতকাল উদ্‌যাপনে মেতেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) তা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী, আজ এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। ‘কোড অফ কন্ডাক্ট’ বা শৃঙ্খলারক্ষা বিধি’র ২.৫ নং ধারা লঙ্ঘনের কারণে শাস্তিস্বরূপ তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ভারতীয় পেসার। সংবাদসংস্থা ক্রিকবাজ মারফত জানা গিয়েছে যে ম্যাচ রেফারী রিচি রিচার্ডসনের (Richie Richardson) কাছে অপরাধ স্বীকার করে নিয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয় নি। মাঠে থাকা দুই আম্পায়ার পল রাইফেল (Paul Reiffel), শরফুদৌলা সৈকত, তৃতীয় আম্পয়ার-এহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েডের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারী যে শাস্তি তাঁকে দিয়েছেন তাও মেনে নিয়েছেন তিনি।

এই প্রথম নয়, গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেডে টেস্ট চলাকালীন ট্র্যাভিস হেড-এর (Travis Head) বিরুদ্ধে কার্যত একই রকম আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তখনও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিলো তাঁকে। এই নিয়ে গত ৭ মাসের মধ্যে হায়দ্রাবাদের পেসারের ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়ালো দুই। ২৪ মাসের মধ্যে চারটি বা তার বেশী সংখ্যক ডিমেরিট পয়েন্ট পেলে একটি ম্যাচে নির্বাসিত হন কোনো ক্রিকেটার। নির্বাসন এড়াতে চাইলে ভবিষ্যতে যে মেজাজে লাগাম পরাতে হবে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) তা বলাই বাহুল্য। তৃতীয় দিন জ্যাক ক্রলির উদ্দেশ্যে অশালীন শব্দ প্রয়োগ করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। আপাতত তাঁর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে নি আইসিসি।

সিরাজের শাস্তি নিয়ে মুখ খুললেন ব্রড-

Mohammed Siraj and Ben Duckett | IND vs ENG | Image: Getty Images
Mohammed Siraj and Ben Duckett | IND vs ENG | Image: Getty Images

চলতি সিরিজে (IND vs ENG) স্কাই স্পোর্টসের হয়ে বিশেষজ্ঞ ধারাভাষ্য দিচ্ছেন ইংল্যান্ড প্রাক্তনী স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলেও। সিরাজের শাস্তি প্রসঙ্গে মতামত ব্যক্ত করেছেন তিনি। ট্যুইটারে লিখেছেন, “এটা হাস্যকর। আগ্রাসী সেলিব্রেশনের জন্য সিরাজের ১৫ শতাংশ জরিমানা করা হলো। আর (শুভমান) গিল লাইভ টিভি’তে গালিগালাজ করার পরেও রেহাই পেয়ে গেলো? হয় দু’জনকেই শাস্তি দাও নয়ত কাউকেই দিও না। খেলোয়াড়রা রোবট নয়, তাঁদের তা হওয়াও উচিৎ নয়। কিন্তু (শাস্তি দেওয়ার ক্ষেত্রে) একটা ধারাবাহিকতা বজায় রাখা উচিৎ।” বিবিসি টেস্ট ম্যাচ স্পেশ্যাল অনুষ্ঠানে গতকাল অ্যালিস্টার কুক (Alastair Cook) আঙুল তুলেছিলেন সিরাজের দিকে। তিনি জানান, “উইকেট নেওয়ার পর উদ্‌যাপন করায় কোনো দোষ নেই। কিন্তু কারও মুখের সামনে গিয়ে চিৎকার করা মোটেই উচিৎ নয়। কাউকে স্পর্শ করা তো নয়ই।”

দেখুন ব্রডের ট্যুইট’টি-

Also Read: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *