IND vs ENG: রজত পতিদারকে ফিরিয়ে দিলেন টম হার্টলি, টেস্টের প্রথম সেশনেই ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে টিম ইন্ডিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ (IND vs ENG)। প্রথম দুই ম্যাচের শেষে ফলাফল ১-১। হায়দ্রাবাদে স্বাগতিক দেশকে হারিয়ে শুরুতেই সিরিজ জমিয়ে দিয়েছিলো ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ জিতে  সমতা ফিরিয়েছে ভারত। এবার এগিয়ে যাওয়ার লড়াই। সেই কারণেই রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে দুই শিবিরই। একঝাঁক তারকা ক্রিকেটার নেই ভারতীয় শিবিরে। তাই রোহিত শর্মার দলের কাছে চ্যালেঞ্জটা বেশ কঠিন। নিরঞ্জন শাহ স্টেডিয়ামের বাইশ গজকে ব্যাটিং সহায়ক বলছেন অধিকাংশ বিশেষজ্ঞ। টসে জিতে তাই ব্যাটিং বেছে নিয়েছে ভারত’ও। কিন্তু ইনিংসের গতিপ্রকৃতি এখনও আশানুরূপ বলা চলে না।

Read More: IND vs ENG: উডের গতিতে পরাস্ত যশস্বী জয়সওয়াল, রাজকোটে শুরুতেই উইকেট হারিয়ে বেকায়দায় ভারত !!

যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছিলেন। বেশ কিছু বাউন্ডারিও এসেছিলো প্রথম কিছু ওভারে। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে মার্ক উডের বাড়তি গতি কাল হয়ে দাঁড়ায় ভারতের সামনে। জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। করেন ১০ রান। তিনে নেমে ফের একবার ব্যর্থ শুভমান গিল। মার্ক উড’ই ফের একবার ঘাতক হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার জন্য। রাহুল নেই, নেই বিরাট কোহলি বা শ্রেয়স আইয়ার’ও। চার নম্বরে বাধ্য হয়েই রজত পতিদারকে নামিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু কোচের আস্থার মর্যাদা দিতে পারলেন না তিনিও। যশস্বী ও শুভমান ফিরেছিলেন উডের গতিতে পরাস্ত হয়ে। পতিদার ফিরলেন টম হার্টলির ঘূর্ণির জালে আটকে।

নবম ওভারে হার্টলির হাতে বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওভারের পঞ্চম বলেই বাজিমাত করলেন তিনি। ডেলিভারিটিতে অনেকখানি ফ্লাইট দিয়েছিলেন হার্টলি। কাট মারার প্রয়াস করেন রজত পতিদার। কিন্তু পিচে পড়ার পর অতিরিক্ত টার্ন আদায় করে নিয়েছিলো হার্টলির ডেলিভারিটি। শেষ মুহূর্তে সেই ঘূর্ণি সামলানো সম্ভব হয় নি পতিদারের পক্ষে। শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। কভারে দাঁড়ানো বেন ডাকেটের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন তিনি। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেন নি ডাকেট। ১৫ বলে ৫ করেন পতিদার। রাজকোটে ভারতের মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ। তার মধ্যে মাত্র ৩৩ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বেশ চাপে টিম ইন্ডিয়া।

দেখে নিন রজত পতিদারের উইকেটটি-

Also Read: IND vs ENG: “বহু প্রতীক্ষার অবসান…” অভিষেক সরফরাজের, তরুণ ক্রিকেটারের সাফল্য প্রার্থনায় সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *